ঢাকা ও কলকাতায় একসঙ্গে 'হুল্লোড়'

হুল্লোড় ছবিতে শ্রাবন্তী ও সোহম।  ছবি: সংগৃহীত
হুল্লোড় ছবিতে শ্রাবন্তী ও সোহম। ছবি: সংগৃহীত

কলকাতার ছবিগুলো এত দিন সেখানে মুক্তি পাওয়ার দুই থেকে তিন মাস পর ঢাকায় মুক্তি পেত। আমদানির মাধ্যমে বাংলাদেশে আসত ছবিগুলো। এবার ভারত ও বাংলাদেশে একই দিনে মুক্তি পাচ্ছে কলকাতার ছবি হুল্লোড়। আমদানির মাধ্যমে আসা ছবিগুলো কলকাতায় আগে মুক্তি পাওয়ায় বাংলাদেশে দর্শকের আগ্রহ কম থাকত—এমন অভিযোগ ছিল বেশ কিছু দিন ধরে। এবার একই দিনে মুক্তি পাওয়ায় দর্শক আগ্রহী হয়ে উঠতে পারেন বলেই চলচ্চিত্র–সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।

২৪ জানুয়ারি একসঙ্গে বাংলাদেশ ও ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে হুল্লোড় ছবিটি। বাংলাদেশে ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান শাপলা মিডিয়া থেকে জানানো হয়েছে, হুল্লোড় ছবিটি বাংলাদেশ ও ভারতে একই দিনে মুক্তির প্রক্রিয়া এগিয়ে চলেছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, ‘অনুমোদন নিয়ে বাংলাদেশে হুল্লোড় ছবির সেন্সর ছাড়পত্রও নেওয়া হয়েছে। ২৪ জানুয়ারি কলকাতার সঙ্গে বাংলাদেশে মুক্তি দিতে চাই ছবিটি। এতে একই দিনে কলকাতার নতুন ছবি দেখার সুযোগ পাবেন বাংলাদেশের দর্শকেরা।’

হুল্লোড় ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের ব্যবস্থাপনা পরিচালক অশোক ধানুকা দুই বাংলায় ছবিটির মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কোনো কারণে নির্দিষ্ট দিনে দুই দেশে একসঙ্গে ছবিটি মুক্তি দিতে অসুবিধা হলে তারিখ পেছানো হবে। তবু দুই দেশে একই সঙ্গে মুক্তি দিতে চাই। কারণ, কলকাতায় আগে মুক্তি পেলে বাংলাদেশে ওই ছবি দর্শক দেখেন না। আশা করছি, ২৪ জানুয়ারি দুই দেশে একসঙ্গে মুক্তি দিতে পারব ছবিটি।’

কমেডি ধাঁচের গল্পের এ ছবিটি পরিচালনা করেছেন অভিমন্যু মুখোপাধ্যায়। এতে অভিনয় করেছেন সোহম, শ্রাবন্তী, ওম, দর্শনা বণিক প্রমুখ। হুল্লোড় ছবিটি আমদানি করার পরিবর্তে কলকাতায় এসকে মুভিজের কাছে রপ্তানি করা হয়েছে শাকিব-বুবলী অভিনীত চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া ছবিটি।