তিন নায়িকার উদ্যোগ

আঁচল আখি, বিপাশা কবির ও রোমানা নীড়। ছবি: সংগৃহীত
আঁচল আখি, বিপাশা কবির ও রোমানা নীড়। ছবি: সংগৃহীত

চিত্রজগতের তিন নায়িকা আঁচল আঁখি, বিপাশা কবির ও রোমানা নীড়। এবার তাঁদের নামের আগে যুক্ত হচ্ছে নতুন পরিচয়, উদ্যোক্তা। এই তিন ‘ডিভা’ তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানের নাম দিয়েছেন ‘থ্রি ডিভাস’। ১০ ফেব্রুয়ারি উদ্বোধনীর মধ্য দিয়ে রাজধানীর আফতাবনগরে এর যাত্রা শুরু হচ্ছে।

থ্রি ডিভাসে আপনি কী পাবেন? এখানে কসমেটিকস, জুয়েলারি ও মেয়েদের ড্রেস পাওয়া যাবে। সাধারণ ক্রেতাদের পাশাপাশি এখানে আলাদা করে পাওয়া যাবে সিনেমার শিল্পীদের বিশেষ মেকআপ, ড্রেস ও কসমেটিকস।

তিন নায়িকার একজন বিপাশা কবির। তাঁর সবশেষ ছবি ‘পাষাণ’ মুক্তি পায় ২০১৮ সালে। মুক্তির অপেক্ষায় আছে ‘আঘাত’ ও ‘জার্নি ’ নামে দুটি ওয়েব সিরিজ। হঠাৎ এ ধরনের ব্যবসায় নামা প্রসঙ্গে এই নায়িকা বলেন, ‘ সিনেমার অবস্থা খারাপ। কাজ নেই। তাই আমরা তিনজন ভাবলাম বসে থাকার চেয়ে বরং কিছু করি। সেখান থেকেই ব্যবসাটা শুরু করতে যাচ্ছি।’

তবে প্রথমে এ ধরনের ব্যবসার ইচ্ছা ছিল না। শুরুতে রেস্তোরাঁর ব্যবসা করতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু পরে ভাবনা পরিবর্তন করেন। বিপাশা কবির বলেন, ‘দেখলাম নারী হিসেবে আমাদের জন্য রেস্তোরাঁর ব্যবসা সহজ হবে না। পরে এই ব্যবসা করার সিদ্ধান্ত নিলাম আমরা।’

তিনি আরও বলেন, ‘আগে থেকেই রোমানা ও আঁচল অনলাইনে পোশাকের ব্যবসা করতেন। আর আমার তো প্রায়ই থাইল্যান্ড, দুবাই যাওয়া হয়। সেখান থেকে জুয়েলারি, কসমেটিক আনার সুযোগ আছে। তাই সবদিক থেকেই সুবিধা হলো।’

সিনেমার নায়িকা ও ব্যবসায়ী হিসেবে তাঁরা ব্যবসায় সিনেমার প্রয়োজনীয় জিনিসও রাখবেন বলে জানালেন আঁচল। তিনি বলেন, সিনেমায় মেকআপ, জুয়েলারি, ড্রেস লাগে। অন্য ক্রেতাদের পাশাপাশি সিনেমায় প্রয়োজনীয় কসমেটিক, ড্রেস ও জুয়েলারি এখানে রাখা হবে।