যাচ্ছে মাহির ছবি, আসছে কৌসানীর

‘মনে রেখো’ ছবিতে মাহিয়া মাহি ও বনি সেনগুপ্ত আর ‘জানবাজ’ ছবির পোস্টার। ছবি: সংগৃহীত
‘মনে রেখো’ ছবিতে মাহিয়া মাহি ও বনি সেনগুপ্ত আর ‘জানবাজ’ ছবির পোস্টার। ছবি: সংগৃহীত

বনি সেনগুপ্ত ও কৌসানী মুখার্জি অভিনীত ‘জানবাজ’ ছবিটি সাপটা চুক্তির আওতায় আমদানি করা হয়েছে বাংলাদেশে। ২২ নভেম্বর দেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ‘জানবাজ’ ছবির বিপরীতে বাংলাদেশ থেকে রপ্তানি করা হয়েছে মাহিয়া মাহি ও বনি সেনগুপ্ত অভিনীত ‘মনে রেখো’ ছবিটি। এরই মধ্যে ‘জানবাজ’ ছবিটির ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। এই ছবিটি বাংলাদেশে প্রেক্ষাগৃহে পরিবেশনার দায়িত্বে আছে হার্টবিট প্রোডাকশন।

বাংলাদেশে ছবিটি মুক্তির বিষয়টি নিশ্চিত করে হার্টবিট প্রোডাকশনের চেয়ারম্যান তাপসী ফারুক বলেন, ‘সপ্তাহ খানেক আগে খান ব্রাদার্স ছবিটি আমদানি করেছে। ছাড়পত্রও পাওয়া গেছে। আমাদের “মনে রেখো” ছবিটি ভারতে ইকো এন্টারটেইনমেন্টের কাছে রপ্তানি করে “জানবাজ” বাংলাদেশে আমদানি করা হয়েছে।’

ভারতের একটি কয়লাখনিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘জানবাজ’ ছবির গল্প। অ্যাকশনধর্মী এই ছবিটি দুই সপ্তাহ আগে কলকাতায় মুক্তি পেয়েছে। বাংলাদেশে ছবিটি নিয়ে বেশ আশাবাদী তাপসী ফারুক। তিনি বলেন, ‘কলকাতায় প্রথম দিন ছবিটি ৭৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। টানা দুই সপ্তাহ ভালো চলছে। এখানে মুক্তির পর নতুন ছবি হিসেবে আমাদের দর্শকও ছবিটি দেখবেন বলে আমার বিশ্বাস।’

তাপসী ফারুক আরও জানান, এর আগে বনি সেনগুপ্ত অভিনীত ‘পারব না আমি ছাড়তে তোকে’ ছবিটি জনপ্রিয়তা পেয়েছে। অনেক দিন পর এই নায়কের ‘জানবাজ’ ছবিটি আলোচিত হয়েছে।

‘মনে রেখো’ ছবিটি ২০১৮ সালে ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশে মুক্তি পায়। বাংলাদেশে ‘জানবাজ’ মুক্তির দুই সপ্তাহ পর পশ্চিমবঙ্গে ‘মনে রেখো’ মুক্তি পাবে বলে জানান ছবির প্রযোজক তাপসী ফারুক।

আমদানি ও রপ্তানি হওয়া দুটি ছবির নায়ক বনি সেনগুপ্ত। কলকাতা থেকে মুঠোফোনে প্রথম আলোকে তিনি বলেন, ‘কলকাতায় “জানবাজ” ছবিটি বেশ ভালো যাচ্ছে। নতুন ছবি হিসেবে এটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে। এটি তো আমার জন্য খুশির খবর। কারণ, “মনে রেখো” ছবিতে কাজ করে বাংলাদেশের দর্শকের সঙ্গে আমার একটা সখ্য হয়েছে। সেদিক থেকে আমার নতুন একটি কাজ তাঁদের সামনে দেখানো সুযোগ হচ্ছে।’

বনি সেনগুপ্ত আরও বলেন, ‘কিছুদিন পর আমার অভিনীত বাংলাদেশের ছবিটিও কলকাতার দর্শকের দেখার সুযোগ হবে। এটিও আমার জন্য বাড়তি আনন্দের।’

‘জানবাজ’ ছবিটি পরিচালনা করেছেন অনুপ সেনগুপ্ত আর ‘মনে রেখো’ ছবির পরিচারক ওয়াজেদ আলী সুমন।