কর্ণাটকি যন্ত্রসংগীতে ভরতনাট্যম উৎসব

ছায়ানট মিলনায়তনে ‘রঙ্গার্পণ’ উৎসবের আয়োজন করেছে কল্পতরু। ছবি: সংগৃহীত
ছায়ানট মিলনায়তনে ‘রঙ্গার্পণ’ উৎসবের আয়োজন করেছে কল্পতরু। ছবি: সংগৃহীত

কর্ণাটকি যন্ত্রসংগীতের সরাসরি বাদনের সঙ্গে শাস্ত্রীয় নৃত্য করবেন ঢাকার শিল্পীরা। আগামীকাল সোমবার শুরু হচ্ছে তিন দিনের ভরতনাট্যম উৎসব ‘রঙ্গার্পণ’। ছায়ানট মিলনায়তনে এ উৎসবের আয়োজন করেছে কল্পতরু।

সোম থেকে বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে প্রতিদিন একক ভরতনাট্যম পরিবেশন করবেন যথাক্রমে শুদ্ধা শ্রীময়ী দাস, শাম্মি আখতার ও জুয়েইরিয়াহ মৌলি। ইতিমধ্যে দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সব মঞ্চে নিজেদের স্বাক্ষর রেখেছেন এই তিন তরুণ নৃত্যশিল্পী। কুড়িয়েছেন নৃত্যগুরু ও সমঝদার দর্শকদের প্রশংসা।

এ উৎসবে বাজাতে ঢাকায় এসেছেন কর্ণাটকি সংগীতের খ্যাতিমান যন্ত্রশিল্পীরা। এ উৎসবে নৃত্যশিল্পীদের জন্য নাট্টুভঙ্গম বাজাবেন কীর্তি রামগোপাল, কণ্ঠসংগীতে থাকবেন নন্দকুমার উন্নিকৃষ্ণ, মৃদঙ্গ বাজাবেন জনার্দন রাও এবং বাঁশিতে থাকবেন নিতীশ কনকল। 

উৎসবটি সবার জন্য উন্মুক্ত।