হতাশাগ্রস্ত মানুষকে আলো দেখাবে কণ্ঠ: জয়া

‘কণ্ঠ’ ছবিতে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও জয়া আহসান। ছবি: সংগৃহীত
‘কণ্ঠ’ ছবিতে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও জয়া আহসান। ছবি: সংগৃহীত

‘লড়াই করে বেঁচে যাওয়ার গল্প “কণ্ঠ”। যাঁরা হতাশায় ভুগছেন, জীবনের সবকিছু শেষ মনে করছেন, বেঁচে থেকে কিছু করতে পারছেন না কিংবা পৃথিবীকে দেওয়ার মতো কিছুই নাই, দেয়ালে পিঠ ঠেকে গেছে যাঁদের—এ রকম ভাবনার মানুষকে অনুপ্রেরণা দেবে ছবিটি।’ ‘কণ্ঠ’ প্রসঙ্গে এভাবেই কথা বললেন অভিনয়শিল্পী জয়া আহসান।

৮ নভেম্বর দেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত ‘কণ্ঠ’। ছবিটি নিয়ে বিস্তারিত জানাতে আজ বুধবার ঢাকার তেজগাঁওয়ের চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মস লিমিটেড। ছবির প্রধান অভিনয়শিল্পী জয়া ছাড়াও উপস্থিত ছিলেন ছবির পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান।
ভারতে এ বছরের মে মাসে মুক্তি পায় ‘কণ্ঠ’। সাফটা চুক্তির ভিত্তিতে বাংলাদেশে এখন ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। নিজ দেশে ‘কণ্ঠ’ ছবির মুক্তি উপলক্ষে প্রচারণায় বেশ সরব জয়া। সবাইকে ছবিটি দেখার আহ্বানও জানাচ্ছেন। শুধু তা–ই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে আলোচনা করার আহ্বান জানিয়েছেন তিনি। জয়া বলেন, ‘এই ছবিটি একটি মুভমেন্ট। সৃষ্টিকর্তা যেকোনো সময় মানুষের হাত নিয়ে নিতে পারেন, চোখ নিয়ে নিতে পারেন, এ রকম করে শরীরের নানা অঙ্গ–প্রত্যঙ্গ নিয়ে নিতে পারেন তিনি। কিন্তু জীবনীশক্তি নেন না। জীবনীশক্তি নিয়ে এগিয়ে যাওয়ার গল্পই হচ্ছে আমাদের এই ছবিটি।’

‘কণ্ঠ’ ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত
‘কণ্ঠ’ ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত

‘কণ্ঠ’ ছবিটির ব্যাপারে সবাইকে কেন জানানো উচিত, তা এভাবেই বললেন জয়া। ‘আমার অভিনয়জীবনের অন্যতম একটি ছবি ‘কণ্ঠ’। ছবিটি আমার জন্য একটি ভ্রমণের মতো। জীবনকে কাছ থেকে দেখা, লড়াই করে বেঁচে থাকা মানুষকে দেখা, আমার জন্য কী যে অনুপ্রেরণার ছিল! আমাকে এমন একটি সুন্দর যাত্রায় শামিল করায় কৃতজ্ঞতা জানাই নির্মাতাদের। শিবপ্রসাদ ও নন্দিতা দিদি—আমার ওপর ভরসা করেছেন, এটা আমার জন্য গর্বের।’

ছবিটিতে কাজ করার অভিজ্ঞতা বলতে গিয়ে জয়া বলেন, ‘এই ছবিতে অভিনয় করতে গিয়ে আমি ক্যানসার আক্রান্ত অনেক মানুষের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জীবনীশক্তি দিয়েছে, মনে হয়েছে আমরা যে বেঁচে আছি, এটাই তো সবচেয়ে বড় ঘটনা! পরিবারের সবচেয়ে ছোট সদস্য থেকে শুরু করে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সবাইকে ছবিটি টানবে। সবারই দেখা উচিত।’

‘কণ্ঠ’ ছবির পোস্টার। ছবি: সংগৃহীত
‘কণ্ঠ’ ছবির পোস্টার। ছবি: সংগৃহীত

‘কণ্ঠ’ ছবিতে জয়া আহসানের চরিত্রের নাম রোমিলা চৌধুরী, যিনি একজন স্পিচ থেরাপিস্টের চরিত্রে অভিনয় করেছেন। এই চরিত্রের সঙ্গে বাংলাদেশের একটা সংযোগ আছে বলেও মনে করেন জয়া আহসান। চরিত্রটি তাঁর অভিনয়জীবনে উজ্জ্বল হয়ে থাকবে বলেও মনে করেন তিনি। জয়া বলেন, ‘জীবনে প্রচুর চরিত্রে অভিনয় করেছি। কিন্তু সব সময়ই তো সব চরিত্র গুরুত্বপূর্ণ বা দাগ কেটে যায় না, আবার কিছু চরিত্র আছে যেগুলো থেকে যায়, মনে গেঁথে যায়। শিল্পীর জীবনেও আঁচড় কেটে যায়। “কণ্ঠ” ছবিতে ঠিক তেমন একটি চরিত্র আমার। আমার ভীষণ আত্মতৃপ্তি রয়েছে এই চরিত্রটি করে, এই ছবিতে অভিনয় করে।’

‘কণ্ঠ’ ছবির দৃশ্যে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও জয়া আহসান। ছবি: সংগৃহীত
‘কণ্ঠ’ ছবির দৃশ্যে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও জয়া আহসান। ছবি: সংগৃহীত

‘কণ্ঠ’ ছবিটির পরিবেশনার দায়িত্ব ইমপ্রেস টেলিফিল্ম করায় কৃতজ্ঞ জয়া। বললেন, ‘আমার অভিনয়জীবনের শুরু থেকে এখন পর্যন্ত সব সময় আমার পাশে ছিল ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই। আমার অভিনীত প্রথম ভারতীয় কোনো ছবি বাংলাদেশে মুক্তির ব্যবস্থাও প্রতিষ্ঠানটি করছে। ভারতের মানুষ ছবিটি দেখে প্রশংসা করেছে। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ছবিটি পৌঁছে দেওয়ার দায়িত্ব নেওয়ায় ইমপ্রেস টেলিফিল্মের প্রতি অনেক কৃতজ্ঞতা।’

সাফটা চুক্তির আওতায় বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে আকরাম খান পরিচালিত ‘খাঁচা’। দুটি ছবিরই কেন্দ্রীয় চরিত্রের অভিনয়শিল্পী জয়া আহসান।