সুবর্ণা-সব্যসাচীর 'গণ্ডি'র মুক্তি ৭ ফেব্রুয়ারি

‘গণ্ডি’ পেরিয়ে সুবর্ণা-সব্যসাচীর বন্ধুত্ব। ছবি: সংগৃহীত
‘গণ্ডি’ পেরিয়ে সুবর্ণা-সব্যসাচীর বন্ধুত্ব। ছবি: সংগৃহীত

সব্যসাচী চক্রবর্তীর নাতনি ‘মুগ্ধতা’ তাঁকে ইংরেজিতে জিজ্ঞেস করল পৃথিবীর অন্যতম জটিল এক প্রশ্ন। ‘বন্ধু’ আর ‘ভালো বন্ধু’র ভেতর পার্থক্য কী? কিন্তু দাদু ‘ফেলুদা’ বুদ্ধি করে সেই উত্তর দেওয়ার আগেই শেষ হয়ে যায় ছবির ১ মিনিট ৪০ সেকেন্ডের ট্রেলার, যাতে উত্তর জানতে দেখতে হয় ছবিটা।

২৪ জানুয়ারি এই ট্রেলার মুক্তির পর এখন পর্যন্ত দেখা হয়েছে প্রায় ৫০ হাজারবার। ভারতের গুণী অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার গণ্ডি পেরোনো বন্ধুত্ব দর্শকদের কাছে পৌঁছাতে এখন বাধা ১০ দিনের। কারণ, আগামী ৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘গণ্ডি’।

এক ফ্রেমে সব্যসাচী আর মুগ্ধতা। ছবি: সংগৃহীত
এক ফ্রেমে সব্যসাচী আর মুগ্ধতা। ছবি: সংগৃহীত

ট্রেলারে নিচে মন্তব্যের ঘরে ভক্তরা লিখেছেন, ‘সে কী, টেমস নদীর ব্রিজ!’ বাহ, আমাদের কক্সবাজারকে কী সুন্দভাবে দেখানো হয়েছে’, ‘অপেক্ষায় রইলাম’সহ আরও অনেক কিছু। একজন তো লিখেছেন, ‘এ তো কেবল সুবর্ণা আর সব্যসাচীর বন্ধুত্ব নয়, এই বন্ধুত্ব ঢাকা আর কলকাতার। এই বন্ধুত্ব কাঁটাতারের বেড়া পেরিয়ে “দুই’ নয়, “এক” বাংলার।’

সব মিলিয়ে এখন পর্যন্ত ছবির ট্রেলার ভালো লেগেছে বলেই রায় দিয়েছেন ভক্তরা। ছোট পর্দার জনপ্রিয় মুখ ও লাক্স সুন্দরী জাকিয়া বারী মম ছবির ট্রলারটি শেয়ার করে লিখেছেন, ‘শিক্ষা-সংস্কৃতি-চিন্তার দৈন্য সমাজেও আমরা “গণ্ডি”র মতো সুন্দর সিনেমার আভাস পাই। দখিনের হাওয়া যেন আরও দ্রুত প্রসারিত হয়।’

‘গণ্ডি’ ছবির শুটিংয়ে সব্যসাচী চক্রবর্তী। ছবি: সংগৃহীত
‘গণ্ডি’ ছবির শুটিংয়ে সব্যসাচী চক্রবর্তী। ছবি: সংগৃহীত

ট্রেলারে দেখা যায়, সব্যসাচী চক্রবর্তী খুব আক্ষেপ নিয়ে বলছেন, ‘এই বন্ধুত্ব, আড্ডা, গল্প—এগুলো কি শুধুই তোমাদের? আমাদের কি শুধুই মৃত্যুর জন্য অপেক্ষা?’ এই একটা কথায় বলে দেয় অবসরে থাকা মানুষগুলোর নিঃসঙ্গতায় ভরা জীবনের গল্প। সময়ের আঁচড় বদলে দিয়েছে পারিবারিক কাঠামো। আর ‘সিনিয়র সিটিজেন’ মানুষগুলো হয়ে উঠেছে আরও বেশি নিঃসঙ্গ।

সব্যসাচীর জীবনে সুবর্ণা এমন একজন বন্ধু, যাঁর সঙ্গে নিঃস্বার্থভাবে কিছুটা সময় কাটানো যায়। মনের ঝাঁপি খুলে নিয়ে বসে জীবনের গল্প করা যায়। কিন্তু এই সমাজ, পরিবারের মানুষগুলো কীভাবে নেবে এই বন্ধুত্ব? বন্ধুত্বের কি কোনো কাল, সময়, বয়স, গণ্ডি আছে? এই প্রশ্নের প্রেক্ষাপট ধরে গণ্ডি পেরোনো বন্ধুত্বের গল্পই ‘গণ্ডি’।

শুটিংয়ের এক ফাঁকে অপর্ণা ঘোষ আর মুগ্ধতা। ছবি: সংগৃহীত
শুটিংয়ের এক ফাঁকে অপর্ণা ঘোষ আর মুগ্ধতা। ছবি: সংগৃহীত

দর্শকদের উদ্দেশে ‘ভুবন মাঝি’খ্যাত পরিচালক ফাখরুল আরেফীন খান বলেন, ‘অপেক্ষার পালা শেষ। সামনে মাসের ৭ তারিখ মুক্তি পাবে “গণ্ডি”। চলচ্চিত্রটি নিয়ে আমরা অনেক আশাবাদী। একটু ভিন্নধর্মী বন্ধুত্বের গল্প নিয়ে খুবই কমন একটি সামাজিক বাধাকে তুলে ধরেছি। পরিবারের অটুট বন্ধন প্রাধান্য পেয়েছে চলচ্চিত্রটিতে। পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার মতো সিনেমা “গণ্ডি”। তাই সপরিবারে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।’

এর আগে সব্যসাচীর বিপরীতে অভিনয় করা নিয়ে সুবর্ণা মুস্তাফা প্রথম আলোকে বলেন, ‘তাঁর “ফেলুদা” দেখেছি। আরও কিছু কাজ দেখেছি। খুব ভালো অভিনেতা। তবে পরিচালক, গল্প এবং শুটিংস্পট—সবই আমাদের দেশে। এটাও সত্যি, অভিনেতার কোনো কাঁটাতার নেই। আশা করছি, পর্দায় আমাদের কেমিস্ট্রি সবাই পছন্দ করবেন। আর “গণ্ডি”র গল্পটিও অসাধারণ।’

ইংল্যান্ডের লন্ডন, বাংলাদেশের কক্সবাজারের প্যাঁচার দ্বীপসহ অন্যান্য জায়গায়, ঢাকার এফডিসি, উত্তরা, গুলশানসহ বিভিন্ন স্থানে ‘গণ্ডি’র শুটিং হয়েছে। সব্যসাচী চক্রবর্তী ও সুবর্ণা মুস্তাফা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, খুদে অভিনয়শিল্পী মুগ্ধতা মোর্শেদ, পায়েল মুখার্জিসহ আরও অনেকে।