হলিউড অভিনয়শিল্পীদের বিক্ষোভ-বক্তব্যে রবীন্দ্রনাথের কবিতা

মার্টিন শিন
মার্টিন শিন

জলবায়ু পরিবর্তনসংক্রান্ত এক বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ায় আটক হয়েছিলেন জোকার অভিনেতা জোয়াকুইন ফোনিক্স। সেখানে তিনি ছাড়াও বক্তৃতা দেন হলিউড অভিনেতা মার্টিন শিন। সেখানে রবীন্দ্রনাথের নৈবেদ্যর ৭২ নম্বর কবিতার বেশ কয়েকটি পঙ্ক্তি বক্তব্য হিসেবে তুলে ধরেন তিনি।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সাপ্তাহিক পথসভা ফায়ার ড্রিলে উপস্থিত হয়েছিলেন হলিউডের বেশ কজন অভিনয়শিল্পী। সেখান থেকে প্রায় ১৪৭ জন বিক্ষোভকারীর সঙ্গে আটক করা হয় ফিনিক্সসহ কজন অভিনেতাকে। তাঁদের বিরুদ্ধে ভিড় ও হট্টগোল সৃষ্টির অভিযোগ আনে পুলিশ।
শিনের বিক্ষোভ–বক্তব্যে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ সেথা শির’ পঙ্ক্তিটি নজর কাড়ে বিশ্ববাসীর। এর আগে মার্টিন শিন বলেন, ‘এই পৃথিবীকে নারীরাই বাঁচাতে পারে। আমাদের পুরুষদের ঘর থেকে বের করে আনার জন্য তাঁদের ধন্যবাদ জানাই।’

জোয়াকুইন ফোনিক্স
জোয়াকুইন ফোনিক্স

জোয়াকুইন ফোনিক্স বলেন, ‘আমরা প্রায়ই ভাবি যে, পরিবেশ বাঁচাতে আমাদের কী করা উচিত। চাইলে এটা কিন্তু আমরা কাল থেকেও শুরু করতে পারি। কেবল খাদ্যাভ্যাসে কিছুটা পরিবর্তন এনেও পৃথিবীকে বাঁচাতে আমরা অবদান রাখতে পারি।’ গোল্ডেন গ্লোব পুরস্কার প্রদানের অনুষ্ঠানেও তিনি সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে কথা বলেন। সেখানকার নৈশভোজে সবজিপ্রধান সব খাবার পেয়ে তিনি বলেছিলেন, ‘প্রত্যক্ষ-পরোক্ষ ধূমপানের মতো মাংস না খাওয়ার ব্যাপারেও আমাদের ভাবতে হবে। পৃথিবীকে বাঁচাতে হলে এক্ষুনি এ বিষয়ে উদ্যোগী হতে হবে।’

জলবায়ু পরিবর্তন নিয়ে হলিউডে প্রথম সোচ্চার হয়েছেন হলিউড অভিনেত্রী এবং সমাজকর্মী জেন ফন্ডা। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের বিরুদ্ধে এবং সবুজায়নের লক্ষ্যে আন্দোলন করেন তিনি। সেই আন্দোলন ছড়িয়ে দিতে প্রতি সপ্তাহে প্রতিবাদ সভার আয়োজন করছেন এই অভিনেত্রী। সেখান থেকে আটকের পর বিক্ষোভকারীদের ছেড়েও দেয় পুলিশ। তবে জোয়াকুইন ফোনিক্সকে গ্রেপ্তার করায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। দ্য নিউজ মিনিট

জলবায়ু পরিবর্তন নিয়ে আন্দোলনের সময় আটক হয়েছিলেন জেন ফন্ডা ।  ছবি: ইনস্টাগ্রাম
জলবায়ু পরিবর্তন নিয়ে আন্দোলনের সময় আটক হয়েছিলেন জেন ফন্ডা । ছবি: ইনস্টাগ্রাম