দেশে শেষ হচ্ছে মাইলসের ৪০ বছর

যুক্তরাষ্ট্রের কনসার্টে গান পরিবেশনের সময় মাইলস।  ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের কনসার্টে গান পরিবেশনের সময় মাইলস। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ১৮টি কনসার্টে অংশ নেওয়ার মধ্য দিয়ে গানের দল মাইলসের ৪০ বছর পূর্তির শুরুটা হয়। এরপর কানাডা ও অস্ট্রেলিয়া ট্যুর শেষে দলটি দেশে ফিরেছে। চার দশক পূর্তির কনসার্ট শেষ হচ্ছে বাংলাদেশে। আগামী ২৭ ডিসেম্বর ঢাকায় সর্বশেষ কনসার্ট হতে যাচ্ছে বলে জানালেন দলটির অন্যতম সদস্য শাফিন আহমেদ। এর আগে ও পরে আরও দু-একটি কনসার্ট হতে পারে বলে নিশ্চিত করেছেন তিনি।

চার দশকের পথচলা স্মরণীয় করে রাখতে বিশেষভাবে উদ্যাপনের সিদ্ধান্ত নেয় মাইলস। চার মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় ২৮টি কনসার্টে গান করে দলটি। ৬ নভেম্বর দেশে ফিরেছে মাইলস।

মাইলস সদস্য হামিন আহমেদ বলেন, ‘দেশের বাইরে টানা এতগুলো কনসার্ট করা বাংলাদেশি একটি ব্যান্ডের জন্য অর্জন। এসব কনসার্টে মানুষের ভালোবাসা ও আবেগে সিক্ত হয়েছি। আমরা অভিভূত।’