এখনো গানের অ্যালবাম প্রকাশ করে বেঙ্গল ফাউন্ডেশন

‘গানের ঝরনা তলায়’ প্রকাশনা অনুষ্ঠানে শিল্পী ও অতিথিরা। ছবি: বেঙ্গল ফাউন্ডেশনের সৌজন্যে।
‘গানের ঝরনা তলায়’ প্রকাশনা অনুষ্ঠানে শিল্পী ও অতিথিরা। ছবি: বেঙ্গল ফাউন্ডেশনের সৌজন্যে।

গানের বাজার এখন বদলে গেছে। বাজারে এখন ডিজিটাল প্ল্যাটফর্মের রাজত্ব। নতুন সিডি অ্যালবামের দেখা মেলে না এখন। ১০ গানের সিডি অ্যালবাম কমতে কমতে ১ গানে এসে ঠেকেছে। রাস্তায় যানজটে আটকে গেলে চালক আর ক্যাসেট বা সিডির বক্স খোঁজেন না। মোবাইল ফোনের সঙ্গে শব্দযন্ত্রের সংযোগ করে একের পর এক দেশ-বিদেশের গান শোনেন। গান শোনেন আইটিউনসে, ইউটিউবে কিংবা অন্য কোনো ওয়েবসাইটে। সংগত কারণে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোও এখন আর সিডিতে অ্যালবাম প্রকাশ করে না। এর মধ্যে ব্যতিক্রম বেঙ্গল ফাউন্ডেশন। আজ শনিবার সন্ধ্যায়ও একসঙ্গে দুটি অ্যালবাম প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠান ‘গানের ঝরনা তলায়’ আয়োজনের শেষ দিন ছিল মোস্তাফিজুর রহমানের কণ্ঠে রবীন্দ্রনাথের গানের সিডি ‘যে আমায় কাঁদায়’ এবং শারমিন সাথী ইসলামের কণ্ঠে ধারণকৃত হিমাংশু দত্ত সুরারোপিত ‘চামেলি তোমারই চাঁদ’ সিডির প্রকাশনা অনুষ্ঠান। অ্যালবাম দুটির মোড়ক উন্মোচন করেন প্রাবন্ধিক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।

শারমিন সাথী ইসলাম শোনান হিমাংশু দত্ত সুরারোপিত গান। ছবি: বেঙ্গল ফাউন্ডেশনের সৌজন্যে।
শারমিন সাথী ইসলাম শোনান হিমাংশু দত্ত সুরারোপিত গান। ছবি: বেঙ্গল ফাউন্ডেশনের সৌজন্যে।

আজ সন্ধ্যায় প্রকাশনা অনুষ্ঠানে নতুন অ্যালবামের মোড়ক উন্মোচনের পর দুই শিল্পী গান শোনান। শারমিন সাথী পরিবেশন করেন ‘নিশীথে চলে হিমেল হায়’, ‘ঊষার উদয়ক্ষণে, তব প্রেমারুণ আঁখি’, ‘রাতের ময়ূর ছড়াল যে পাখা’, ‘বরষার মেঘ নামে, ঝরানো পাতার পথে’, ‘চামেলি, তোমারি চাঁদ’, ‘তোমারি পথ পানে চাহি’, ‘বনের চামেলি ফিরে আয়’, ‘ছিল চাঁদ মেঘের পারে’ ইত্যাদি গান। মোস্তাফিজুর রহমান ‘চিরসখা, ছেড়ো না মোরে ছেড়ো না’, ‘তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা’, ‘তুমি সন্ধ্যার মেঘমালা’, ‘নয় নয় এ মধুর খেলা’, ‘যেতে যেতে একলা পথে’সহ বেশ কিছু গান।

মোস্তাফিজুর রহমান শুনিয়েছেন রবীন্দ্রনাথের গান। ছবি: বেঙ্গল ফাউন্ডেশনের সৌজন্যে।
মোস্তাফিজুর রহমান শুনিয়েছেন রবীন্দ্রনাথের গান। ছবি: বেঙ্গল ফাউন্ডেশনের সৌজন্যে।

সংস্কৃতিচর্চার বহুমুখী কর্মপ্রবাহের মধ্য দিয়ে বেঙ্গল ফাউন্ডেশন জনরুচি, মনন ও মানবিক সাধনায় মাত্রা সঞ্চারে প্রয়াসী। সংগীত পরিচর্যা এই চর্চার মৌলিক অংশ। তারই ধারাবাহিকতায় আয়োজন করেছে তিন দিনব্যাপী গানের অনুষ্ঠান। গত বৃহস্পতিবার প্রথম দিনের আসরে ছিল বেঙ্গলের প্রতি মাসের নিয়মিত আসর বৈঠক। পরদিন শুক্রবার আয়োজনের দ্বিতীয় দিন সন্ধ্যায় ছিল ‘প্রাণের খেলা’। আসরে গান শোনান শ্রাবণী মজুমদার ও বুলবুল ইসলাম।