ডিসেম্বরেই নেটফ্লিক্সে 'ইতি, তোমারই ঢাকা'

‘ইতি, তোমারই ঢাকা’ ছবির দৃশ্যে তিশা। ছবি: সংগৃহীত
‘ইতি, তোমারই ঢাকা’ ছবির দৃশ্যে তিশা। ছবি: সংগৃহীত

ডিসেম্বর মাসেই নেটফ্লিক্সে দর্শক দেখতে পাবেন বাংলাদেশের ছবি ‘ইতি, তোমারই ঢাকা’। ছবিটির ক্রিয়েটিভ প্রযোজক আবু শাহেদ ইমন আজ মঙ্গলবার প্রথম আলোকে বললেন, ‘এরই মধ্যে নেটফ্লিক্সের সঙ্গে আমাদের চুক্তি হয়ে গেছে। যেহেতু সামনে বড়দিন। এ উপলক্ষে নেটফ্লিক্সে নানা ধরনের অনুষ্ঠান মুক্তির চাপ থাকবে। এর মাঝেই আমাদের ছবিটি নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হবে।’

গত ১৫ নভেম্বর ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় দেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’। আবু শাহেদ ইমন জানান, ছবিটি এ সপ্তাহে দেখানো হচ্ছে যমুনা ফিউচার পার্কে ব্লকবাস্টার সিনেমাসে (তৃতীয় সপ্তাহ) আর নারায়ণগঞ্জের সিনেস্কোপে (দ্বিতীয় সপ্তাহ)।

‘ইতি, তোমারই ঢাকা’ ছবির অন্যতম প্রযোজক ফরিদুর রেজা সাগরের সঙ্গে তরুণ নির্মাতারা। ছবি: সংগৃহীত
‘ইতি, তোমারই ঢাকা’ ছবির অন্যতম প্রযোজক ফরিদুর রেজা সাগরের সঙ্গে তরুণ নির্মাতারা। ছবি: সংগৃহীত

‘ইতি, তোমারই ঢাকা’ ছবিটি নেটফ্লিক্সে দেওয়ার ব্যাপারে আবু শাহেদ ইমন বলেন, ‘বাংলাদেশের ১১ জন তরুণের নির্মিত এই অমনিবাস চলচ্চিত্রটি ইতিমধ্যে ২৫টি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনের পর বাংলাদেশে মুক্তি পায় এবং দর্শকের কাছে সমাদৃত হয়। যাঁরা ছবিটি দেখেছেন, তাঁরা ছবিটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কিন্তু আরও অনেক বেশি দর্শকের কাছে পৌঁছানোর জন্য নেটফ্লিক্স একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। বিশ্বে নেটফ্লিক্সের এই মুহূর্তে প্রায় ১৫ কোটি সাবস্ক্রাইবার আছে। বাংলা ভাষাভাষী অনেকেই এখন নেটফ্লিক্স ব্যবহার করছেন। তাই নেটফ্লিক্সে ছবিটি তার কাঙ্ক্ষিত দর্শক পাবে বলে আমি বিশ্বাস করি।’

জানা গেছে, নেটফ্লিক্সের সঙ্গে চুক্তি হওয়ার ফলে এরই মধ্যে প্রযোজক তাঁদের লগ্নি করা বেশির ভাগ অর্থ ফেরত পেয়েছেন। আবু শাহেদ ইমন বলেন, ‘প্রযোজকের লগ্নিকৃত অর্থের একটি অংশ যেহেতু নেটফ্লিক্স বা এই ধরনের ভিডিও প্ল্যাটফর্ম থেকে তুলে আনা সম্ভব হচ্ছে, তাই নতুন নতুন নিরীক্ষাধর্মী ছবির ব্যাপারে প্রযোজকেরা আগ্রহী হবেন।’

‘ইতি, তোমারই ঢাকা’ ছবির দৃশ্য। ছবি: সংগৃহীত
‘ইতি, তোমারই ঢাকা’ ছবির দৃশ্য। ছবি: সংগৃহীত

বাংলাদেশের তরুণ নির্মাতাদের জন্য এ ধরনের প্ল্যাটফর্ম খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে আবু শাহেদ ইমন বলেন, ‘বাংলাদেশের সিনেমায় আগামী দিনের নির্মাতাদের জন্য “ইতি, তোমারই ঢাকা” একটি গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস হিসেবে কাজ করবে। কেননা একসঙ্গে ১১ তরুণের মিলেমিশে কাজ করা, আমি নিজে একজন পরিচালক হয়েও এর সঙ্গে ক্রিয়েটিভ প্রযোজক হিসেবে সংশ্লিষ্ট, বড় পর্দায় অর্ধ শতাধিক শিল্পী ও কলাকুশলী মিলে নিজেদের গল্প নিজেদের ঢঙে বলা—সব মিলিয়ে বাংলাদেশের সিনেমা ইতিহাসে তা গুরুত্বপূর্ণ ছবি হিসেবে বিবেচিত হবে। সিনেমা তার নিজের দর্শক খুঁজে পেলে সেটাকে আমি সফলতা বলব।’

আবু শাহেদ ইমন আরও বলেন, ‘নেটফ্লিক্সে ছবি বাছাই করে নেওয়ার বিষয়টি গত কয়েক বছরে অনেক প্রতিযোগিতাপূর্ণ হয়ে গেছে। চাইলেই এখন নেটফ্লিক্সে যে কেউ যেকোনো কনটেন্ট বিক্রি করতে পারবে না। সেই দিক থেকে “ইতি, তোমারই ঢাকা” ছবির আন্তর্জাতিক মান ও গল্পের বিষয়বস্তুর কারণে নেটফ্লিক্স ছবিটি তাদের প্ল্যাটফর্মে নেওয়ার জন্য বিবেচনা করেছে। তাই লগ্নি করা অর্থের একটি অংশ উঠে আসা ছাড়াও এই ছবি বিশ্বব্যাপী নতুন নতুন দর্শকের কাছে যাওয়ার যে সুযোগ পেয়েছে, এই প্রজেক্টের ক্রিয়েটিভ প্রযোজক হিসেবে বিষয়টি আমার কাছে গর্বের এবং আনন্দের।’

‘ইতি, তোমারই ঢাকা’ ছবির পোস্টার। ছবি: সংগৃহীত
‘ইতি, তোমারই ঢাকা’ ছবির পোস্টার। ছবি: সংগৃহীত

১১ জন তরুণ নির্মাতা মিলে তৈরি করেছেন ‘ইতি, তোমারই ঢাকা’ ছবিটি। এই নির্মাতারা হলেন গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, তানিম নূর, তানভীর আহসান, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হ‌ুমায়ূন।

‘ইতি তোমারই ঢাকা’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। আগামী বছরের পরিকল্পনা নিয়ে এই প্রতিষ্ঠানের পরামর্শক (চলচ্চিত্র) আবু শাহেদ ইমন জানান, পরিচালক গিয়াসউদ্দিন সেলিম ‘ভালোবাসা ত্রয়ী’ তৈরি করছেন। এরই মধ্যে এই ত্রয়ীর ‘মনপুরা’ আর ‘স্বপ্নজাল’ মুক্তি পেয়েছে। আগামী বছর ফেব্রুয়ারি মাসে মুক্তি পাবে ‘পাপ-পুণ্য’ ছবিটি। শুটিং শেষ, এখন পূর্ণোদ্যমে চলছে ছবির সম্পাদনা ও ডাবিংয়ের কাজ। পুরো কাজ শেষ হওয়ার পর আমরা ‘পাপ-পুণ্য’ ছবির মুক্তির তারিখ ঘোষণা করব। এ ছাড়া মাহমুদ দিদারের ছবি ‘বিউটি সার্কাস’ নিয়েও কাজ হচ্ছে। এই ছবির আরও চার দিনের শুটিং বাকি আছে। ছবির নায়িকা জয়া আহসানের সঙ্গে আলোচনা করে শুটিংয়ের তারিখ চূড়ান্ত করা হবে। আগামী বছর কোনো বড় উৎসবে ‘বিউটি সার্কাস’ মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে।