কলকাতার সেরা নগর কীর্তন, শুভশ্রী-ঋদ্ধি

একই ফ্রেমে উষশী সেনগুপ্ত, প্রসেনজিৎ ও সুদীপ্তা চক্রবর্তী। ছবি: ভাস্কর মুখার্জি
একই ফ্রেমে উষশী সেনগুপ্ত, প্রসেনজিৎ ও সুদীপ্তা চক্রবর্তী। ছবি: ভাস্কর মুখার্জি

সাংবাদিকের চোখে এ বছর কলকাতার সেরা ছবি 'নগরকীর্তন’। সেরা অভিনেতা ঋদ্ধি সেন। সেরা অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

সেরা অভিনেতা ঋদ্ধি সেনের হাতে পুরস্কার তুলে দেন অনির্বাণ ভট্টাচার্য। ছবি: ভাস্কর মুখার্জি
সেরা অভিনেতা ঋদ্ধি সেনের হাতে পুরস্কার তুলে দেন অনির্বাণ ভট্টাচার্য। ছবি: ভাস্কর মুখার্জি

'ওয়েস্টবেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ডব্লিউবিএফজেএ)’ কর্তৃক কলকাতার চলচ্চিত্র অঙ্গনের সেরাদের পুরস্কার প্রদান অনুষ্ঠান প্রদান করা হলো। দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমা প্রেক্ষাগৃহে গতকাল রোববার বিকেলে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আসর বসেছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্র পরিচালক তরুণ মজুমদার, সন্দীপ রায়, রাজ চক্রবর্তী, শ্রীজিৎ মুখার্জি, অভিনেতা প্রসেনজিৎ, লিলি চক্রবর্তী, রাইমা সেন, চূর্ণী গাঙ্গুলী, তনুশ্রী চক্রবর্তীসহ প্রমুখ চলচ্চিত্র তারকারা।

এই অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এবার সেরা চলচ্চিত্র বিভাগে পুরস্কার পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি 'নগরকীর্তন'। ছবির বিষয়, পুরুষ শরীরের খাঁচায় বন্দী নারীর মন।

সেরা অভিনেতা হয়েছেন ‘নগরকীর্তন’ সিনেমার অন্যতম মুখ্য অভিনয়শিল্পী ঋদ্ধি সেন। সেরা অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (পরিণীতা), সেরা পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (নগরকীর্তন)। জনপ্রিয় বিভাগে সেরা অভিনেতা হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (গুমনামী) ও দেব (সাঁঝবাতি)। সেরা সহ-অভিনেতা হয়েছেন রুদ্রনীল ঘোষ (কেদারা)। সেরা সহ-অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (জ্যেষ্ঠপুত্র) এবং লিলি চক্রবর্তী (সাঁঝবাতি)।

অন্যদিকে সেরা অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের হাতে পুরস্কার তুলে দেন গীতিকার প্রসেন। ছবি: প্রথম আলো
অন্যদিকে সেরা অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের হাতে পুরস্কার তুলে দেন গীতিকার প্রসেন। ছবি: প্রথম আলো

সেরা নবাগত অভিনেত্রী বিভাগে পুরস্কার জিতেছেন তুহিনা দাস (ঘরে বাইরে আজ), সেরা নবাগত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত (কেদারা)। সেরা গায়িকা লগ্নজিতা ঘোষ (প্রেমে পড়া বারণ, সোয়েটার), সেরা গায়ক অনির্বাণ ভট্টাচার্য (শাহজাহান রিজেন্সি)। আর এ বছর আজীবন সম্মাননা (লাইফটাইম অ্যাচিভমেন্ট) পুরস্কার পেয়েছেন সিনেমাটোগ্রাফার সৌমেন্দু রায়। তিনি সত্যজিৎ রায়ের 'গুপী গাইন বাঘা বাইন' থেকে শুরু করে সত্যজিতের অসংখ্য ছবির সিনেমাটোগ্রাফার ছিলেন।

প্রবীণ সিনেমাটোগ্রফার সৌমেন্দু রায়কে দেওয়া হয়েছে আজীবন সম্মাননা পুরস্কার। ছবি: ভাস্কর মুখার্জি
প্রবীণ সিনেমাটোগ্রফার সৌমেন্দু রায়কে দেওয়া হয়েছে আজীবন সম্মাননা পুরস্কার। ছবি: ভাস্কর মুখার্জি

সেরা অভিনেতা ঋদ্ধি সেনের হাতে পুরস্কার তুলে দেন অনির্বাণ ভট্টাচার্য। অন্যদিকে সেরা অভিনেত্রীর হাতে পুরস্কার তুলে দেন গীতিকার প্রসেন। এবার নগরকীর্তন ছবিটি মোট ৮টি বিভাগে সেরা পুরস্কার ছিনিয়ে নিয়েছে।