আপত্তিকর সংলাপ বলে সমালোচিত কার্তিক

কার্তিক আরিয়ান। ছবি: টুইটার থেকে নেওয়া
কার্তিক আরিয়ান। ছবি: টুইটার থেকে নেওয়া

‘একজন স্বামী তাঁর স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাইলে, তখন সে ভিক্ষুক। যদি না করে, তাহলে অত্যাচারী। আর যদি কৌশলে স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে, তাহলে ধর্ষক।’ ‘পতি পত্নী ঔর ও’ ছবির ট্রেলারে দেখা গেছে, কার্তিক আরিয়ান তাঁর বন্ধু অপরাশক্তি খুরানাকে সংলাপগুলো বলছেন। ট্রেলার প্রকাশিত হওয়ার পর এই সংলাপগুলো নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়।

ইউটিউবে ট্রেলারের নিচে বেশির ভাগ মন্তব্য একই রকম, ‘স্ত্রীর সঙ্গে প্রতারণা করা মজার কিছু না। বৈবাহিক ধর্ষণ নিয়ে মজা করা যায় না। বিবাহবহির্ভূত সম্পর্ক মজার কিছু না। কবে বলিউড এগুলো বুঝবে?’

আরও লেখা হয়েছে, ‘৫০ বছরের আগের বিষয়। কেবল কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি চেপে বানানো হয়েছে এই ছবি। যত্ত সব ফালতু।’ একজন লিখেছেন, ‘যদি ছবির নারী অভিনেত্রী তার স্বামীর সঙ্গে প্রতারণা করে অন্য পুরুষের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক করত, তখনো কি আপনার হাসি পেত? ভুলে যাবেন না, বিবাহবহির্ভূত সম্পর্ক ভারতের পারিবারিক ও সামাজিক সমস্যাগুলোর প্রথম দিকের একটা। এটি নিয়ে আর যা-ই হোক, মজা করা যায় না। বৈবাহিক ধর্ষণকে আপনার মজা করার বিষয় বলে মনে হলো! লজ্জা, লজ্জা।’

‘পতি পত্নী ঔর ও’ ছবিতে কার্তিক আরিয়ানের স্ত্রী ভূমি পেডনেকার আর প্রেমিকা অনন্যা পাণ্ডে। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
‘পতি পত্নী ঔর ও’ ছবিতে কার্তিক আরিয়ানের স্ত্রী ভূমি পেডনেকার আর প্রেমিকা অনন্যা পাণ্ডে। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

‘পতি পত্নী ঔর ও’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে ৩ নভেম্বর। এরই মধ্যে এই ট্রেলার দেখা হয়েছে ৪ কোটি ৯ লাখ ৯০ হাজারের বেশিবার। প্রায় ২৬ হাজার ৭০০ জন মন্তব্য করেছেন এই ট্রেলারের নিচে।

সংবাদ সম্মেলন করে একটি দলীয় সাক্ষাৎকারে কার্তিক আরিয়ান এসব সংলাপের ব্যাখ্যা দিয়েছেন। বলেছেন, ‘যখন ট্রেলার মুক্তি পেয়েছে, তখনই বুঝেছি সংলাপগুলো দ্রুত মুছে ফেলা জরুরি। মানুষের অনুভূতিতে আঘাত করা কোনোভাবেই আমাদের উদ্দেশ্য নয়। আমরা, ছবির পুরো দল এর দায়িত্ব নিচ্ছি। আর আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। “ধর্ষণ” শব্দটা এখানে কোনোভাবেই ব্যবহার করা উচিত হয়নি। আমরা সংশোধন করে নিচ্ছি। আবারও বলছি, মানুষকে দুঃখ দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল না।’

‘পতি পত্নী ঔর ও’ ছবির পোস্টার। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
‘পতি পত্নী ঔর ও’ ছবির পোস্টার। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

নিজেদের পক্ষে যুক্তি দেখিয়ে কার্তিক আরিয়ান আরও জানান, তাঁরা যখন এই ছবির কাজ করেছেন, তখন বুঝতে পারেননি। ট্রেলার মুক্তির আগে তা অনেককেই দেখানো হয়েছে। কিন্তু তাঁরা কেউ অভিযোগের আঙুল তোলেননি।

‘পতি পত্নী ঔর ও’ ছবিটি মূলত বি আর চোপড়া পরিচালিত ১৯৭৮ সালের ছবির আধুনিক বিনির্মাণ। ২০১৯ সালের ছবিটি পরিচালনা করেছেন মুদাসসর আজিজ। এখানে কার্তিক আরিয়ানের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন ভূমি পেডনেকার আর প্রেমিকার ভূমিকায় অনন্যা পাণ্ডে। আগামী ৬ ডিসেম্বর ছবিটি বড় পর্দায় মুক্তির কথা রয়েছে।