অসুস্থতা থেকে ফিরে কনকনে ঠান্ডায় অমিতাভের অভিনয়

মানালিতে কনকনে ঠান্ডায় শুটিং করছেন অমিতাভ বচ্চন। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
মানালিতে কনকনে ঠান্ডায় শুটিং করছেন অমিতাভ বচ্চন। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

অমিতাভ বচ্চন অনেক দিন থেকেই যকৃতের সমস্যায় ভুগছেন। বলিউডের এই বরেণ্য অভিনেতা নিজেই জানিয়েছেন, তাঁর যকৃতের মাত্র ২৫ শতাংশ কাজ করছে। আর তার ওপর ভরসা করেই বেঁচে আছেন তিনি। মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চার দিন চিকিৎসার পর গত ১৮ অক্টোবর তিনি বাসায় ফিরেছেন। চিকিৎসক তাঁকে অন্তত এক মাস পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু কে শোনে কার কথা! কয়েক দিন বাসায় থাকার পরই ছুটে গেছেন ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটে। সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন চ্যানেলে এখন জনপ্রিয় এই রিয়েলিটি শোর একাদশ সিজন প্রচারিত হচ্ছে।

‘কৌন বনেগা ক্রোড়পতি’র শুটিং শেষ করেই অমিতাভ বচ্চন ছুটেছেন মানালির পথে। গাড়িতে দীর্ঘ ১২ ঘণ্টা ভ্রমণ করে তিনি পৌঁছেছেন যেখানে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং হচ্ছে, সেখানে। তিনি ব্লগে লিখেছেন, ‘এখন ভোর পাঁচটা। গাড়িতে ১২ ঘণ্টা সফর করেছি। পুরো সময়টাই আনন্দে কেটেছে। বাইরে মৃদু বাতাস, সঙ্গে শীতের হালকা আমেজ। একটা খুশির ছোঁয়া কোথাও লেগে আছে। এখানে মানুষের সরলতা আর সততা দেখে মুগ্ধ। তারা আমার মন জয় করেছে। তাদের মতো সরল আর সৎ কখনো হতে পারব না। এত ব্যস্ততার মাঝে আমার মস্তিষ্ক ভাবছে এক রকম, আর আঙুল অন্য কিছু বলছে। মনে হয় এবার আমার অবসর নিয়ে নেওয়া উচিত।’

এরপর ভারতীয় গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়, বলিউডের বরেণ্য অভিনেতা অমিতাভ বচ্চন ক্লান্ত, তিনি এবার অবসরে যেতে চান। কিন্তু না, অমিতাভ বচ্চন এখন ব্যস্ত রণবীর কাপুর আর আলিয়া ভাটের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংয়ে। গতকাল সোমবার তিনি সেখান থেকে ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘মাইনাস ডিগ্রি…ঠান্ডার কামড়...প্রতিরোধ ব্যবস্থা।’

মানালির কনকনে ঠান্ডায় শুটিং করছেন ৭৭ বছর বয়সের অমিতাভ বচ্চন। ছবিতে দেখা গেছে কালো শার্ট, কালো জ্যাকেট আর রিফ্লেক্টর রোদচশমা পরে আছেন তিনি। তাঁর পাশেই আছেন রণবীর কাপুর।

নিউজ টুয়েন্টি ফোর থেকে জানা গেছে, গত রোববার হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর শুটিং স্পটে এসে অমিতাভ বচ্চনের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি মানালিতে এসে শুটিং করার জন্য অমিতাভ বচ্চনকে আন্তরিক ধন্যবাদ জানান। তাঁর মতে, এর ফলে মানালির দর্শনীয় স্থানগুলো দেখার ব্যাপারে দেশি-বিদেশি পর্যটকেরা আরও বেশি উৎসাহিত হবে।

জানা গেছে, ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং শেষ করে আগামী সপ্তাহে অমিতাভ বচ্চন উড়াল দেবেন ইউরোপে। সেখানে পোল্যান্ড আর স্লোভাকিয়ায় ‘চেহরা’ ছবির শুটিং হবে। রুমি জাফরি পরিচালিত এই ছবিতে প্রথমবারের মতো ইমরান হাশমি পর্দা ভাগ করবেন অমিতাভ বচ্চনের সঙ্গে। ইমরান হাশমি এখন দিল্লিতে এই ছবির শুটিং করছেন। ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে দিল্লির শুটিং।

মানালি থেকে ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করেছেন অমিতাভ বচ্চন
মানালি থেকে ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করেছেন অমিতাভ বচ্চন

