নায়িকাদের পারিশ্রমিক নিয়ে সরব অক্ষয়

বলিউডে নায়ক-নায়িকাদের পারিশ্রমিকের বৈষম্য নিয়ে কথা বলেন অক্ষয় কুমার। এ সময় তাঁর পাশে ছিলেন কারিনা কাপুর খান ও কিয়ারা আদভানি। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
বলিউডে নায়ক-নায়িকাদের পারিশ্রমিকের বৈষম্য নিয়ে কথা বলেন অক্ষয় কুমার। এ সময় তাঁর পাশে ছিলেন কারিনা কাপুর খান ও কিয়ারা আদভানি। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

বলিউডে নায়ক-নায়িকাদের মধ্যে পারিশ্রমিকের বৈষম্য নিয়ে অনেকেই সরব হয়েছেন। সোনম কাপুর থেকে আলিয়া ভাটসহ বিটাউনের অনেক সুন্দরীর দাবি, তাঁদের পারিশ্রমিক পুরুষদের সমান হওয়া উচিত। সম্প্রতি বলিউড তারকা কারিনা কাপুর খান বলেছেন, তিনি অক্ষয় কুমারের সমান পারিশ্রমিক চান। এবার এ বিষয়ে মুখ খুললেন অক্ষয় কুমার আর করণ জোহর। গতকাল সোমবার ‘গুড নিউজ’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানের মঞ্চে পারিশ্রমিক–বৈষম্যের কথা আলোচিত হয়।

গতকাল সোমবার মুম্বাইয়ের এক সিনেপ্লেক্সে ধুমধাম করে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার ও কারিনা কাপুর খান অভিনীত ‘গুড নিউজ’ ছবির ট্রেলার। আইভিএফ পদ্ধতিতে মাতৃত্ব নিয়ে এক মজার ছবি প্রযোজনা করেছেন করণ জোহর। এই অনুষ্ঠানে তিনি পুরুষ ও নারী অভিনেতার পারিশ্রমিকের বৈষম্য নিয়ে বলেন, ‘পারিশ্রমিক নিয়ে যাতে কোনো বৈষম্য না হয়, এ ব্যাপারে ধর্মা প্রোডাকশন সব সময় সচেতন। আমরা খেয়াল রাখি, অভিনেতা ও অভিনেত্রীরা তাঁদের প্রতিভা, যোগ্যতা আর ক্ষমতা অনুযায়ী যেন পারিশ্রমিক পান।’

বলিউডের এই চিত্রনির্মাতা আরও বলেন, ‘আমরা শিল্প এবং ব্যবসায়িক, এই দুই দিকে খেয়াল রাখি। শুধু একটা বিষয়কে জোর দিই না। নারীকেন্দ্রিক সিনেমার ক্ষেত্রে আমরা কোনো বৈষম্য না রাখার চেষ্টা করি।’

‘গুড নিউজ’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে কিয়ারা আদভানি, দিলজিত দোসাঞ্জ, অক্ষয় কুমার ও কারিনা কাপুর খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
‘গুড নিউজ’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে কিয়ারা আদভানি, দিলজিত দোসাঞ্জ, অক্ষয় কুমার ও কারিনা কাপুর খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

করণ জোহরকে সমর্থন করে বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বলেন, ‘আমি ধর্মা এবং অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছি। আমি দেখেছি করণ জোহর এসব ব্যাপারে খুবই সচেতন। করণ এখন যা বলেছেন, তার জন্য আমি খুবই খুশি। আর এমনটাই হওয়া উচিত। ভবিষ্যতেও এমনই হবে।’

তখন মঞ্চে আরও ছিলেন কারিনা কাপুর খান ও কিয়ারা আদভানি। তাঁরা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে কিছুদিন আগে পারিশ্রমিক নিয়ে আওয়াজ তুলেছিলেন কারিনা কাপুর খান।

‘গুড নিউজ’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে কারিনা কাপুর খান ও অক্ষয় কুমার। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
‘গুড নিউজ’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে কারিনা কাপুর খান ও অক্ষয় কুমার। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

‘গুড নিউজ’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে করণ জোহর, অক্ষয় কুমার আর কিয়ারা আদভানি নিজেদের জীবনের গুড নিউজের কথা বলেন। অক্ষয় কুমার বলেন, ‘আমি সব খারাপ খবরের মধ্যেও কোনো না কোনো গুড নিউজ খুঁজে বের করি।’ কিয়ারা আদভানি বলেন, ‘এই সময় কোনো ছবির প্রস্তাব আমার কাছে গুড নিউজ।’ আর করণ জোহর বলেন, ‘আমার জীবনে কোনো খারাপ খবরের স্থান নেই।’

‘গুড নিউজ’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে কিয়ারা আদভানি, দিলজিত দোসাঞ্জ, অক্ষয় কুমার ও কারিনা কাপুর খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
‘গুড নিউজ’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে কিয়ারা আদভানি, দিলজিত দোসাঞ্জ, অক্ষয় কুমার ও কারিনা কাপুর খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

গর্ভধারণের মতো সংবেদনশীল বিষয়কে অত্যন্ত হালকা এবং মজা করে ‘গুড নিউজ’ ছবির মধ্য দিয়ে তুলে ধরছে ধর্মা প্রোডাকশন। তবে এই ছবিতে হাসি আর আনন্দের মধ্যে কোথাও কিছু বেদনা লুকিয়ে আছে। করণ জোহর তাঁর এই ছবি নিয়ে বলেন, ‘আমি সব সময় চেয়েছি ঋষিকেশ মুখার্জির মতো কোনো ছবি বানাতে, যা আপনাকে হাসাবে আবার কাঁদাবে। আর তাই আমি এই ছবির গল্প বেছে নিয়েছি। ছবিটা আপনাকে হাসানোর পাশাপাশি কিছু ব্যথা অনুভব করাবে। আমি দুটি সন্তানের বাবা, তাই এই ছবির গভীরতা কোথাও অনুভব করতে পেরেছি। “গুড নিউজ” আমার হৃদয়ের অনেক কাছের একটা ছবি। এই ছবির ক্লাইমেক্সে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি।’

‘গুড নিউজ’ ছবির মধ্য দিয়ে পরিচালনায় রাজ মেহতার হাতেখড়ি হলো। এই ছবিতে অক্ষয় কুমার, কারিনা কাপুর খান, কিয়ারা আদভানি আর দিলজিত দোসাঞ্জ অভিনয় করেছেন। ‘গুড নিউজ’ আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পাবে।