কণ্ঠনালি ক্যানসারের রোগীরা বললেন, 'জয়া পারফেক্ট'

‘কণ্ঠ’ ছবির প্রদর্শনীর আগে সাংবাদিকদের সঙ্গে জয়া আহসান। ছবি: ফেসবুক থেকে নেওয়া
‘কণ্ঠ’ ছবির প্রদর্শনীর আগে সাংবাদিকদের সঙ্গে জয়া আহসান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বৃহস্পতিবার, সন্ধ্যা সাড়ে ছয়টা। রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে দেখা গেল নায়িকা জয়া আহসান নির্ধারিত সময়ের অনেক আগেই চলে এসেছেন। কথা বলছেন সাংবাদিকদের সঙ্গে। তাঁর পাশে ‘কণ্ঠ’ ছবির পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আজ শুক্রবার দেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ভারতের খুব আলোচিত ও ব্যবসাসফল ছবি ‘কণ্ঠ’। তার আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে ছবিটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

‘কণ্ঠ’ ছবির এই বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন নাসির উদ্দীন ইউসুফ, ইমদাদুল হক মিলন, মুশফিকুর রহমান গুলজার, আকরাম খান, অনম বিশ্বাস, রুনা খান, রুম্মান রশীদ খান, বিপ্লব সাহাসহ আরও অনেকে। ছিলেন জয়া আহসানের মা আর বোন। কলকাতা থেকে ঢাকায় এসেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মা আর তাঁর স্ত্রী। আরও উপস্থিত ছিলেন কয়েকজন ক্যানসার বিশেষজ্ঞ আর কণ্ঠনালি ক্যানসারে আক্রান্ত অর্ধশত রোগী।

ছবির কাহিনি গড়ে উঠেছে রেডিও জকি অর্জুন মল্লিকের কণ্ঠনালি ক্যানসারকে ঘিরে। মানুষকে বাঁচাতে তাঁর স্বরযন্ত্র ফেলে দেওয়া হয়। শুরু হয় তাঁর আর তাঁর পরিবারের অন্য রকম এক সংকট, সংগ্রাম। বড় পর্দার এই অর্জুন মল্লিক ‘কণ্ঠ’ ছবির অন্যতম পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন পাউলি দাম। ছবির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। পর্দায় তিনি স্পিচ থেরাপিস্ট। তিনি অর্জুন মল্লিককে নতুন জীবনের সন্ধান দেন।

‘কণ্ঠ’ ছবির দৃশ্য। ছবি: ফেসবুক থেকে নেওয়া
‘কণ্ঠ’ ছবির দৃশ্য। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এই তিনটি চরিত্রের অভিনয়ই দর্শক দারুণ পছন্দ করেছেন। বাংলাদেশের দর্শক জয়া আহসানের অভিনয়ে আরও একবার মুগ্ধ হবেন, তা নিশ্চিত। তিনি যেভাবে থেরাপি দিয়েছেন, শ্বাসনালি দিয়ে কথা বলতে শিখিয়েছেন, তা দেখে শুধু সাধারণ দর্শক নন, উপস্থিত কণ্ঠনালি ক্যানসারে আক্রান্ত রোগীরাও বলেছেন, ‘পারফেক্ট’। একজন তো এগিয়ে এসে জয়া আহসানকে বললেন, তাঁকে যে স্পিচ থেরাপিস্ট কথা বলতে শিখিয়েছেন, জয়াকে পর্দায় ঠিক সেই মানুষটার মতো লেগেছে।

জয়া আহসান বলেছেন, ‘স্বরযন্ত্রবিহীন একজন ক্যানসার সারভাইভর, যিনি পর্দার অর্জুন মল্লিকের মতোই শ্বাসনালি দিয়ে কথা বলেন। তিনি যখন আমাকে পারফেক্ট বলে রায় দিয়েছেন, এই ছবির জন্য এর চেয়ে বড় পুরস্কার আর নেই।’ এদিকে গতকাল বিকেলেই জানা গেছে, ‘দেবী’ চলচ্চিত্রের অসাধারণ অভিনয়ের জন্য চতুর্থবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন জয়া আহসান।

‘কণ্ঠ’ ছবির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও তাঁর মায়ের সঙ্গে জয়া আহসান। ছবি: ফেসবুক থেকে নেওয়া
‘কণ্ঠ’ ছবির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও তাঁর মায়ের সঙ্গে জয়া আহসান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

কণ্ঠনালির ক্যানসারে আক্রান্ত একজন রোগীর স্বামী জানিয়েছেন, তাঁরা এই ছবির প্রতিটি ফ্রেমের সঙ্গে নিজেদের মিলিয়েছেন। একই ধরনের সংকটের ভেতর দিয়ে যেতে হয়েছে তাঁদের। এই ছবি তাঁদের কাঁদিয়েছে, হাসিয়েছে। বেঁচে থাকার সাহস আর শক্তি জুগিয়েছে। উপস্থিত দর্শকও জানিয়েছেন, জয়া আহসান যখন রোমেলা চৌধুরীর ভূমিকায় মানসিকভাবে ভেঙে যাওয়া, হতাশাগ্রস্ত একজনকে বললেন, ‘তুমি মানবজাতিকে পরাস্ত করতে পারো না।’ তাঁর এই সংলাপ যে কোনো মানুষকে জীবন নিয়ে নতুন করে আশাবাদী করে তুলবে।

স্টার সিনেপ্লেক্সে ‘কণ্ঠ’ ছবির বিশেষ প্রদর্শনীর আগে সঞ্চালক রুম্মান রশীদ খান, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায় ও জয়া আহসান। ছবি: ফেসবুক থেকে নেওয়া
স্টার সিনেপ্লেক্সে ‘কণ্ঠ’ ছবির বিশেষ প্রদর্শনীর আগে সঞ্চালক রুম্মান রশীদ খান, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায় ও জয়া আহসান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ‘ছবিটি খুবই গুরুত্বপূর্ণ। ছবিটি সারা দেশের মানুষের কাছে কীভাবে পৌঁছে দেওয়া যায়, আমরা সেই উদ্যোগ নেব।’

২০১৮ সালের ১০ মে ভারতে মুক্তি পেয়েছে ‘কণ্ঠ’।