দক্ষিণে সেরা ধানুশ-সেতুপতি-কীর্থি-রাম-যশ

গত শনিবার তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের নেহরু ইন্দোর স্টেডিয়ামে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সাউথের অনুষ্ঠান হয়। ছবি: টুইটার
গত শনিবার তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের নেহরু ইন্দোর স্টেডিয়ামে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সাউথের অনুষ্ঠান হয়। ছবি: টুইটার

দক্ষিণী ছবিগুলো গল্পের বৈচিত্র্য আর এডিটিংয়ের কারণে বেশ জনপ্রিয়। সেখানকার ছবির চাহিদা ভারত পেরিয়ে সুদূর মার্কিন মুলুকেও রয়েছে। মোট চারটি ভাষার ছবির জগৎকে পুরস্কৃত করা হয়েছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সাউথ-এ। গত শনিবার ঘোষণা দেওয়া হয় তেলেগু, তামিল, মালায়লাম ও কন্নড় ছবির সেরা অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, গায়কসহ কলাকুশলীদের।

শনিবার তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের নেহরু ইন্দোর স্টেডিয়ামে এই অনুষ্ঠান হয়। অভিনেতা সানদ্বীপ কিষাণ ও রেগিনা কাসান্দ্রার উপস্থাপনায় দক্ষিণের চার সিনেমাশিল্প তেলেগু, তামিল, কন্নড়, মালায়লামের তারকা-শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

১৯৫৪ সাল থেকে দেওয়া হচ্ছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। ভারতের অন্যতম পুরোনো পুরস্কার এটি। মালায়লাম পরিচালক হরিহরণ আজীবন সম্মাননা পুরস্কার পান। ফিল্মফেয়ার দক্ষিণ কারা পেলেন—

তামিল থেকে ফিল্মফেয়ারের সেরা অভিনেতার পুরস্কার যৌথভাবে পেয়েছেন ধানুশ ও বিজয় সেতুপতি। ছবি: সংগৃহীত
তামিল থেকে ফিল্মফেয়ারের সেরা অভিনেতার পুরস্কার যৌথভাবে পেয়েছেন ধানুশ ও বিজয় সেতুপতি। ছবি: সংগৃহীত

তামিল
এ বছর তামিল থেকে ফিল্মফেয়ারের সেরা অভিনেতার (পপুলার) পুরস্কারটি যৌথভাবে জিতেছেন ‘কোলাবেরি’ গান গেয়ে এই অঞ্চলে পরিচিতি পাওয়া ধানুশ ও বিজয় সেতুপতি। ধানুশ ‘ভাদা চেন্নাই’ ছবির জন্য এবং বিজয় সেতুপতি ‘৯৬’ ছবির জন্য। এটি নিয়ে অষ্টমবারের মতো সেরা অভিনেতার পুরস্কার গেল ধানুশের কাছে।

তামিলের সেরা অভিনেত্রীর (পপুলার) পুরস্কার পেয়েছেন ‘৯৬’-এ ‘জানু’ চরিত্রের জন্য অভিনেত্রী তৃষা কৃষ্ণান। সেরা অভিনেত্রী (ক্রিটিকস) পুরস্কার পেয়েছেন ‘কানা’ ছবির জন্য ঐশ্বর্য রাজেশ।

সেরা ছবির পুরস্কার পেয়েছে মেরি সেলভারাজের ‘পরিইয়েরুম পেরুমল’ ছবিটি। আর সেরা পরিচালকের পুরস্কার ‘রাতশাসান’ ছবির জন্য পেয়েছেন রাম কুমার। সেরা অভিনেতা (ক্রিটিকস) পুরস্কারে সম্মানিত হয়েছেন অরবিন্দ স্বামী। তিনি ‘চেক্কা চিবন্ত বনম’ ছবির জন্য এ পুরস্কার পেয়েছেন।

‘রাঙ্গাস্থলম’ ছবির জন্য চিরঞ্জীবীর ছেলে রামচরণ তেজা সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। ছবি: টুইটার
‘রাঙ্গাস্থলম’ ছবির জন্য চিরঞ্জীবীর ছেলে রামচরণ তেজা সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। ছবি: টুইটার