টাইমস অব ইন্ডিয়া থেকে জানা গেছে, এর আগে অমিতাভ বচ্চনের অবসর নেওয়ার ব্যাপারে যা শোনা গেছে, এ ব্যাপারে এই অভিনেতার কাছের এক বন্ধু বলেছেন, ‘যখন তিনি বলেছেন, অবসর চাই, তার মানে তিনি দীর্ঘ যাত্রায় ক্লান্ত। তিনি ঘুমাতে চান। এটাকে অন্য মানে দিয়ে ফলাও করে প্রচার করা অর্থহীন। মিস্টার বচ্চন অবসর থেকে অনেক দূরে। তিনি আরও ২০ বছর ভালোভাবে কাজ করে যেতে চান।’

ভ বচ্চন ছুটেছেন মানালির পথে। গাড়িতে দীর্ঘ ১২ ঘণ্টা ভ্রমণ করে তিনি পৌঁছেছেন যেখানে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং হচ্ছে, সেখানে। তিনি ব্লগে লিখেছেন, ‘এখন ভোর পাঁচটা। গাড়িতে ১২ ঘণ্টা সফর করেছি। পুরো সময়টাই আনন্দে কেটেছে। বাইরে মৃদু বাতাস, সঙ্গে শীতের হালকা আমেজ। একটা খুশির ছোঁয়া কোথাও লেগে আছে। এখানে মানুষের সরলতা আর সততা দেখে মুগ্ধ। তারা আমার মন জয় করেছে। তাদের মতো সরল আর সৎ কখনো হতে পারব না। এত ব্যস্ততার মাঝে আমার মস্তিষ্ক ভাবছে এক রকম, আর আঙুল অন্য কিছু বলছে। মনে হয় এবার আমার অবসর নিয়ে নেওয়া উচিত।’

এরপর ভারতীয় গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়, বলিউডের বরেণ্য অভিনেতা অমিতাভ বচ্চন ক্লান্ত, তিনি এবার অবসরে যেতে চান। কিন্তু না, অমিতাভ বচ্চন এখন ব্যস্ত রণবীর কাপুর আর আলিয়া ভাটের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংয়ে। গতকাল সোমবার তিনি সেখান থেকে ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘মাইনাস ডিগ্রি…ঠান্ডার কামড়...প্রতিরোধ ব্যবস্থা।’

মানালির কনকনে ঠান্ডায় শুটিং করছেন ৭৭ বছর বয়সের অমিতাভ বচ্চন। ছবিতে দেখা গেছে কালো শার্ট, কালো জ্যাকেট আর রিফ্লেক্টর রোদচশমা পরে আছেন তিনি। তাঁর পাশেই আছেন রণবীর কাপুর।

নিউজ টুয়েন্টি ফোর থেকে জানা গেছে, গত রোববার হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর শুটিং স্পটে এসে অমিতাভ বচ্চনের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি মানালিতে এসে শুটিং করার জন্য অমিতাভ বচ্চনকে আন্তরিক ধন্যবাদ জানান। তাঁর মতে, এর ফলে মানালির দর্শনীয় স্থানগুলো দেখার ব্যাপারে দেশি-বিদেশি পর্যটকেরা আরও বেশি উৎসাহিত হবে।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর শুটিং স্পটে এসে অমিতাভ বচ্চনের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর শুটিং স্পটে এসে অমিতাভ বচ্চনের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

জানা গেছে, ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং শেষ করে আগামী সপ্তাহে অমিতাভ বচ্চন উড়াল দেবেন ইউরোপে। সেখানে পোল্যান্ড আর স্লোভাকিয়ায় ‘চেহরা’ ছবির শুটিং হবে। রুমি জাফরি পরিচালিত এই ছবিতে প্রথমবারের মতো ইমরান হাশমি পর্দা ভাগ করবেন অমিতাভ বচ্চনের সঙ্গে। ইমরান হাশমি এখন দিল্লিতে এই ছবির শুটিং করছেন। ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে দিল্লির শুটিং।

টাইমস অব ইন্ডিয়া থেকে জানা গেছে, এর আগে অমিতাভ বচ্চনের অবসর নেওয়ার ব্যাপারে যা শোনা গেছে, এ ব্যাপারে এই অভিনেতার কাছের এক বন্ধু বলেছেন, ‘যখন তিনি বলেছেন, অবসর চাই, তার মানে তিনি দীর্ঘ যাত্রায় ক্লান্ত। তিনি ঘুমাতে চান। এটাকে অন্য মানে দিয়ে ফলাও করে প্রচার করা অর্থহীন। মিস্টার বচ্চন অবসর থেকে অনেক দূরে। তিনি আরও ২০ বছর ভালোভাবে কাজ করে যেতে চান।’