কৃতীকে চিন্তায় ফেলেছিলেন অমিতাভ

অমিতাভ বচ্চন ও কৃতী খরবান্দা। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
অমিতাভ বচ্চন ও কৃতী খরবান্দা। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

অমিতাভ তাঁকে এ কী নামে ডাকলেন! বলিউডের শাহেনশাহর কণ্ঠে সেই ডাক শুনে চিন্তায় পড়ে গেছেন বলিউড তারকা কৃতী খরবান্দা। অমিতাভ বচ্চনের মতো এত বড় তারকার সঙ্গে অভিনয় করা যেকোনো অভিনেতার স্বপ্ন। তাঁর সেই স্বপ্ন পূরণ হলো বটে, পাশাপাশি যুক্ত হয়েছে চিন্তা।

কৃতীকে দেখা যাবে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘চেহরে’ ছবিতে। সম্প্রতি তাঁর সঙ্গে শুটিং করেছেন কৃতী। বলিউডের এই মহানায়কের সঙ্গে নিজের কাজের অভিজ্ঞতা ভাগাভাগি করেন কৃতী। পাশাপাশি এ-ও জানান, অমিতাভ তাঁকে ‘মোহতরমা’ বলে সম্বোধন করেছেন। সেটা শুনেই চিন্তায় পড়ে গিয়েছিলেন কৃতী। অমিতাভের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘অমিতজির সঙ্গে প্রথম শটের পর সবাই আমার প্রশংসা করেছেন। এদিকে অমিতজি এসে জিজ্ঞেস করলেন, আমি আরও একটি টেক চাই কি না। আমি তো “হ্যাঁ” বলে দিলাম। তারপর তিনি জানতে চাইলেন, কেন? সেটা তো আমি জানতাম না। তখন আমি অমিতজিকে অত্যন্ত বিনয়ের সঙ্গে আবারও অনুরোধ করি। আমার অনুরোধ শুনে অমিতজি বলেন, “অনুরোধের কিছু নেই। একজন শিল্পী হিসেবে নিজের সন্তুষ্টি জরুরি, মোহতরমা। আসুন, আমরা আবার একটা শট নিই।’

অমিতাভ বচ্চনের কণ্ঠে ‘মোহতরমা’ সম্বোধন শুনে চিন্তায় পড়ে গেছেন কৃতী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে প্রথম কেউ “মোহতরমা” সম্বোধন করলেন। আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম যে এটা কি ভালো কিছু?’ শুটিংয়ের সময় কৃতী বিষয়টি ভুলে থাকতে চেষ্টা করেছেন যে তিনি অমিতাভ বচ্চনের মতো ব্যক্তিত্বের সামনে দাঁড়িয়ে। এই নায়িকা বলেন, ‘অভিনয় করার সময় আমি ভুলে যেতাম যে আমার সামনে অমিতজি। কারণ, অমিতজির ব্যক্তিত্ব এতটাই প্রভাবশালী যে তাঁর সামনে দাঁড়ানো খুবই কঠিন। আমি মনে করি, আমি সবকিছু খুব ভালোভাবে সামলেছিলাম। শুটিং শেষে অমিতজি আমার অভিনয়ের প্রশংসা করেছেন। এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রশংসা।’

সম্প্রতি কৃতীকে দেখা গেছে ‘হাউসফুল ফোর’-এর মতো সফল ছবিতে। তাঁকে আবার পাওয়া যাবে আনিশ বাজমির ‘পাগলপন্থী’ ছবিতে। এটি মুক্তি পাবে ২২ নভেম্বর।