শাহরুখের এক পাশে সৃজিত, আরেক পাশে মিথিলা

সৃজিত মুখার্জি, শাহরুখ খান ও মিথিলা। ছবি: ফেসবুক থেকে নেওয়া
সৃজিত মুখার্জি, শাহরুখ খান ও মিথিলা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

‘ক্যালকাটা টাইমস’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবিটি পোস্ট করেছে। ছবিতে দেখা যাচ্ছে ‘বলিউড বাদশা’ শাহরুখ খানের সঙ্গে ভারতের এ সময়ের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশের ছোট পর্দার আলোচিত তারকা মিথিলা। জানা গেছে, গতকাল শুক্রবার কলকাতায় শুরু হয়েছে ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিকেলে ইনডোর স্টেডিয়ামে এই উৎসব উদ্বোধন করেছেন শাহরুখ খান। উদ্বোধনের পর ভারতের বাংলা চলচ্চিত্রের সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। তখন শাহরুখ খানের সঙ্গে সৃজিত মুখার্জি ও মিথিলাকে ক্যামেরাবন্দী করা হয়। মিথিলা এখন আছেন কলকাতায়। সৃজিত মুখার্জির সঙ্গে তিনিও অংশ নেন এই উদ্বোধনী অনুষ্ঠানে।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সৃজিত মুখার্জির পাশে মিথিলাকে দেখে অনেকেই মন্তব্য করেছেন, সৃজিত মুখার্জি এবার ফেলুদাকে নিয়ে ওয়েব সিরিজ তৈরি করছেন। মিথিলা হয়তো তাতে অভিনয় করবেন।

ভারতীয় সংবাদমাধ্যমকে সৃজিত মুখার্জি বলেছেন, ‘সত্যজিৎ রায়ের দুটি গল্প “ছিন্নমস্তার অভিশাপ” আর “যত কাণ্ড কাঠমান্ডুতে” আমার খুব প্রিয়। তাই ওয়েব সিরিজের জন্য এই দুটি গল্পকে বেছে নিয়েছি। একটা গল্প ছয়টা অংশে দেখানো হবে। “ছিন্নমস্তার অভিশাপ” পিরিয়ড পিস হিসেবে তৈরি করছি আর “যত কাণ্ড কাঠমান্ডুতে” তৈরি করব বর্তমান সময়ের প্রেক্ষাপটে। এই ওয়েব সিরিজের নাম দিচ্ছি “ফেলুদা ফেরত”।’

এদিকে সৃজিত মুখার্জির সঙ্গে মিথিলার সম্পর্ক নিয়ে অনেক দিন থেকেই নানা কথা শোনা যাচ্ছে। এ ব্যাপারে গত ১৯ মার্চ প্রথম আলোকে মিথিলা বলেছেন, ‘অনেক আগে থেকে সৃজিতের সঙ্গে আমার পরিচয়। এর আগেও আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে। আমাদের দুজনের কয়েকজন কমন বন্ধু আছে।’ আর সৃজিত মুখার্জি প্রথম আলোকে বলেছেন, ‘আমরা খুব ভালো বন্ধু।’

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিভিন্ন জনপ্রিয় তারকার সঙ্গে সেলফি তোলেন সৃজিত মুখার্জি। এ সময় সঙ্গে ছিলেন মিথিলা। ছবি: ফেসবুক থেকে নেওয়া
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিভিন্ন জনপ্রিয় তারকার সঙ্গে সেলফি তোলেন সৃজিত মুখার্জি। এ সময় সঙ্গে ছিলেন মিথিলা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

মিথিলার সঙ্গে সৃজিত মুখার্জি তাঁর সম্পর্ককে ‘পেশাগত বিড়ম্বনা’ হিসেবেই দেখতে চান। মিথিলা নিজেও তা মনে করছেন। বললেন, ‘আমিও এটা পেশাগত বিড়ম্বনা মনে করতে চাই। আমি মনে করি, একসঙ্গে কাজ করতে গেলে এমন কথা ছড়াতেই পারে। আরেকটা কথা, সৃজিত তো অ্যালিজেবল ব্যাচেলর। তার সঙ্গে কাউকে দেখা গেলে এমন কথা ছড়াবে, এটাই স্বাভাবিক।’

গত ২৩ সেপ্টেম্বর ছিল সৃজিত মুখার্জির জন্মদিন। ওই দিন কেক কাটার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিথিলা। ওই সময় ভারতের বাংলা পত্রিকা ‘এই সময়’ সৃজিতের জন্মদিনে মিথিলার উপস্থিত থাকার খবর প্রকাশ করে।

‘টাইমস অব ইন্ডিয়া’ এর আগে এক প্রতিবেদনে জানিয়েছে, ঈদের ছুটিতে বাংলাদেশ থেকে সৃজিতের সঙ্গে দেখা করতে যান মিথিলা। ওই সময় সৃজিত তাঁর রাজারহাটের বাড়িতে ‘এক যে ছিল রাজা’ ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার খুশিতে ঘরোয়া পার্টির আয়োজন করেন। সেখানে সৃজিত তাঁর বন্ধুদের সঙ্গে মিথিলাকে পরিচয় করিয়ে দেন। দক্ষিণ কলকাতায় মিথিলাও নাকি এমন একটি আয়োজন করেন। সেখানে নিমন্ত্রণ পেয়েছিলেন সৃজিতের কাছের বন্ধুরা।

‘তারকাখচিত অষ্টমীর সকাল!’—সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে গত ৬ অক্টোবর এই মন্তব্য করেন সৃজিত মুখার্জি। সঙ্গে দুটি ছবি। দুর্গাপূজার অষ্টমীতে তোলা দুটি ছবিতেই তাঁর পাশে ছিলেন মিথিলা। কলকাতার আলীপুরের সুরুচি সংঘের পূজামণ্ডপে তোলা দুটি ছবির আরেকটিতে আছেন সৃজিত, মিথিলা, লোকসভার সাংসদ ও চিত্রনায়িকা নুসরাত আর তাঁর স্বামী নিখিল জৈন।