সদারঙ্গের উচ্চাঙ্গসংগীত সম্মেলন শুরু হলো

জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মেলনে গাইছেন শিল্পীরা।  ছবি: সংগৃহীত
জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মেলনে গাইছেন শিল্পীরা। ছবি: সংগৃহীত

২৩ বছর পূর্তি উপলক্ষে সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদ আয়োজন করেছে তিন দিনব্যাপী জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মেলন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে ছিল এই আয়োজন। 

শুরুতে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে সম্মেলনের উদ্বোধন করেন ওস্তাদ আলাউদ্দিন খানের পৌত্র ওস্তাদ শাহাদাৎ হোসেন খান। স্বাগত বক্তব্য দেন সদারঙ্গের প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক পণ্ডিত স্বর্ণময় চক্রবর্ত্তী।

প্রায় অর্ধশতাধিক সদারঙ্গের শিক্ষার্থী সদস্যের কণ্ঠে সম্মেলক সংগীতের মাধ্যমে সম্মেলনের দ্বিতীয় পর্ব শুরু হয়। ‘আইয়ে ভবনমে প্রিতম প্যারি, সুন্দর লগন আঈ হামারি’ বন্দেশের সঙ্গে অপূর্ব আলাপ বিস্তার ও তান সরগম সুমধুর ললিত সত্যিই মোহিত করার মতো। এটির রচয়িতা পণ্ডিত স্বর্ণময় চক্রবর্ত্তী।
মোহনবীণায় রাগ যোগকোষ পরিবেশন করেন চট্টগ্রামের শিল্পী মিটন বিশ্বাস। শিল্পী সিলেটের সুপ্রিয়া দাশ, ঢাকার শিল্পী ওস্তাদ শাহাদাৎ হোসেন খানের সরোদ পরিবেশনার মধ্য দিয়ে প্রথম দিনের অনুষ্ঠান শেষ হয়।

আজ দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শিশু-কিশোর পর্ব শুরু হবে সকাল ৯টায়। সকাল ১০টায় থাকবে আলোচনা। বিষয়: শাস্ত্রীয় সংগীতের বিবর্তন।
সান্ধ্য অধিবেশনে অংশ নেবেন চট্টগ্রামের শিল্পী সুরবন্ধু অশোক চৌধুরী (কণ্ঠ), প্রমীত বড়ুয়া (কণ্ঠ), ঢাকার শিল্পী ড. রেজোয়ান আলী (কণ্ঠ) ও পশ্চিমবঙ্গের শিল্পী তাপস বালা (সন্তুর), চট্টগ্রামের শিল্পী রাজীব চক্রবর্ত্তী (তবলা), দিনাজপুরের শিল্পী ইফতেখার আলম প্রধান (তবলা), পশ্চিমবঙ্গেও শিল্পী সত্যজিৎ কর্মকার (তবলা) ও রাজীব দাশ (হারমোনিয়াম)।