টাবু-আল্লুর 'আলা ভাইকুন্তাপুরামলো' মুক্তি পাচ্ছে আজ

প্রথমবারের মতো ‘আলা ভাইকুন্তাপুরামলো’ ছবিতে প্রথমবারের মতো পর্দা ভাগ করলেন আল্লু অর্জুন ও টাবু। ছবি: ইনস্টাগ্রাম
প্রথমবারের মতো ‘আলা ভাইকুন্তাপুরামলো’ ছবিতে প্রথমবারের মতো পর্দা ভাগ করলেন আল্লু অর্জুন ও টাবু। ছবি: ইনস্টাগ্রাম

দক্ষিণ ভারতীয় সিনেমা দেখেন আর আল্লু অর্জুনের ভক্ত নন, এমন ঘটনা বিরল। তেলেগু সিনেমার এই ‘হার্টথ্রুব’ সম্প্রতি পর্দা ভাগ করলেন বলিউডের জনপ্রিয় ও গুণী অভিনেত্রী টাবুর সঙ্গে। সিনেমার নামটা একটু দাঁতভাঙা, ‘আলা ভাইকুন্তাপুরামলো’।

‘আলা ভাইকুন্তাপুরামলো’ ছবির দৃশ্যে আল্লু অর্জুন। ছবি: ইনস্টাগ্রাম
‘আলা ভাইকুন্তাপুরামলো’ ছবির দৃশ্যে আল্লু অর্জুন। ছবি: ইনস্টাগ্রাম

এই ছবিতে আরও আছেন ‘মাহেঞ্জোদারো’খ্যাত পূজা হেগলে। আজ ১২ জানুয়ারি মুক্তি পাবে খটমটে নামের এই ছবি। এই ছবির মাধ্যমে ১১ বছর পর তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিরলেন টাবু।

ফিল্মফেয়ারকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ৩৬ বছর বয়সী আল্লু অর্জুন বলেন টাবুর সঙ্গে পর্দা ভাগের অভিজ্ঞতা। শুরু করলেন এভাবে, ‘আমি দীর্ঘদিন ধরে টাবুকে চিনি। যতবার আমি তাঁকে বড় পর্দায় দেখেছি, ততবার তাঁর মেধার তরিফ না করে পারিনি। কিন্তু এবারই প্রথম তাঁকে সামনাসামনি অভিনয় করতে দেখার সৌভাগ্য হলো।’

‘আলা ভাইকুন্তাপুরামলো’ ছবির দৃশ্যে আল্লু অর্জুন ও পূজা হেগলে। ছবি: ইনস্টাগ্রাম
‘আলা ভাইকুন্তাপুরামলো’ ছবির দৃশ্যে আল্লু অর্জুন ও পূজা হেগলে। ছবি: ইনস্টাগ্রাম

তারপর আল্লু বলেন, ‘তাঁর মতো অভিনেত্রীর সঙ্গে অভিনয় করা এককথায় বিশুদ্ধ পরিতৃপ্তির অনুভূতি দেয়। কারণ, তিনি যখন আছেন, তখন এমনিতেই সেরা অভিনয়টা বের হয়ে আসে। অভিনয়শিল্পী হিসেবে সেই জাদুকরি মুহূর্তগুলো আপনাকে বের করে আনতেই হবে। প্রায় এক দশক পর তিনি তেলেগুর পর্দায় ফিরলেন। আর সে জন্য সঠিক চরিত্রটিই বেছে নিয়েছেন তিনি।’

প্রথমবারের মতো ভারতের কেরালার ৩০টি শো (বেনিফিট শো) রাখা হয়েছে। তেলেগু ভাষার এই ছবি ‎মালয়ালম ভাষায় ডাবিং করে মুক্তি দেওয়া হবে। কেরালার ইতিহাসে এই প্রথম ভিন্ন ভাষার কোনো ছবির এতগুলো শো হচ্ছে। কেরালায় আল্লু অর্জুনের বিশালসংখ্যক ভক্ত রয়েছে। আর এই ছবি নিয়ে তাঁদের আগ্রহ চূড়ান্তে।

‘আলা ভাইকুন্তাপুরামলো’ ছবির দৃশ্যে আল্লু অর্জুন ও পূজা হেগলে। ছবি: ইনস্টাগ্রাম
‘আলা ভাইকুন্তাপুরামলো’ ছবির দৃশ্যে আল্লু অর্জুন ও পূজা হেগলে। ছবি: ইনস্টাগ্রাম

১৬৫ মিনিটের এই ছবিতে টাবু আল্লুর মা। নিভিতা পিথুরাজ আল্লুর বোন। আর পূজা হেগলে আল্লুর প্রেমিকা। অ্যাকশন ড্রামা ধরনের এই ছবি ইতিমধ্যে দর্শকদের ভেতর উন্মাদনা সৃষ্টি করেছে। ৬ জানুয়ারি মুক্তির পর এই ছবির ট্রেলার দেখা হয়েছে প্রায় দেড় কোটিবার। ছবিটি পরিচালনা করেছেন ত্রিবিক্রম শ্রীনিবাস। গীতা আর্টস ও হারিকা অ্যান্ড হাসিনা ক্রিশনসের ব্যানারে যৌথভাবে প্রযোজনা করেছেন আল্লু অরবিন্দ ও এস রাধা কৃষ্ণ।