অভিনয়ের আগে কী করতেন কিয়ারা

কিয়ারা আদভানি ছবি: ইনস্টাগ্রাম
কিয়ারা আদভানি ছবি: ইনস্টাগ্রাম

কিয়ারা আদভানির জন্য করণ জোহরের নেটফ্লিক্স ছবি লাস্ট স্টোরিজ ছিল সৌভাগ্যস্বরূপ। ছবিটিতে অভিনয় করে কিয়ারার বলিউডের দরজা খুলে গেল। একের পর এক ছবির প্রস্তাব পেতে শুরু করেন তিনি। আর শহিদ কাপুরের সঙ্গে সন্দ্বীপ বাঙ্গার কবির সিং করে পুরোপুরি হিট। এখন কেবল সামনে এগিয়ে যাওয়ার পালা। তবে অভিনয়ের আগে কিয়ারা একেবারেই শোবিজের বাইরে ছিলেন। কী করতেন তিনি? সম্প্রতি তিনি জানালেন এক সাক্ষাৎকারে।

প্রেক্ষাগৃহে আসি আসি করছে তাঁর আরেকটি ছবি গুড নিউজ। রাজ মেহতা পরিচালিত ছবিটি মুক্তি পাবে ২৭ ডিসেম্বর। ছবিতে তাঁর সহশিল্পী বলিউডের এ সময়ের অন্যতম তারকা অক্ষয় কুমার। আছেন কারিনা কাপুর ও দিলজিৎ দোসানজও। ২০২০ সালে মুক্তি পাবে আরও গোটা কয়েক ছবি। ক্যারিয়ারের সুন্দর সময়ে থাকা এই অভিনেত্রী জানান, অভিনয়ের আগে তাঁর মায়ের প্রি–স্কুলে কাজ করতেন কিয়ারা। সেখানে শিশুদের যত্নআত্তি করতেন। কিয়ারা বলেন, ‘অভিনয় করার আগে আমার প্রথম চাকরি ছিল আমার মায়ের প্রি–স্কুলে। আমি সেখানে সকাল সাতটায় যেতাম। বাচ্চাদের যত্ন নিতাম। বাচ্চাদের যত্ন নেওয়াটা আমি খুব ভালো পারি। আমি বাচ্চাদের নার্সারির বিভিন্ন কবিতা আবৃত্তি করাতাম, যাতে ওরা বর্ণমালা শিখতে পারে। এমনকি ওদের ডায়াপারও বদলে দিতাম।’

শিশুদের সঙ্গে সময় কাটানো, তাদের যত্ন করা বেশ লাগে কিয়ারার কাছে। তিনি বলেন, ‘বাচ্চাদের অনেক ভালো লাগে আমার। আমার নিজের সন্তানকেও অসম্ভব ভালোবাসব। এটা হবে আমার জীবনের সেরা অনুভূতি।’

২০১৪ সালে বলিউডে অভিষেক হয় কিয়ারার। এরপর নিরাজ পান্ডের এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি সিনেমাটি করেন। তাঁকে আগামী বছর দেখা যাবে গুড নিউজ, রাঘব লরেন্সের লক্ষ্মী বোম্ব, আবির সেনগুপ্তর ইন্দু কি জওয়ানি, আনিস বাজমির ভুল ভুলাইয়া টু ও বিষ্ণুবর্ধনের শেরশাহ সিনেমায়। ডিএনএ