কালিদাস আসছে শুক্রবার

‘কালিদাস’ নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
‘কালিদাস’ নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

শীত আসি আসি করছে নগরের বাতাসে। হিমেল হাওয়ায় শুরু হয়ে যাচ্ছে উৎসবের সময়। দারুণ জমে উঠেছে নাট্যাঙ্গন। পুরোনো নাটকের সঙ্গে যোগ হচ্ছে নতুন নাটক। তেমন নতুন নাটকের খবর মিলল। তুলনামূলক নতুন দল থিয়েটার ’৫২ নিয়ে আসছে নতুন নাটক ‘কালিদাস’।

৮ নভেম্বর শুক্রবার থিয়েটার ’৫২ বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে উদ্বোধনী মঞ্চায়ন করতে যাচ্ছে তাদের নতুন নাটক ‘কালিদাস’। নাটকটির রচনায় অপূর্ব কুমার কুন্ডু এবং নির্দেশনা দিয়েছেন জয়িতা মহলানবীশ। নাটক ‘কালিদাস’ থিয়েটার ‘৫২–এর পঞ্চম প্রযোজনা। নাটকটির কাহিনি মহাকবি কালিদাসের জীবনকে আশ্রয় করে।

‘কালিদাস’ নাটকে মূল চরিত্র কালিদাস চরিত্রে অভিনয় করবেন মো. নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
‘কালিদাস’ নাটকে মূল চরিত্র কালিদাস চরিত্রে অভিনয় করবেন মো. নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

নাট্যকার অপূর্ব কুমার কুন্ডু বলেন, কালিদাসকে নিয়ে ঐতিহাসিক জীবনীগ্রন্থ পাওয়া যায় না, অথচ তাঁর রচিত প্রায় সব গ্রন্থ পাওয়া যায়। সংস্কৃত থেকে সেগুলো বাংলায় অনুবাদের সুবাদে অনায়াসে পড়েও নেওয়া যায়। কালিদাসের শৈশব-কৈশোর-যৌবন-বার্ধক্য স্পষ্টভাবে জানা না গেলেও ডালে বসে সেই ডালের গোড়া কাটা কিংবা বাসরঘরে স্ত্রীর ভর্ৎসনা—সেসব তো এককথায় প্রচলিত গল্প। সেসব গল্পের কুয়াশা ভেদ করে কালিদাসকে আপন করে দেখতে চাওয়ার চেষ্টাই দেখা গেছে ‘কালিদাস’ নাটকে।

‘কালিদাস’ নাটকের নির্দেশক জয়িতা মহলানবীশ বলেন, ‘আলো জ্বললে যেভাবে আঁধার পালায়, তেমনি কালিদাসের জীবননির্ভর এই নাটক এক অর্থে জ্ঞানের আলো প্রজ্বলিত করবে বলেই আমার বিশ্বাস। তরুণ ও নবীন অভিনেতাদের অভিনীত সংলাপ প্রধান নাটকটি দর্শকদের শিল্পপিপাসা নিবৃত্ত করবে বলেই আমার বিশ্বাস।’

‘কালিদাস’ নাটকের নির্দেশক জয়িতা মহলানবীশ। ছবি: সংগৃহীত
‘কালিদাস’ নাটকের নির্দেশক জয়িতা মহলানবীশ। ছবি: সংগৃহীত

নির্দেশক জানান, ‘কালিদাস’ নাটকে মূল চরিত্র কালিদাস চরিত্রে অভিনয় করবেন মো. নজরুল ইসলাম, বিদ্যাবতীর চরিত্রে অভিনয় করবেন সেইন্টলী বিশ্বাস। দেবী সরস্বতী চরিত্রে অভিনয় করবেন নাটকটির নির্দেশক জয়িতা মহলানবীশ এবং অন্যান্য চরিত্রে অভিনয় করবেন আদিব মজলিশ খান, রুদ্ররায় অপু, মো সাপলুর রহমান, শেখ আদিব নাহিয়ান ও এম পারভেজ।

‘কালিদাস’ নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
‘কালিদাস’ নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

এর আগে অক্টোবর মাসে রাজধানীর রাজারবাগের গঙ্গাসাগর দিঘির পাড়ে বরদেশ্বরী কালীমাতা মন্দির প্রাঙ্গণে শারদীয় নাট্যোৎসবে নাটকটির একটি বিশেষ প্রদর্শনী হয়। তবে নাটকের এই প্রদর্শনীকে উদ্বোধনী বা কারিগরি—কোনোটাই বলছেন না নির্দেশক জয়িতা মহলানবীশ। তাঁর মতে, ‘শুধু উৎসবে অংশ নিতেই এ শো করেছি আমরা।’

২০১৬ সালের ৬ অক্টোবর সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে ‘নননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসে’ নাটকের উদ্বোধনী মঞ্চায়নের মধ্য দিয়ে ঢাকার মঞ্চে পেশাদারি নাট্যচর্চায় যাত্রা করে থিয়েটার ’৫২ নামের রেপার্টরি দলটি।