সামিনার জীবনের চলার পথে একচিলতে সুখ

ওয়াল্ড মিউজিক থেকে প্রকাশিত হয়েছে সামিনা চৌধুরীর পুরোনো গানের মিউজিক ভিডিও। ছবি: ইউটিউব থেকে নেওয়া
ওয়াল্ড মিউজিক থেকে প্রকাশিত হয়েছে সামিনা চৌধুরীর পুরোনো গানের মিউজিক ভিডিও। ছবি: ইউটিউব থেকে নেওয়া

‘এ যেন ভাঙাগড়ার জীবনের চলার পথে একচিলতে সুখ। আমি আজকে অনেক খুশি’ সামাজিক যোগাযোগমাধ্যমে এভাবেই নিজের অনুভূতির প্রকাশ করলেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। তাঁর এই আনন্দের একমাত্র কারণ, অডিও–ভিডিও সংস্থা ওয়ার্ল্ড মিউজিক ডিজিটাল দুনিয়ায় যাত্রা করল। প্রকাশ পেল তাঁর পুরোনো ‘এই জাদুটা যদি সত্যি’, ‘আমার বুকের মধ্যিখানে’ এবং ‘কাঙ্গালিনীর বন্ধু তুমি’ গানের মিউজিক ভিডিও।

কয়েক বছর আগেও দেশে অডিওশিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত ওয়ার্ল্ড মিউজিক। ঈদ উৎসবসহ সারা বছর গান প্রকাশ হতো প্রযোজনা প্রতিষ্ঠান ‘ওয়ার্ল্ড মিউজিক’-এর ব্যানার থেকে। মাঝে বেশ কিছুদিন এটি বন্ধ ছিল। আজ ৪ নভেম্বর সামিনা চৌধুরীর হাত ধরে এবার নতুনরূপে প্রতিষ্ঠানটি ফিরেছে। আর এটির উদ্যোগ নিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার সামিনা চৌধুরীর স্বামী ইজাজ খান স্বপন। মূলত বিবাহবার্ষিকী উপলক্ষে এটি স্ত্রীকে উপহার দিয়েছেন স্বপন। নতুনভাবে এর নামকরণ হয়েছে ‘ওয়ার্ল্ড মিউজিক বাংলা’। আজ (৪ নভেম্বর) তাঁদের বিবাহবার্ষিকী।

যোগাযোগ করা হলে সংগীতশিল্পী সামিনা বলেন, ‘গতকালই ও (স্বপন) জানিয়েছিল, আজ একটি চমক আছে। তবে এটি যে এই প্রযোজনা প্রতিষ্ঠানটি হবে, তা আমার কল্পনাতেও ছিল না। আজকের দিনটি আমার সারা জীবন মনে থাকবে। নিজের মধ্যে কতটুকু ভালো লাগা কাজ করছে, তা বলে বোঝানো যাবে না। আজ আমাদের ২৫তম বিবাহবার্ষিকী।’

সামিনা চৌধুরী ও ইজাজ খান স্বপন। ছবি: ফেসবুক থেকে
সামিনা চৌধুরী ও ইজাজ খান স্বপন। ছবি: ফেসবুক থেকে

সামিনা আরও বলেন, ‘জনপ্রিয় এমন একটি প্রযোজনা প্রতিষ্ঠান এভাবে হারিয়ে যাবে, তা আমি মানতে পারছিলাম না। অনেক দিন ধরেই এটি নিয়ে আমরা কথা বলেছি। তবে এভাবে সেটি ফিরে আসবে, তা সত্যিই অন্য রকম।’

প্রযোজনা প্রতিষ্ঠানটি সম্পর্কে ইজাজ খান স্বপন জানান, ২০০০ সালের শুরুর দিকে যাত্রা শুরু হয় ‘ওয়ার্ল্ড মিউজিক’-এর। এই ব্যানার থেকে দেশের নবীন–প্রবীণ শিল্পীর এক হাজার অ্যালবাম প্রকাশিত হয়েছিল। এবার এটির ইউটিউব চ্যানেলও চালু হয়েছে। এতে পুরোনোর পাশাপাশি নতুন গান থাকবে। এর আগে ইজাজ খান স্বপন বলেন, ‘ওয়ার্ল্ড মিউজিকে আমি নবীন শিল্পীদের প্রাধান্য দিতাম। ডিজিটাল ফরম্যাটেও আমি নবীনদের প্রাধান্য দেব।’