উচ্ছ্বসিত জ্যোতিকা জ্যোতি

জ্যোতিকা জ্যোতি
জ্যোতিকা জ্যোতি

ভারতের শিলিগুড়িতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসবে। ১৯ নভেম্বর শুরু হওয়া এই উৎসবের উদ্বোধনী ছবি ছিল বাংলাদেশের জ্যোতিকা জ্যোতি অভিনীত ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’। এই উৎসবে নিজের ছবিটি প্রথম দিন প্রদর্শিত হচ্ছে বলে ভীষণ উচ্ছ্বসিত জ্যোতি।

শিলিগুড়ি থেকে প্রথম আলোকে জ্যোতি বলেন, ‘আমি বাংলাদেশি, আমার ছবি কিন্তু ইন্ডিয়ান, সবাই যখন বাংলাদেশি অভিনেত্রী বলে, তখন কিন্তু দারুণ লাগে। দেশের বাইরে বিদেশি ছবি নিয়ে অতিথি হওয়ার বিষয়টি সম্মানের ও গৌরবের।’

‘শিলিগুড়ি সিনে সোসাইটি’র আয়োজনে উৎসবের ২০তম আসরে বাংলাদেশেরও দুটি সিনেমা প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে বলে জানান জ্যোতি। ছবি দুটি হচ্ছে তৌকীর আহমেদের হালদা ও নুর ইমরান মিঠুর কমলা রকেট।

২৯ ও ৩০ নভেম্বর কলকাতায় রাজলক্ষ্মী ও শ্রীকান্ত ছবির দুটি বিশেষ প্রদর্শনী হবে বলে জানালেন এই অভিনয়শিল্পী। এরপর তিনি ঢাকায় ফিরবেন।

এ বছরের ২৭ সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় প্রদীপ্ত ভট্টাচার্য পরিচালিত রাজলক্ষ্মী ও শ্রীকান্ত ছবিটি। এতে জ্যোতির বিপরীতে ছিলেন ভারতের ঋত্বিক চক্রবর্তী।