ঢাক-করতালে শুরু রঙ্গমেলার

মণিপুরি থিয়েটারের পরিবেশনায় ঢাক-করতালে বাজুক জীবন।  ছবি: সংগৃহীত
মণিপুরি থিয়েটারের পরিবেশনায় ঢাক-করতালে বাজুক জীবন।  ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর গতকাল শনিবার ছিল নাট্যকর্মী ও দর্শকে মুখর। নৃত্য, সংগীত আর বাদনের তালে তালে শুরু হলো নাটকের দল বটতলার আয়োজনে ‘বটতলা রঙ্গমেলা’র এবারের আসর।

নাট্যজন আতাউর রহমানের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে রঙ্গমেলা যাত্রার শুরু হয়। ২৬ নভেম্বর পর্যন্ত ১১ দিনব্যাপী এই আয়োজনে থাকছে নানা আয়োজন।

প্রধান অতিথির বক্তৃতায় সংস্কৃতিসচিব আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘নাটক মানুষের অধিকারের কথা বলে। নাটক যা কিছু সত্য, যা কিছু সুন্দর, সেসবের কথা বলে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তিন তরুণ নাট্যকার সাধনা আহমেদ, রুমা মোদক ও শুভাশিস সিনহা। উদ্বোধনী আয়োজনের দ্বিতীয় পর্বে ছিল মণিপুরি থিয়েটারের পরিবেশনায় ঢাক-করতালে বাজুক জীবন। ওই পর্বে বক্তব্য দেন নাট্যজন ও শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম। উদ্বোধনী আয়োজন সঞ্চালনা করেন মোহাম্মদ আলী হায়দার। বটতলার সভাপতি শফি আহমেদ বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘরকে পরিচিত করাতে এই জায়গায় উৎসবের আয়োজন করা হয়েছে। এরপর প্রদর্শিত হয় কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের উপন্যাস অবলম্বনে ক্রাচের কর্নেল।

শেষ দিন দেওয়া হবে আজীবন সম্মাননা। এবার আজীবন সম্মাননা পাচ্ছেন নাট্যজন মামুনুর রশীদ।