দ্বিতীয় মাসুদ রানার অভিষেক

যে জীবনে কোনো গল্প থাকে না টেলিছবিতে জোনায়েদ ও তিশা।  ছবি: সংগৃহীত
যে জীবনে কোনো গল্প থাকে না টেলিছবিতে জোনায়েদ ও তিশা। ছবি: সংগৃহীত

রিয়েলিটি শো কে হবেন মাসুদ রানায় প্রথম রানারআপ, অর্থাৎ দ্বিতীয় হয়েছিলেন জোনায়েদ বোগদাদী। তবে মাসুদ রানা চ্যাম্পিয়নের আগেই পর্দায় অভিষেক হতে যাচ্ছে তাঁর। আসছে শুক্রবার দেখা যাবে জোনায়েদ অভিনীত প্রথম টেলিছবি ‘যে জীবনে কোনো গল্প থাকে না’।

জোনায়েদ সৌভাগ্যবান। ক্যারিয়ারের প্রথম ছবিতেই সহশিল্পী হিসেবে পেয়েছেন অভিনেত্রী নূসরাত ইমরোজ তিশাকে। তিনি বলেন, ‘তিনি আমাদের ইন্ডাস্ট্রির অন্যতম মেধাবী অভিনেত্রী। শুটিং শুরু হওয়ার পর তিনি আমাকে বুঝতেই দেননি যে এত বড় অভিনেত্রীর সঙ্গে কাজ করছি। ভীষণ বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ ছিলেন তিনি।’

মডেল জোনায়েদকে নিয়ে কাজ করা প্রসঙ্গে পরিচালক সাইদুর রহমান রাসেল বলেন, ‘আমি তাঁকে একেবারে নতুন হিসেবে পাইনি। তাঁকে নানা রকম প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। ফলে নতুন অভিনেতা হিসেবে তাঁকে নিয়ে কোনো বিড়ম্বনা পোহাতে হয়নি। নিয়মিত কাজ করলে তিনি ভালো করবেন।’

বুটিকের দোকানের কর্মী তিশা ও রেস্তোরাঁ কর্মী জোনায়েদের সংগ্রাম, টিকে থাকা এবং তিশাকে জয় করার গল্প নিয়ে এই টেলিছবি। শুক্রবার বেলা ৩টা ৫ মিনিটে এটি দেখা যাবে চ্যানেল আইয়ের পর্দায়। নাটকের চিত্রনাট্য লিখেছেন মনিরুল ইসলাম রুবেল।