'মিশন এক্সটিম' ঈদে মুক্তি পাবে

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ৭ নম্বর ফ্লোরে ‘মিশন এক্সট্রিম’-এর পোস্টার প্রকাশ ও মুক্তির তারিখ ঘোষণা অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে শিল্পী-কলাকুশলী। ছবি: ‘কপ ক্রিয়েশন’এর সৌজন্যে
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ৭ নম্বর ফ্লোরে ‘মিশন এক্সট্রিম’-এর পোস্টার প্রকাশ ও মুক্তির তারিখ ঘোষণা অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে শিল্পী-কলাকুশলী। ছবি: ‘কপ ক্রিয়েশন’এর সৌজন্যে

‘এক “ঢাকা অ্যাটাকে” ই ঘুণে-ধরা ঢালিউডের কাঁপাকাঁপি দেখেছি। এবার মনে হচ্ছে এক্সটিম অ্যাটাকের মিশন শুরু হয়েছে, যার টার্গেট পয়েন্ট দেশীয় সিনেমা-শিল্পের ভগ্ন-নগ্ন-দৈন্যদশা।

শুধু ‘অদৃশ্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধ’ নয়, হলে হলে শিল্পসমৃদ্ধ সিনেমা ফেরানোর ভিশন নিয়ে ম্যাচিভ অপারেশনের প্রস্তুতি নিয়ে আসছে মিশন এক্সটিম!’

সামাজিক যোগাযোগমাধ্যমে মিশন এক্সটিম চলচ্চিত্রের পোস্টার দিয়ে এমন মন্তব্য করেন নিজের অনুভূতির কথা জানান একজন দর্শক।

‘মিশন এক্সট্রিম’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ঈদে। মুক্তির আগে আলোচনায় আসা চলচ্চিত্রটির প্রথম বর্ণন বা ফার্স্ট লুক পোস্টার প্রকাশ পেয়েছে। শুরু থেকে আলোচনায় থাকা ‘মিশন এক্সট্রিম’-এর কোনো দৃশ্য বা ছবি এখন পর্যন্ত প্রকাশ পায়নি। তাই এ চলচ্চিত্রের প্রথম পোস্টারটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ দেখা দেখে। প্রকাশের পরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে দেখা যায়। চলচ্চিত্রটি পরিচালনা করছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

গতকাল শনিবার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ৭ নম্বর ফ্লোরে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘মিশন এক্সট্রিম’-এর পোস্টার প্রকাশ ও মুক্তির তারিখ ঘোষণা করা হয়।

মুক্তির আগে আলোচনায় আসা ‘মিশন এক্সট্রিম’ ছবিটির প্রথম বর্ণন বা ফার্স্ট লুক পোস্টার প্রকাশ পেয়েছে। ছবি: ‘কপ ক্রিয়েশন’-এর সৌজন্যে
মুক্তির আগে আলোচনায় আসা ‘মিশন এক্সট্রিম’ ছবিটির প্রথম বর্ণন বা ফার্স্ট লুক পোস্টার প্রকাশ পেয়েছে। ছবি: ‘কপ ক্রিয়েশন’-এর সৌজন্যে

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমান, দুই পরিচালক সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ, চিত্রনায়ক আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন রহমান, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি ফাল্গুনী হামিদ, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান, প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলমসহ অনেকে।
অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছরের ২০ মার্চ ঢাকায় ‘মিশন এক্সটিম’-এর শুটিং শুরু হয়। বাংলাদেশ ও দুবাই মিলেয়ে দুই পর্বে সিনেমাটি শুটিং হয়েছে। কিছু শুটিং বাকি। শিগগির শেষ হতে যাচ্ছে শুটিং পর্ব।

‘কপ ক্রিয়েশন’-এর ব্যানারে নির্মিত বাংলাদেশের দ্বিতীয় পুলিশ অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’। ক্রাইম, থ্রিল, সাসপেন্স এবং অ্যাকশন-নির্ভর একটি মৌলিক গল্পের ওপর ভিত্তি করে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে বলে জানান পরিচালক।

অতিথিদের সঙ্গে ‘মিশন এক্সটিম’এর পোস্টার বিনিময়। ছবি: ‘কপ ক্রিয়েশন’এর সৌজন্যে
অতিথিদের সঙ্গে ‘মিশন এক্সটিম’এর পোস্টার বিনিময়। ছবি: ‘কপ ক্রিয়েশন’এর সৌজন্যে

চলচ্চিত্রটিতে আরিফিন শুভর সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমাম প্রমুখ। অনুষ্ঠানে আরিফিন শুভ বলেন, ‘আমার ছোট্ট ক্যারিয়ারের সবচেয়ে লম্বা সময় নিয়ে করা সিনেমা ‘মিশন এক্সট্রিম’। সবচেয়ে শারীরিক ও মানসিক স্ট্রাগলের মধ্য দিয়ে এটির কাজ করেছি। তাই এতে আমার অনেক মমতা এবং প্রত্যাশা।’ শুটিং এর অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘মরুভূমিতে এতটা প্রতিকূলতা উপেক্ষা করে শুটিং করার সময় শুধু একটি কথাই মনে হয়েছে যে, দর্শকেরা এই দৃশ্যগুলো উপভোগ করবেন। তা ছাড়া আমি নিজেও আমাদের দেশীয় সিনেমায় এ রকম কিছু মুহূর্ত বিনির্মাণে কাজ করে দারুণ আনন্দ পেয়েছি।’

মিশন এক্সটিম নির্মাণ প্রসঙ্গে সানী বলেন, ‘সিনেমাটি পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশে স্পেশাল পুলিশ সদস্যদের পেশাদারি, ত্যাগ, সাহসিকতা এবং সাফল্যের ওপর ভিত্তি করে অসংখ্য সিনেমা নির্মিত হয়েছে। বাংলাদেশে সেই উদ্যোগ নেই বললেই চলে। ঢাকা অ্যাটাক মুক্তির পর দর্শক চাহিদার কারণে এ ধরনের আরেকটি সিনেমা নির্মাণে আগ্রহী হয়েছি আমরা।’

এর আগে ২০১৭ সালে সানী সানোয়ারের গল্পে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমাটি নির্মিত হয়েছিল। সিনেমাটি চারটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে।