মুখোমুখি 'ব্ল্যাক উইডো'-'ওয়ান্ডার ওম্যান'

দুই কমিক মুগল মার্ভেল ও ডিসি যেন আবারও ঘোষণা করল যুদ্ধ। এবার তারা মুখোমুখি তাদের দুই অতিমানবীকে নিয়ে। ৩ ডিসেম্বর মার্ভেল মুক্তি দিল বহুল কাঙ্ক্ষিত ব্ল্যাক উইডো ছবির ট্রেলার। এর ঠিক পাঁচ দিনের ব্যবধানে ডিসি প্রকাশ করল তাদের সফলতম ফিল্ম সিরিজ ‘ওয়ান্ডার ওম্যান’–এর নতুন ট্রেলার। ছবি দুটো নিয়েই এখন চলছে ধুন্ধুমার আলোচনা। দুই অতিমানবী পর্দায় তাঁদের যত অতিমানবীয় ক্ষমতা রয়েছে, তাঁর এক ঝলক দেখিয়ে তোলপাড় তুলেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সুপারহিরো সিনেমার ভক্তরা এখন ওই দুই অতিমানবীর মধ্যে কে এগিয়ে গেলেন এ নিয়ে তর্কবিতর্কে ব্যস্ত। এই তর্ক চলবে ২০২০ সালের জুন মাস পর্যন্ত। কারণ, ব্ল্যাক উইডো মুক্তি পাবে আগামী মে মাসে, আর ওয়ান্ডার ওম্যান ২ মুক্তি পাবে জুনের শুরুতে। তাই মুক্তির তারিখ দেখে বলা যায়, লড়াইটা হাড্ডাহাড্ডিই হবে। বরাবরের মতোই ব্ল্যাক উইডো চরিত্রে দেখা যাবে স্কারলেট জোহানসনকে। আর গ্যাল গ্যাদত আবারও ওয়ান্ডার ওম্যানের সাজে হাজির হচ্ছেন বড় পর্দায়। তাঁদের সবার সঙ্গে আছে আরও বড় বড় হলিউড তারকার নাম। যেমন, ব্ল্যাক উইডোতে আছেন ডেভিড হারবার, র​্যাচেল ভাইস, অন্যদিকে ওয়ান্ডার ওম্যান ছবিতে পুরোনো চরিত্রে আবারও ফিরছেন ক্রিস পাইন।