প্রিয়াঙ্কাদের পারিবারিক গানের ভিডিও

‘হোয়্যাট আ ম্যান গট্টা ডু’ গানের মিউজিক ভিডিওতে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস।
‘হোয়্যাট আ ম্যান গট্টা ডু’ গানের মিউজিক ভিডিওতে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস।

২০২০ সালে জোনাস ব্রাদার্সের প্রথম সিঙ্গেল মুক্তি পেল আজ শুক্রবার। গানের নাম, ‘হোয়্যাট আ ম্যান গট্টা ডু’। প্রথম গানেই জোনাস ব্রাদার্স ভক্তদের উপহার দিয়েছেন বেশ কয়েকটি চমক। নিক জোনাসের সঙ্গে এই গানের ভিডিওতে অংশ নিয়েছেন জীবনসঙ্গী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। শুধু তাই নয়, জো জোনাস আর কেভিন জোনাসের সঙ্গে ভিডিওতে তাঁদের স্ত্রী সোফি টার্নার আর ড্যানিয়েল জোনাস।

এই গানটির মাধ্যমে জোনাস ব্রাদার্স নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের। ট্রিবিউট জানিয়েছেন হলিউডের ১৯৭০ আর ১৯৮০–এর দশকের আইকনিক চলচ্চিত্রকে। কীভাবে? তিনটি চলচ্চিত্রের তিনটি বিখ্যাত দৃশ্য এই মিউজিক ভিডিওতে তুলে ধরেছেন ‘জোনাস ব্রাদার্স’–এর তিন ভাই আর তাঁদের স্ত্রীরা।

নিক জোনাস আর প্রিয়াঙ্কা চোপড়া হয়েছেন ১৯৮৩ সালের জনপ্রিয় ছবি ‘রিস্কি বিজনেস’–এর টম ক্রুজ আর রেবেকা ডি মর্নে কেই মনে করিয়ে দেয়। জো জোনাস আর সোফিয়া টার্নারের অভিনয় দেখে চোখে ভাসবে ১৯৭৮ সালের গ্রিজ ছবির সেই স্যান্ডি আর ড্যানির আইকনিক প্রেম। কেভিন জোনাস আর ড্যানিয়েল দেখা দিয়েছেন ১৯৮৯ সালের ‘সে এনিথিং’ ছবির জন কুসাক আর ডিয়ানে কোর্টের ভূমিকায়।

‘হোয়্যাট আ ম্যান গট্টা ডু’ গানের মিউজিক ভিডিওর একটি দৃশ্য।
‘হোয়্যাট আ ম্যান গট্টা ডু’ গানের মিউজিক ভিডিওর একটি দৃশ্য।

গানটি মুক্তির মাত্র ছয় ঘণ্টায় ১৬ লাখ ৫০ হাজারবার। ১০ হাজারের বেশি ব্যক্তি মন্তব্যে জানিয়েছেন, গানটি তাঁদের ভালো লেগেছে। আরও ভালো লেগেছে এই গানের ভিডিওর আইডিয়া। গানটি দেখে অনেক প্রবীণ ফিরে গেছেন তাঁদের তারুণ্যে। যখন দেখেছিলেন ‘রিস্কি বিজনেস’, ‘গ্রিজ’ বা ‘সে এনিথিং’য়ের মতো ছবি।

‘হোয়্যাট আ ম্যান গট্টা ডু’ গানের মিউজিক ভিডিওতে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস।
‘হোয়্যাট আ ম্যান গট্টা ডু’ গানের মিউজিক ভিডিওতে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস।

মোটকথা, স্ত্রীদের নিয়ে বানানো এই গানের ভিডিও মনে ধরেছে দর্শকদের। অনেকে আবার মন্তব্যের ঘরে কার স্ত্রী সেরা, সেই বিষয়ে ভোটও দেওয়া শুরু করেছনে। সেই দৌড়ে আবার এগিয়ে আছেন প্রিয়াঙ্কা চোপড়া। কারণ জোনাস ব্রাদার্সের ইউটিউব পেইজের নিচে যাঁরা মন্তব্য করেছেন, তাঁদের বেশির ভাগই ভারতীয়।

উল্লেখ্য, এর আগেও জোনাস ব্রাদার্স গানের মিউজিক ভিডিওতে দেখা গেছে ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কাকে।