মুক্তির আগেই মিম আর সমালোচনার মুখে 'পানিপথ'

‘পানিপথ’ ছবির পোস্টারে সদাশিব রাও ভাউ, পার্বতী বাই ও আহমদ শাহ আবদালির লুক। ছবি: সংগৃহীত
‘পানিপথ’ ছবির পোস্টারে সদাশিব রাও ভাউ, পার্বতী বাই ও আহমদ শাহ আবদালির লুক। ছবি: সংগৃহীত

‘সুখের সময় তোমার পেছনে থাকব আর দুঃখের সময় এগিয়ে আসব তোমার পাশে।’ পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা বাহিনীর সর্দার সেনাপতি সদাশিব রাও ভাউয়ের দ্বিতীয় স্ত্রী পার্বতী বাইয়ের সংলাপ। ‘পানিপথ’ ছবির ট্রেলারে তা দেখে মিম তৈরি করেছেন অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ছে একের পর এক মিম। অনেকেই পার্বতী বাইয়ের সঙ্গে ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির তুলনা করেছেন। তাঁদের মতে, দলের সংকটে সবার আগে এগিয়ে এসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ধোনি। অন্য সময় সবার পেছনে থাকতে তিনি বেশি পছন্দ করেন।

গত সোমবার ‘পানিপথ’ ছবির প্রথম ট্রেলার ইউটিউবে প্রকাশ করেছে পরিবেশক প্রতিষ্ঠান রিলায়েন্স এন্টারটেইনমেন্ট। এর পর আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত তা দেখা হয়েছে ২ কোটি ৫৩ লাখ ২৬ হাজার ৭৬২ বার। এরই মধ্যে ঐতিহাসিক গল্প নিয়ে তৈরি ছবিটির ব্যাপারে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। আগামী ৬ ডিসেম্বর ছবিটি মুক্তি পাচ্ছে। তার আগে এসেছে ট্রেলার।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে অন্য ছবির সঙ্গে সঙ্গে ‘পানিপথ’-এর তুলনা। পাওয়া যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। ছবির ট্রেলার দেখে অনেকেই নাকি এর সঙ্গে সঞ্জয় লীলা বানশালির ‘পদ্মাবত’ আর ‘বাজিরাও মস্তানি’র মিল খুঁজে পাচ্ছেন। তাঁদের মতে, ‘আহমদ শাহ আবদালি’ চরিত্রে সঞ্জয় দত্তের লুকের সঙ্গে ‘পদ্মাবত’ ছবির ‘আলাউদ্দিন খিলজি’ রণবীর সিংয়ের লুক মিলে গেছে। আর ‘সদাশিব রাও ভাউ’ চরিত্রে অর্জুন কাপুরকে দেখে অনেকের মনেই নাকি ভেসে উঠেছেন ‘বাজিরাও মস্তানি’র রণবীর সিং। ‘পার্বতী বাই’ কৃতি শ্যাননের সাজের সঙ্গেও ‘বাজিরাও মস্তানি’র প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘কাশী বাই’র যথেষ্ট মিল রয়েছে।

‘পানিপথ’ ছবির দৃশ্যে অর্জুন কাপুর। ছবি: ইউটিউব থেকে নেওয়া
‘পানিপথ’ ছবির দৃশ্যে অর্জুন কাপুর। ছবি: ইউটিউব থেকে নেওয়া

পানিপথের তৃতীয় যুদ্ধের গল্প নিয়ে ‘পানিপথ’ ছবিটি তৈরি করেছেন পরিচালক আশুতোষ গোয়ারিকর। সেই যুদ্ধে আফগানিস্তানের সৈন্যবাহিনীর সঙ্গে লড়াই হয়েছিল মারাঠা সেনাদের। ১৭৬১ সালের ১৪ জানুয়ারি পানিপথে (বর্তমানে হরিয়ানা) যে যুদ্ধ হয়েছিল, তা আঠারো শতকের অন্যতম স্মরণীয় যুদ্ধ।

ট্রেলারের আগে এসেছে ‘পানিপথ’ ছবির গুরুত্বপূর্ণ তিন চরিত্র সদাশিব রাও ভাউ, আহমদ শাহ আবদালি ও পার্বতী বাইয়ের লুক। এই তিনটি চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে অর্জুন কাপুর, সঞ্জয় দত্ত ও কৃতি শ্যানন। তাঁরা টুইটারে এই লুক শেয়ার করেছেন।

‘পানিপথ’ ছবির দৃশ্যে সঞ্জয় দত্ত। ছবি: ইউটিউব থেকে নেওয়া
‘পানিপথ’ ছবির দৃশ্যে সঞ্জয় দত্ত। ছবি: ইউটিউব থেকে নেওয়া

ছবিতে দেখা গেছে, অর্জুন কাপুরের মাথায় ভারী শিরস্ত্রাণ আর শরীর বর্মে ঢাকা। নিজের ফার্স্ট লুক শেয়ার করে তিনি লিখেছেন, ‘সাহসিকতা হলো আপনি যা বিশ্বাস করেন তার পক্ষে দাঁড়ানো। আপনি যদি একা হন, তাও!’

মারাঠাদের বিরুদ্ধে লড়াই করেন আহমেদ শাহ আবদালি। মাথায় ভারী শিরস্ত্রাণ, মুখভর্তি লম্বা দাঁড়ি আর কাজলপরা চোখে সঞ্জয় দত্ত যেন অনন্য। সঞ্জয় দত্ত নিজের এই লুক শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘যেখানে তার ছায়া পড়ে, সেখানেই মৃত্যু।’

‘পানিপথ’ ছবির দৃশ্যে কৃতি শ্যানন ও অর্জুন কাপুর। ছবি: ইউটিউব থেকে নেওয়া
‘পানিপথ’ ছবির দৃশ্যে কৃতি শ্যানন ও অর্জুন কাপুর। ছবি: ইউটিউব থেকে নেওয়া

শাড়ি আর ভারী গয়নায় সেজেছেন ‘পার্বতী বাই’ কৃতি শ্যানন। নিজের লুক শেয়ার করে তিনি লিখেছেন, ‘পার্বতী বাই একজন সত্যিকারের রানি। তাঁর কোনো মুকুটের প্রয়োজন হয়নি।’

‘পানিপথ’ ছবির দৃশ্যে সঞ্জয় দত্ত। ছবি: ইউটিউব থেকে নেওয়া
‘পানিপথ’ ছবির দৃশ্যে সঞ্জয় দত্ত। ছবি: ইউটিউব থেকে নেওয়া

‘পানিপথ’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্র ‘সদাশিব রাও ভাউ’ অর্জুন কাপুর টুইটারে লিখেছেন, ‘আমি পানিপথকে বেছে নিইনি, পানিপথ আমাকে বেছে নিয়েছে।’ এমন একটি ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে তিনি আরও লিখেছেন, ‘একসময় ভেবেছিলাম, যদি কখনো পিরিয়ড ড্রামা বা ঐতিহাসিক কাহিনির কোনো ছবিতে কাজ করার সুযোগ পাই, তা যেন অবশ্যই আশুতোষ গোয়ারিকরের ছবি হয়। ধৈর্য, ​​আবেগ আর গল্প বলার দক্ষতা দিয়ে তিনি গল্পকে পর্দায় ফুটিয়ে তোলেন।’

‘পানিপথ’ ছবির দৃশ্য। ছবি: ইউটিউব থেকে নেওয়া
‘পানিপথ’ ছবির দৃশ্য। ছবি: ইউটিউব থেকে নেওয়া