নায়কে নায়কে হবে টক্কর

শাকিব খান, আরিফিন শুভ ও সিয়াম আহমেদ। ছবি: প্রথম আলো
শাকিব খান, আরিফিন শুভ ও সিয়াম আহমেদ। ছবি: প্রথম আলো

সিনেমা মুক্তির ক্ষেত্রে নায়ক–নায়িকা এবং পরিচালক–প্রযোজকের বড় উপলক্ষ হিসেবে থাকে দুই ঈদ। ঈদুল ফিতর আসতে এখনো কয়েক মাস বাকি। গত কয়েক বছরে যেখানে ঈদের আগ মুহূর্ত পর্যন্ত কয়টি ছবি মুক্তি পাবে তা জানা যায়নি, এবার এরই মধ্যে ঈদে মুক্তির ছবি নিয়ে হিসাবনিকাশ শুরু হয়ে গেছে। মনে করা হচ্ছে, সামনের ঈদে শাকিব খানের ছবি মুক্তি পাবে, পাশাপাশি আরিফিন শুভ আর সিয়ামের ছবিও মুক্তি পাবে। চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু জানালেন, ঈদে তিন নায়কের টক্কর জমবে বেশ।

রোজার ঈদ উপলক্ষ করে এখন পর্যন্ত যেসব ছবির নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে তার মধ্যে আছে মিশন এক্সট্রিম, শাহেনশাহ, স্বপ্নবাজি, শান, বিক্ষোভ ও মিশন সিক্সটিন। শাকিব খানের নাম ঠিক না হওয়া আরেকটি ছবিও ঈদে মুক্তির সম্ভাবনা রয়েছে। শোনা কথার সব যদি ঠিক থাকে, তাহলে সামনের ঈদে মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা ৭–এ গিয়ে দাঁড়াবে। যা নিকট অতীতে দেখা যায়নি। ঈদে নতুন কোন ছবিটি মুক্তি পাবে তা নিয়ে শাকিব খান মুখ না খুললেও নানা সূত্রে জানা গেছে, বড় বাজেট এবং বেশ বড় আয়োজনে শাকিবকে নিয়ে ঈদে আসবে প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মস।

প্রতিষ্ঠানের কর্ণধার কৌশিক হোসেন তাপস রোববার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘শাকিব খানকে নিয়ে আমরা রোজার ঈদে পরিকল্পনা করেই এগোচ্ছি। ছবির চিত্রনাট্যের কাজ চলছে। শাকিব খান গল্পটি শুনেছেন, পছন্দও করেছেন।’

শাকিব খান এখন পুবাইলে কাজী হায়াত পরিচালিত বীর সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। সেখান থেকে জানালেন, ফেব্রুয়ারিতে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে। ঈদের ছবির পরিকল্পনা এখনো ঠিক করেননি। তবে জানিয়ে রাখলেন, বেশ বড় আয়োজনে ঈদের ছবির প্রস্তুতি নিচ্ছেন তিনি। ছবির নাম এবং পরিচালক কে তা জানাতে না চাইলেও শুধু এটুকু বলে রাখলেন, দর্শকদের জন্য ধামাকা কিছু অপেক্ষা করছে।

অনেকগুলো ছবি একসঙ্গে মুক্তি পাওয়াকে স্বভাবিক মনে করছেন আরিফিন শুভ। তিনি বিষয়টিকে টক্কর দেওয়া না মনে করে দর্শকদের জন্য দারুণ সময় কাটবে বলে মনে করছেন। শুভ বলেন, ‘ছবিপ্রেমী মানুষেরা শাকিব ভাইয়ের ছবি যেমন দেখতে চাইবেন, তেমনি সিয়াম ও আমার ছবির ট্রেলার দেখে ভালো লাগলে তাঁরা প্রেক্ষাগৃহে ছুটবেন। ঈদ আমাদের সবচেয়ে বড় উৎসব। তরুণদের মধ্যে সিয়ামের বড় একটা ফ্যান–ফলোয়ার গ্রুপ আছে। শাকিব ভাইয়ের তো আছেই, আমারও কিছু আছে। সবারই মধ্যে টক্কর তখনই আসবে, যখন খেলার মাঠ থাকবে। আমাদের তো খেলার মাঠই নেই। মাঠ থাকলেই টক্কর হতো। আজকে যদি হাজারখানেক প্রেক্ষাগৃহ থাকত, তাহলে বলা যেত টক্কর। এটাকে বরং উৎসব হিসেবেই দেখি।’

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ‘আমরা শুনেছি সাতটি ছবি ঈদে মুক্তির জন্য প্রস্তুত। তবে এক ঈদে একসঙ্গে এত ছবি মুক্তি না দিলে ভালো হয়, কারণ এসব ছবি মুক্তির জন্য এখনো প্রস্তুত নই আমরা। আমাদের দেশে প্রেক্ষাগৃহের সংখ্যা অনেক কম। একেক নায়কের একেকটি ছবি মুক্তি পেলেই সবচেয়ে ভালো হয় বলে মনে করছি।’

তবে তিন নায়কের টক্করটা ভালোই জমবে বলে মনে করছেন খসরু। তিনি বলেন,শাকিব খানকে নিয়ে নতুন কিছু বলার নেই, সারা দেশে তাঁর বিশাল ভক্তগ্রুপ আছে। শুভ তো ঢাকা অ্যাটাক দিয়ে নিজেকে প্রমাণ করেছেন। সিয়ামেরও একটা ভক্তগ্রুপ তৈরি হয়ে গেছে। তিন নায়কের টক্করে সবচেয়ে বেশি লাভবান হবেন দর্শকেরা।

পোড়ামন ২ ও দহন সিনেমা দিয়ে আলোচনায় আসেন সিয়াম। এবারের ঈদে তাঁর দুটি ছবি মুক্তির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। তবে সবার ছবিই যেন দর্শকেরা দেখতে পারেন সেটাই চাওয়া এই নায়কের। সিয়াম বলেন, ‘কিছু বিষয় না চাইতেই হয়ে যায়। কারণ, সবাই চান বড় উৎসবে ছবি মুক্তি দিতে। বিশাল দর্শকশ্রেণি ধরতে চান। তবে প্রতিযোগিতা হোক, এ ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন খুব গুরুত্বপূর্ণ।’