মেয়ের জন্মদিনে চমকে দিলেন বাবা

পার্থ বড়ুয়ার সঙ্গে মেয়ে রূপা বড়ুয়া।  ছবি: সংগৃহীত
পার্থ বড়ুয়ার সঙ্গে মেয়ে রূপা বড়ুয়া। ছবি: সংগৃহীত

একমাত্র মেয়ে রূপা বড়ুয়ার জন্মদিনে নিজের সংগীতায়োজনে করা গান উপহার দিলেন সংগীতশিল্পী পার্থ বড়ুয়া। সংগীতশিল্পী বাবার কাছ থেকে এমন উপহার পেয়ে মেয়েও ভীষণ উচ্ছ্বসিত। মেয়ের জন্মদিনে ২৯ ডিসেম্বর গানটি পার্থ বড়ুয়া তাঁর ইউটিউবে প্রকাশ করেছেন।

রবীন্দ্রসংগীত সকাতরে ওই কাঁদিছে সকলে গানটিতে কণ্ঠ দিয়েছেন রূপা নিজেই। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন তাঁর বাবা পার্থ বড়ুয়া। গানটি প্রসঙ্গে অস্ট্রেলিয়ায় মেলবোর্নে থাকা রূপার সঙ্গে কথা হয়। তিনি জানান, ২০১৮ সালের মার্চ মাসে গানটিতে কণ্ঠ দেন তিনি। দাঁতে অস্ত্রোপচারের কারণে তখন ১০ দিনের জন্য তিনি ঢাকায় এসেছিলেন। তখনই বাবার ইচ্ছাতে গানটির কণ্ঠ ধারণের কাজ শেষ হয়। রূপা বলেন, ‘দাঁতের ব্যথার কারণে কোনোরকমে গানটিতে কণ্ঠ দিয়েছিলাম। সেদিন বাবাকে অনুরোধ করেছিলাম আবার গানটি ধারণ করার জন্য। কিন্তু এরপর তিনি আর নেননি। জন্মদিনের দিন গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। শুনে আমি অবাক।’

পার্থ বড়ুয়া বলেন, ‘রূপা দেশে থাকে না। মাঝে এসেছিল তখন গানটা রেকর্ড করেছিলাম। জন্মদিনে উপহার হিসেবে প্রকাশ করলাম।’
ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন রূপা বড়ুয়া। অস্ট্রেলিয়ার মেলবোর্নের আরএমআইটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন।