'ঊনপঞ্চাশ বাতাস' ২৮ ফেব্রুয়ারি

ঊনপঞ্চাশ বাতাস ছবিতে দেখা যাবে শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণকে।  ছবি: সংগৃহীত
ঊনপঞ্চাশ বাতাস ছবিতে দেখা যাবে শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণকে। ছবি: সংগৃহীত

বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘন ঘন নিজের ছবি নিয়ে স্ট্যাটাস দিচ্ছেন পরিচালক মাসুদ হাসান। যোগাযোগ করতেই জানা গেল, মুক্তির জন্য প্রস্তুত তাঁর প্রথম ছবি ঊনপঞ্চাশ বাতাস। এখন কেবল সেন্সর সনদ পাওয়ার অপেক্ষা। তারপরই চূড়ান্ত মুক্তির ঘোষণা আসবে।

প্রাথমিকভাবে আগামী ২৮ ফেব্রুয়ারি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে—এমনটাই জানালেন মাসুদ হাসান। তিনি বলেন, ‘মুক্তির তারিখ ধরে রেখেছি ২৮ ফেব্রুয়ারি। কিন্তু সেন্সর ছড়পত্র পাওয়ার পর তারিখ চূড়ান্ত করতে পারব। তাই এখনই চূড়ান্ত তারিখ বলতে পারছি না।’

বলে রাখা ভালো, এর আগেও কয়েকবার মুক্তির তারিখ পিছিয়েছে ছবিটির। এবার সবকিছু ঠিকঠাক থাকলে ভাষার মাসেই ছবিটির দেখা মিলবে রুপালি পর্দায়। একেবারে নিঁখুতভাবে কাজ করতেই দীর্ঘ সময় নিয়েছেন মাসুদ হাসান।এই পরিচালক বলেন, ‘সবাই বিশ্বাসই করে, সিনেমা ব্যবসা করবে না, এটাই স্বাভাবিক নিয়ম যেন। কিন্তু আমি বিশ্বাস করি, ফিল্ম মানেই ইন্ডাস্ট্রি, ছবি ব্যবসাসফল হতেই হবে। একটা বছর ধরে কম জায়গাতে ধরনা দিইনি। কেউ সহযোগিতা করা তো দূরের কথা, কতভাবে টেনে নামানো যায়, সে চেষ্টা করেছে। তাই সিনেমার পারফেকশনের দিকে মনোযোগী হলাম। কারণ, এখন দর্শকই আমার শক্তি, দর্শককে প্রতারিত করতে চাইনি।’

ঊনপঞ্চাশ বাতাস সিনেমাতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও শার্লিন ফারজানা। পরিচালনার পাশাপাশি ছবিটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা ও সংগীত পরিচালনা করছেন মাসুদ হাসান নিজেই। একটি গান করেছেন অর্থহীনের বেজ বাবা নামে পরিচিত সাইদুস সালেহীন খালেদ সুমন। ছবিটি আসছে রেড অক্টোবরের ব্যানারে।