তেলেগু
‘রাঙ্গাস্থলম’ ছবিটি বেশ কয়েকটি পুরস্কার পেয়েছে। এই ছবির অভিনেতা (পপুলার) রামচরণ তেজা সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। ‘রাঙ্গাস্থলম’ ছবির তারকা অনুশুয়া ভারদ্বাজ পেয়েছেন সহ-অভিনেত্রীর পুরস্কার। সহ-অভিনেতার পুরস্কার পেয়েছেন জগপতি বাবু ‘অরবিন্দা সামেথা ভেরা রাঘব’ ছবির জন্য।

এ বছর সেরা ছবির পুরস্কার পেয়েছে ‘মহানাটি’ ছবিটি। এই ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন নাগ অশ্বিন। সেরা অভিনেতা (ক্রিটিকস চয়েস) পুরস্কার জিতেছেন দুলকার সালমন ও সেরা অভিনেত্রীর (পপুলার) পুরস্কার পেয়েছেন কীর্থি সুরেশ।

আর সেরা অভিনেত্রী (ক্রিটিকস চয়েস) পুরস্কার পেয়েছেন ‘গীতা গোবিন্দম’ ছবির জন্য রাশ্মিকা মন্দনা। সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন শ্রেয়া ঘোষাল।

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কীর্থি সুরেশ। ছবি: ফেসবুক
সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কীর্থি সুরেশ। ছবি: ফেসবুক

মালায়লাম
এ বছর সেরা মালায়লাম ছবির ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছে ‘সুদানি ফ্রম নাইজেরিয়া’। ‘ইয়ে মা উই’ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন লিও হোসে পেল্লিসারি। সেরা অভিনেতার (পপুলার) পুরস্কার পেয়েছেন জোজু জর্জ। তিনি ‘যোসেফ’ ছবির জন্য এ পুরস্কার পান। সেরা অভিনেতা (ক্রিটিকস) পুরস্কারটি পেয়েছেন সুদানি ফ্রম নাইজেরিয়া ছবির জন্য সৌবিন শাহির। সেরা অভিনেত্রী (পপুলার) পুরস্কারটি পেয়েছেন ‘আমি’ ছবির জন্য মঞ্জু ওয়ারিয়। সেরা অভিনেত্রী (ক্রিটিকস) পুরস্কার পেয়েছেন ‘ইদা’ ছবির জন্য নিমিষা সজয়ন।

‘কেজিএফ’-এ অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন যশ। ছবি: টুইটার
‘কেজিএফ’-এ অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন যশ। ছবি: টুইটার

কন্নড়
সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে যশ অভিনীত ‘কেজিএফ’। সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন ‘নাথিছরামি’ ছবির জন্য মানসোরে। মুখ্য চরিত্রে সেরা অভিনেতা (পপুলার) পুরস্কার পেয়েছেন যশ ‘কেজিএফ’ ছবির জন্য। এ ছাড়া মুখ্য চরিত্রে সেরা অভিনেতা (ক্রিটিকস) পুরস্কার পেয়েছেন ‘আয়োগ্য’ ছবির জন্য সতীশ নীনাসাম। মান্বিতা কামথ পেয়েছেন সেরা অভিনেত্রীর (পপুলার) পুরস্কার। তিনি ‘তাগাড়ু’ ছবির জন্য এ পুরস্কার পান। আর ‘নাথিছরামি’ ছবির জন্য সেরা অভিনেত্রীর (ক্রিটিকস) পুরস্কার পেয়েছেন শ্রুতি হরিহরণ।

কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি দক্ষিণের অন্যদের চেয়ে একটু ছোট ইন্ডাস্ট্রি। কিন্তু গত বছরের ২১ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’ ছবিটির মাধ্যমে অনেকেই চেনে এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে। ছবিটিও বক্স অফিসে সাড়া ফেলে। কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বাজেটের ছবি ‘কেজিএফ-১’। মুক্তির পর থেকে ভারতসহ বিশ্বে ব্যাপক সাড়া ফেলে ‘কেজিএফ-১’। তথ্যসূত্র: টাইমস নাউ ও ইন্ডিয়ান এক্সপ্রেস।

আরও পড়ুন
কেজিএফ ২-এ ভারত নয়, কাঁপবে বিশ্বও
মহেশ বাবু ও আনুশকা শেট্টি দক্ষিণে সেরাদের সেরা