ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড পেলেন যাঁরা

ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডের চোখ ধাঁধালেন বলিউডের সেলিব্রিটিরা। রেড কার্পেটে দুরন্ত সাজে ধরা দিলেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, আনুশকা শর্মা থেকে শুরু করে বরুণ ধাওয়ান, সাইফ আলী খান,
স্টাইলিশ বোন কৃতী শ্যানন ও নূপুর শ্যানন। কৃতী শ্যাননের হাতে উঠেছে ফিট অ্যান্ড ফ্যাবুলাস অ্যাওয়ার্ড।
স্টাইলিশ বোন কৃতী শ্যানন ও নূপুর শ্যানন। কৃতী শ্যাননের হাতে উঠেছে ফিট অ্যান্ড ফ্যাবুলাস অ্যাওয়ার্ড।
‘রেড হট’ মৌনী রায়।
‘রেড হট’ মৌনী রায়।
সাইফ আলী খান এ বছরের স্টাইলিশ আইকন।
সাইফ আলী খান এ বছরের স্টাইলিশ আইকন।
পরির বেশে আমিরা দস্তুর।
পরির বেশে আমিরা দস্তুর।
অনন্যা পাণ্ডে হয়েছেন ইমার্জিং ফেস অব ফ্যাশন।
অনন্যা পাণ্ডে হয়েছেন ইমার্জিং ফেস অব ফ্যাশন।
বরুণ ধাওয়ান হলেন বছরের মোস্ট গ্ল্যামারাস পুরুষ তারকা।
বরুণ ধাওয়ান হলেন বছরের মোস্ট গ্ল্যামারাস পুরুষ তারকা।
আলিয়া ভাট হয়েছেন বছরের মোস্ট স্টাইলিস্ট নারী তারকা।
আলিয়া ভাট হয়েছেন বছরের মোস্ট স্টাইলিস্ট নারী তারকা।
মোস্ট গ্ল্যামারাস নারী তারকার নাম আনুশকা শর্মা।
মোস্ট গ্ল্যামারাস নারী তারকার নাম আনুশকা শর্মা।
হটস্টেপার অব দ্য ইয়ার (নারী) অ্যাওয়ার্ড শোভা পেয়েছে কিয়ারা আদভানির হাতে।
হটস্টেপার অব দ্য ইয়ার (নারী) অ্যাওয়ার্ড শোভা পেয়েছে কিয়ারা আদভানির হাতে।
উইমেন অব স্টাইল অ্যান্ড সাবস্ট্যান্স হয়েছেন দিয়া মির্জা।
উইমেন অব স্টাইল অ্যান্ড সাবস্ট্যান্স হয়েছেন দিয়া মির্জা।
রাজকুমার রাও, রিস্ক টেকার অব দ্য ইয়ার।
রাজকুমার রাও, রিস্ক টেকার অব দ্য ইয়ার।
মনীষ মালহোত্রার হাতে শোভা পাচ্ছে এই রাতের দ্য স্পেশালিস্ট অ্যাওয়ার্ড।
মনীষ মালহোত্রার হাতে শোভা পাচ্ছে এই রাতের দ্য স্পেশালিস্ট অ্যাওয়ার্ড।
মালাইকা অরোরা হয়েছেন ডিভা অব দ্য ইয়ার।
মালাইকা অরোরা হয়েছেন ডিভা অব দ্য ইয়ার।
এজেস অ্যাহেড হটস্টেপার অব দ্য ইয়ার পুরুষ হয়েছেন কার্তিক আরিয়ান।
এজেস অ্যাহেড হটস্টেপার অব দ্য ইয়ার পুরুষ হয়েছেন কার্তিক আরিয়ান।
ট্রেইলব্লেজার অব ফ্যাশন হয়েছেন করণ জোহর।
ট্রেইলব্লেজার অব ফ্যাশন হয়েছেন করণ জোহর।
মোস্ট স্টাইলিস্ট স্টার পুরুষের পুরস্কার উঠেছে আয়ুষ্মান খুরানার হাতে।
মোস্ট স্টাইলিস্ট স্টার পুরুষের পুরস্কার উঠেছে আয়ুষ্মান খুরানার হাতে।

মাত্র ছয় বছরে ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড ফ্যাশনের ক্ষেত্রে ভারতের সবচেয়ে বড় স্বীকৃতির একটি হয়ে দাঁড়িয়েছে।