'ক্যাপশন কুইন' অনন্যা পান্ডে

>

বলিউড তারকা অনন্যা পান্ডে বলিউডে পা রেখেছেন বেশি দিন হয়নি। চলতি বছরের মার্চ মাসে মুক্তি পায় তাঁর প্রথম ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’। ছবিটি বক্স অফিসে ফ্লপ করলেও অনন্যা পান্ডের ইনস্টাগ্রামে উঁকি দিলে দেখবেন, সেখানে তিনি হিট। প্রতিনিয়ত ছবি দিচ্ছেন। আর জুড়ে দিচ্ছেন অভিনব সব ক্যাপশন। কথিত প্রেমিক কার্তিক আরিয়ান আর ভূমি পেডনেকারকে সঙ্গী করে তাঁর দ্বিতীয় ছবি ‘পতি, পত্নী ঔর ও’ মুক্তি পাবে আগামী ৬ ডিসেম্বর। এবার দেখে নেওয়া যাক বলিউড তারকা চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পান্ডের কিছু ছবি আর ক্যাপশন।

১ / ১২
এই ছবি পোস্ট করে ২১ বছর বয়সী অনন্যা পান্ডে লিখেছেন, ‘যদি ভালোবাসাকে কঠিন বলে মনে হয়, তাহলে ভুলে যাও।’
এই ছবি পোস্ট করে ২১ বছর বয়সী অনন্যা পান্ডে লিখেছেন, ‘যদি ভালোবাসাকে কঠিন বলে মনে হয়, তাহলে ভুলে যাও।’
২ / ১২
ইনস্টাগ্রামে অনন্যা পান্ডের ফলোয়ার সংখ্যা ৬০ লাখ। ছবিটি পোস্ট করে অনন্যা লিখেছেন, ‘আমাকে ওভেন থেকে বের করো। রান্না হয়ে গেছে।’
ইনস্টাগ্রামে অনন্যা পান্ডের ফলোয়ার সংখ্যা ৬০ লাখ। ছবিটি পোস্ট করে অনন্যা লিখেছেন, ‘আমাকে ওভেন থেকে বের করো। রান্না হয়ে গেছে।’
৩ / ১২
‘ইশ্‌, কী মনে করে হাসছি, সেটা যদি তোমাদের বলতে পারতাম! কিন্তু বলা যাবে না।’
‘ইশ্‌, কী মনে করে হাসছি, সেটা যদি তোমাদের বলতে পারতাম! কিন্তু বলা যাবে না।’
৪ / ১২
অনন্যা পান্ডে লিখেছেন, ‘হাওয়া যেদিকে যাচ্ছে, সেদিকে যেয়ো না। নিজেই হাওয়া হয়ে সবাইকে উড়িয়ে নিয়ে যাও।’
অনন্যা পান্ডে লিখেছেন, ‘হাওয়া যেদিকে যাচ্ছে, সেদিকে যেয়ো না। নিজেই হাওয়া হয়ে সবাইকে উড়িয়ে নিয়ে যাও।’
৫ / ১২
অনন্যা জানিয়েছেন, তিনি আসলে মন দিয়ে কারও কথা শুনছেন না। কথা শোনার ভান ধরে ফ্রেঞ্চ ফ্রাইয়ের কথা ভাবছিলেন
অনন্যা জানিয়েছেন, তিনি আসলে মন দিয়ে কারও কথা শুনছেন না। কথা শোনার ভান ধরে ফ্রেঞ্চ ফ্রাইয়ের কথা ভাবছিলেন
৬ / ১২
অনন্যা পান্ডে বলেছেন, ‘আমার হৃদয় পেরোনোরে আগে আরেকবার ভেবে নাও।’
অনন্যা পান্ডে বলেছেন, ‘আমার হৃদয় পেরোনোরে আগে আরেকবার ভেবে নাও।’
৭ / ১২
‘এই ঘরে কত কত শিল্পকর্ম। তবু আমি কেবল তোমার দিকে তাকিয়ে থাকি।’
‘এই ঘরে কত কত শিল্পকর্ম। তবু আমি কেবল তোমার দিকে তাকিয়ে থাকি।’
৮ / ১২
‘যখন আমার সঙ্গী সূর্যের আলো।’
‘যখন আমার সঙ্গী সূর্যের আলো।’
৯ / ১২
অনন্যা পান্ডে লিখেছেন, ‘কোন জামা পরবে, বুঝতে পারছ না? ওই যে লালটা!’
অনন্যা পান্ডে লিখেছেন, ‘কোন জামা পরবে, বুঝতে পারছ না? ওই যে লালটা!’
১০ / ১২
এই ছবির ক্যাপশনে অনন্যা লিখেছেন, ‘কারণ, কিছু বিষয় কেবল ধূসর না, সাদাকালোও হয়।’
এই ছবির ক্যাপশনে অনন্যা লিখেছেন, ‘কারণ, কিছু বিষয় কেবল ধূসর না, সাদাকালোও হয়।’
১১ / ১২
অনন্যা পান্ডে জানিয়েছেন, তাঁর জুতা হারিয়ে গেছে। কিন্তু তাতে দীপাবলির মজা এতটুকুও কমেনি।
অনন্যা পান্ডে জানিয়েছেন, তাঁর জুতা হারিয়ে গেছে। কিন্তু তাতে দীপাবলির মজা এতটুকুও কমেনি।
১২ / ১২
‘ওয়ান্স আপন আ টাইম ইন বলিউড।’
‘ওয়ান্স আপন আ টাইম ইন বলিউড।’