ঢাকায় 'টার্মিনেটর'

‘টার্মিনেটর: ডার্ক ফেইট’ ছবিতে আরনল্ড শোয়ার্জেনেগার। ছবি: ইউটিউব থেকে নেওয়া
‘টার্মিনেটর: ডার্ক ফেইট’ ছবিতে আরনল্ড শোয়ার্জেনেগার। ছবি: ইউটিউব থেকে নেওয়া

আজ শুক্রবার যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে ‘টার্মিনেটর’ সিরিজের নতুন ছবি ‘টার্মিনেটর: ডার্ক ফেইট’। জানা গেছে, একই দিনে ছবিটি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে। দর্শকদের জন্য এই ছবিতে আছে দারুণ সব চমক। দীর্ঘ বিরতির পর আরনল্ড শোয়ার্জেনেগারকে যেমন পর্দায় ফিরিয়ে এনেছেন প্রযোজক জেমস ক্যামেরন, তেমনি ফিরে এসেছেন লিন্ডা হ্যামিল্টন। ‘টার্মিনেটর’ সিরিজের প্রথম ছবিতে ছিলেন তিনি। তারপর এই সিরিজের আর কোনো ছবিতে দেখা যায়নি তাঁকে। তবে যাঁরা এরই মধ্যে ছবিটি দেখেছেন, সেই দর্শকদের মতে, এবার তাঁকে আরও ঝাঁজালো আর মারকুটে ভূমিকায় দেখা যাবে।

লিন্ডা হ্যামিল্টন বলেছেন, ‘সেই ১৯৯১ সালের “জাজমেন্ট ডে” ছবির পর আরও একবার টার্মিনেটরের স্বাদ পেয়েছি। এবার অ্যাকশন দৃশ্যগুলো আগের চেয়ে দশ গুণ বড়।’

‘টার্মিনেটর: ডার্ক ফেইট’ ছবির দৃশ্য। ছবি: ইউটিউব থেকে নেওয়া
‘টার্মিনেটর: ডার্ক ফেইট’ ছবির দৃশ্য। ছবি: ইউটিউব থেকে নেওয়া

‘টার্মিনেটর: ডার্ক ফেইট’ ছবি নিয়ে আরনল্ড শোয়ার্জেনেগার বলেন, ‘কঠোর পরিশ্রম করো আর নিষ্ঠার সঙ্গে কাজ করো—এবারের ছবিটি এই নীতির ওপর দাঁড়িয়ে। আমার মতে, এটি একেবারেই ভিন্ন গল্পের আরেকটি “টার্মিনেটর” সিনেমা। এর পুরোটাজুড়ে জেমস ক্যামেরনের ছোঁয়া রয়েছে। তাই এটা দর্শকদের সেই পুরোনো টার্মিনেটরের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যাবে। এখন পর্যন্ত যতগুলো “টার্মিনেটর” সিনেমা দর্শক দেখেছেন, তার মধ্যে এটাতে সবচেয়ে বেশি অ্যাকশন দৃশ্য আছে।’

‘টার্মিনেটর: ডার্ক ফেইট’ ছবির দৃশ্য। ছবি: ইউটিউব থেকে নেওয়া
‘টার্মিনেটর: ডার্ক ফেইট’ ছবির দৃশ্য। ছবি: ইউটিউব থেকে নেওয়া

‘টার্মিনেটর’ সিরিজের শেষ ছবি ‘টার্মিনেটর: ডার্ক ফেইট’? তেমনটা কিন্তু মনে করছেন না জেমস ক্যামেরন। সম্প্রতি হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ‘টার্মিনেটর’ সিরিজকে আরও এগিয়ে নেওয়ার সম্ভাবনার কথা বলেছেন। তার মানে ‘টার্মিনেটর’ সিরিজ এখানেই শেষ নয়। তবে তার একমাত্র শর্ত হলো ‘টার্মিনেটর: ডার্ক ফেইট’ ছবির সাফল্য।

‘টার্মিনেটর: ডার্ক ফেইট’ ছবির দৃশ্য। ছবি: ইউটিউব থেকে নেওয়া
‘টার্মিনেটর: ডার্ক ফেইট’ ছবির দৃশ্য। ছবি: ইউটিউব থেকে নেওয়া

‘টার্মিনেটর: ডার্ক ফেইট’ প্রযোজক ও চিত্রনাট্য লিখেছেন জেমস ক্যামেরন। ছবিটির ট্রেলার প্রকাশের আগে তিনি বলেছেন, ‘আগের দুটি মূল টার্মিনেটরের চেয়ে এটা আরও দীর্ঘ, আরও দারুণ। সংক্ষেপে বলতে গেলে, এটি আর-রেটেড (ভয়াবহ ভায়োলেন্সের জন্য রেসট্রিক্টেড রেটিং), এটি ভয়ানক, এটি বিস্ময়কর, এটি ক্ষিপ্র ও তীব্র।’ তিনি আরও বলেন, ‘চলচ্চিত্রটির নির্মাণ শুরুর আগে এর চিত্রনাট্য নিয়ে কয়েক সপ্তাহ আমরা কাজ করেছি। আমার বিশ্বাস, এই ছবি থেকে নতুন ট্রিলজির সূচনা হবে। আমরা যদি “টার্মিনেটর: ডার্ক ফেইট” দিয়ে যথেষ্ট আয় করতে পারি, তাহলে আমি নিশ্চিত পরের ছবিগুলোর কাহিনি কেমন হবে আর তার ভবিষ্যৎ কী।’

‘টার্মিনেটর: ডার্ক ফেইট’ ছবিটি পরিচালনা করেছেন টিম মিলার, প্রায় ২০০ মিলিয়ন ডলার বাজেটের ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন জেমস ক্যামেরন ও ডেভিড ইলিসন।