প্রকাশ পেল 'মায়া-দ্য লস্ট মাদার' চলচ্চিত্রের গান

‘মায়া-দ্য লস্ট মাদার’ চলচ্চিত্রের গানের প্রকাশনা অনুষ্ঠানে পরিচালক, শিল্পী এবং অতিথিরা। ছবি: ফেসবুক থেকে
‘মায়া-দ্য লস্ট মাদার’ চলচ্চিত্রের গানের প্রকাশনা অনুষ্ঠানে পরিচালক, শিল্পী এবং অতিথিরা। ছবি: ফেসবুক থেকে

সেন্সর বোর্ডের অনুমোদন পেয়েছে সরকারি অনুদান পাওয়া চলচ্চিত্র ‘মায়া–দ্য লস্ট মাদার’। চলচ্চিত্রটি মুক্তি পাবে ২৭ ডিসেম্বরে। তার আগে গতকাল রোববার প্রকাশিত হলো চলচ্চিত্রটির গান। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে জি সিরিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে থেকে গানগুলো প্রকাশ পায়। 

গতকাল সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়া জাহেদ মিলনায়তনে মাসুদ পথিক পরিচালিত ছবি ‘মায়া-দ্য লস্ট মাদার’-এর গানের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। কথাশিল্পী শেখ সাহেদের উপস্থাপনায় এতে সভাপতিত্বে করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান, জি সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া খালেদ, কবি আসলাম সানী, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, কণ্ঠশিল্পী বেলাল খান, সুরকার প্লাবন কোরাইশী, কণ্ঠশিল্পী ঐশী প্রমুখ।

আটটি গান রয়েছে চলচ্চিত্রটিতে। এর মধ্যে ‘ডালিমগাছ’ শিরোনামের গানটি গেয়েছেন সংগীতশিল্পী মমতাজ। কবি মাসুদ পথিকের লেখা এ গানের সুর করেছেন প্লাবন কোরাইশী। একই গীতিকারের লেখা ‘মায়ারে’ গানটি গেয়েছেন ঐশী এবং সুর করেছেন ইমন চৌধুরী, ‘দুই কূলে’ ও ‘একলা মানুষ’ গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুরও করেছেন শিল্পী বেলাল খান।

‘চল হে বন্ধু’ শিরোনামে কামাল চৌধুরী রচিত গানটিতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান এবং গানটির সুর করেছেন ইমন চৌধুরী। হেদায়েত উল্লাহ আল মামুনের লেখা ‘জন্মভূমি’ গানটি গেয়েছেন কোনাল এবং সুর করেছেন তানভীর তারেক। ‘দুই জনম’ শিরোনামে আশরাফুল আলমের লেখা গানটি গেছেন শিল্পী বিশ্বাস এবং সুর করেছেন মাসুদ পথিক। পাশাপাশি ‘ওরে বন্ধু’ গানটিতে কণ্ঠ দিয়েছেন পড়শি। মাসুদ পথিকের লেখা এই গানের সুর করেছেন মুরাদ নূর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক। ছবি: ফেসবুক থেকে
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক। ছবি: ফেসবুক থেকে

‘মায়া’ সিনেমাটিতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, ঝুনা চৌধুরী, প্রাণ রায়, জ্যোতিকা জ্যোতি, দেবাশীষ কায়সার, নারগিস আক্তার, লীনা ফেরদৌসী, শাহাদাত হোসেন, আসলাম সানী, ভারতের মুমতাজ সরকার প্রমুখ।

‘মায়া–দ্য লস্ট মাদার’ ছবিটি নির্মাণের জন্য ২০১৬ সালে অনুদান পেয়েছিল সরকারের তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। কাজও শুরু হয় একই বছর। তবে সেটি শেষ করতে নানা কারণে সময় লাগে টানা তিন বছর। অবশেষে ৩ ডিসেম্বর ২ ঘণ্টা ৩ মিনিট ৭ সেকেন্ডের ছবিটি সেন্সর বোর্ডের সনদ পায়। নতুন ছবি মুক্তির বিষয়ে ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নির্মাতা মাসুদ পথিক বলেন, ‘আমি মূলত এই দুটি শিল্পকর্ম থেকে সিনেমায় দেখাতে চেষ্টা করেছি আমাদের মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে। মুক্তিযুদ্ধে নারী নির্যাতন এবং যুদ্ধশিশুর সীমাহীন অনিশ্চয়তাকে। আসলে “মায়া–দ্য লস্ট মাদার” চলচ্চিত্র আমাদের শিকড়ের গল্প। দেশের সব শ্রেণির দর্শকদের কাছে একটা গভীর বার্তা পৌঁছে যাবে।’