ভালোবাসা দিবসে কে কার সঙ্গে

মোশাররফ করিম, মেহ্‌জাবীন চৌধুরী, অপূর্ব, সাফা কবির, ইরফান সাজ্জাদ, তাসনিয়া ফারিন
মোশাররফ করিম, মেহ্‌জাবীন চৌধুরী, অপূর্ব, সাফা কবির, ইরফান সাজ্জাদ, তাসনিয়া ফারিন

শুটিংয়ের এক স্পট থেকে আরেক স্পটে দৌড়াচ্ছেন ছোট পর্দার তারকারা। কেন? কেউ কেউ বলছেন, ভালোবাসার তাড়া খেয়ে। কেউ বলছেন, ভালোবাসার টানে। আসলে ভালোবাসায় ডুবে আছেন তাঁরা। সামনে ভালোবাসা দিবস। সেদিন পর্দায় হাজির হবেন তাঁরা। শুটিং স্পটগুলোতে চলছে সেই প্রস্তুতি।

একেক পরিচালকের হাতে একেক ধরনের ভালোবাসার গল্প। সেসব নাটকের শুটিংয়ে কেউ ঢাকায়, কেউ ঢাকা ও দেশের বাইরে শুটিংয়ে ব্যস্ত। গতকাল রোববার বিকেলে ঢাকার গাবতলী এলাকায় ভালোবাসা দিবসের নাটকের শুটিং করছিলেন মেহ্জাবীন। চারুর বিয়ে শিরোনামের এই নাটকে তাঁর সহশিল্পী অপূর্ব। মেহ্জাবীন জানালেন, এখন যে কাজগুলো করছেন, সেগুলোর সবই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে। তিনি বলেন, ‘ভালোবাসার গল্পের মধ্যে ডুবে আছি। তাই অন্য কোনো বিষয় নিয়ে ভাবতেও পারছি না। এভাবে হয়তো চলবে আরও কয়েকটা দিন।’
এ বছর ভালোবাসা দিবসে ১৫টির মতো নাটকে দেখা যাবে মেহ্জাবীনকে। কোনো নাটকে তাঁর সহশিল্পী অপূর্ব নয়তো নিশো। কোনোটিতে তৌসিফ মাহবুব, আবার কোনোটিতে ইরফান সাজ্জাদ। মেহ্জাবীন জানান, ভালোবাসা দিবসের নাটকের শুটিং শেষ হলেই শুরু করবেন বাংলা নববর্ষ ও ঈদুল ফিতরের নাটক।

নাটক ও টেলিছবি এখন শুধু টেলিভিশনে নয়, দেখা যাবে ইউটিউবসহ অন্যান্য ওয়েব প্ল্যাটফর্মেও। ডিজিটাল এসব প্ল্যাটফর্ম জনপ্রিয় হয়ে ওঠার কারণে ভালোবাসা দিবসের মতো বিশেষ দিনগুলোর জন্য নাটক তৈরি বেড়ে গেছে। টেলিভিশনের বাইরে সিডি চয়েজ, সিএমভি, বঙ্গবিডি, ধ্রুব টিভি, লাইভ টেক, সিনেমাওয়ালা, গানের ডালিসহ অনেক ইউটিউব চ্যানেলে দেখা যাবে ভালোবাসা দিবসের নাটক।

গত বছরের ভালোবাসা দিবসে নির্মিত কয়েকটি নাটক এ বছর ভালোবাসা দিবসে প্রচারিত হতে পারে বলে জানালেন তানজিন তিশা। সব মিলিয়ে ১২টি নাটকে দেখা যেতে পারে তাঁকে। প্রথম আলোকে এই অভিনয়শিল্পী বলেন, ‘দর্শক আমাকে যে ধরনের গল্পের নাটকে দেখতে পছন্দ করেন, আমি তেমন কয়েকটি গল্পে অভিনয় করেছি।’ গতকাল শুটিং স্পট থেকে অপূর্ব জানান, ভালোবাসা দিবসে তাঁকে দেখা যাবে দুটি নাটকে। একটিতে তাঁর সঙ্গে থাকবেন মম, অন্যটিতে মেহ্জাবীন।

সাম্প্রতিক সময়ে অভিনয়ে তরুণদের মধ্যে এগিয়ে আছেন তাসনিয়া ফারিন। নতুন প্রজন্মের এই অভিনয়শিল্পীকে দেখা যাবে ১০টি নাটকে। ফারিন জানান, সেই নাটকগুলো রোমান্টিক, সিরিয়াস ও ট্র্যাজেডি ঘরানার। বরং এক জাতীয় প্রেমের গল্পে অভিনয় করেননি তিনি। তিনি বলেন, ‘আমার অভিনীত নাটকগুলোতে সহশিল্পী বণ্টিত হয়েছে সুষমভাবে। অর্থাৎ মোশাররফ করিম, জোভান, ফারহানের সঙ্গে দুটি করে নাটকে অভিনয় করেছি।’

গতকাল দুপুরে ইরফান সাজ্জাদ জানালেন, শুধু টেলিভিশনের জন্য নয়, ওয়েবের জন্যও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। সাজ্জাদ বলেন, ‘আমি চেয়েছি আমার অভিনীত নাটকগুলোর গল্পগুলো যেন ভিন্ন রকমের হয়। তাই কমসংখ্যক কাজ করেছি। তবে যে কটিতে কাজ করেছি, দর্শকেরা সেগুলো দেখে আনন্দিত হবেন।’

এ ছাড়া ভালোবাসা দিবসে সাফা কবির ও জোভানের একাধিক নাটক প্রচারের সম্ভাবনা রয়েছে।