পাকিস্তানের শাফকাতের সঙ্গে বাংলাদেশের সিঁথির গান

শাফকাত আমানত আলী ও সিঁথি সাহা
শাফকাত আমানত আলী ও সিঁথি সাহা

পাকিস্তানি গায়ক শাফকাত আমানত আলীর সঙ্গে গাইলেন বাংলাদেশি শিল্পী সিঁথি সাহা। দুজনে দুটি গান করেছেন। একটি লুত্ফর হাসানের লেখা ও অদিতের সুর-সংগীতে ‘কাজল রাতে’, আরেকটি কলকাতার ইন্দ্রদীপ দাসগুপ্তের লেখা ও সুরে ‘রাত জাগা পাখি’। সম্প্রতি দুটি গানই ধারণ করা হয়েছে। বাংলার পাশাপাশি ‘কাজল রাতে’ গানটির একটি হিন্দি ভার্সনও গেয়েছেন দুজন। ফেব্রুয়ারি মাসে গান দুটির ভিডিও ধারণ করা হবে।

বাংলাদেশের ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবে গেয়েছেন শাফকাত। বলিউডে জনপ্রিয় হয়েছেন হিন্দি গান গেয়ে। বাংলা গান নিয়েও আগ্রহ আছে তাঁর। গান দুটির রেকর্ডিংয়ে অংশ নিতে সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন এই সংগীতশিল্পী। বাংলাদেশের কোনো শিল্পীর সঙ্গে প্রথম গান করা প্রসঙ্গে শাফকাত বলেন, ‘বেশ আগে সিঁথি আমার ‘খামাজ’ গানটি কভার করেছিলেন। খুব ভালো করেছিলেন। এরপর ঢাকায় ফোক ফেস্টে তাঁর সঙ্গে দেখা হয়, কথা হয়। তাঁর গায়কি ভালো। আমার সঙ্গে দুটি গানই ভালো গেয়েছেন।’

শাফকাতের সঙ্গে গান গাইতে পেরে রোমাঞ্চিত সিঁথি সাহা। তিনি বলেন, ‘কোনো দিনই ভাবিনি তাঁর সঙ্গে গাওয়ার সুযোগ হবে। ২০১৫ সালে তাঁর ‘খামাজ’ গানটি কভার করে আমার ইউটিউবে ছেড়েছিলাম। হঠাৎ একদিন দেখি গানটি তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার দিয়েছেন। অবাক হয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘স্টুডিওতে ওনার সামনে গান গাইতে রীতিমতো কাঁপছিলাম। ‘কাজল রাতে’ গানটির হিন্দি ভার্সন স্টুডিওতে বসেই লিখে ফেললেন শাফকাত। তারপর গানটি তুলতে সহযোগিতা করলেন তিনি। ফেব্রুয়ারি মাসে শাফকাতের ঢাকায় আসার কথা আছে। তখন গানটির ভিডিও ধারণ হবে। এরপর ইউটিউব চ্যানেলে প্রকাশ করব গান দুটি।’