স্টেজে ফেরদৌস ও মাহির ১০ মিনিট

ফেরদৌস ও মাহি। ছবি: ফেসবুক থেকে
ফেরদৌস ও মাহি। ছবি: ফেসবুক থেকে

২০ বছরের বেশি অভিনয়জীবন ফেরদৌসের। অন্যদিকে মাহি ৮ বছর ধরে অভিনয় করছেন। দুই সময়ের এই দুই নায়ক-নায়িকাকে আজ ১০ মিনিটের জন্য একসঙ্গে দেখা যাবে। বাংলাদেশ পুলিশের ৪৫ বছর পূর্তি উপলক্ষে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে ১০ মিনিটের একটি পরিবেশনায় অংশ নেবেন তাঁরা। প্রথমবারের মতো স্টেজ শোতে অংশ নেওয়ার জন্য দুদিন ধরে প্রস্তুতিও নিয়েছেন ফেরদৌস ও মাহি।

১০ মিনিটের এই নাচের কোরিওগ্রাফি করেছেন নৃত্যপরিচালক ইভান শাহরিয়ার। আজ শনিবার দুপুরে তিনি প্রথম আলোকে বলেন, ‘দুজনকে নিয়ে আলাদাভাবে আমি নাচের অনুষ্ঠানের ডিজাইন করেছি। এবার যেহেতু প্রথমবার স্টেজ শোতে তাঁরা পরিবেশনায় থাকবেন, তাই ভিন্নরকম একটা প্রস্তুতি নিয়েছি। চলচ্চিত্রের গান ও দেশাত্মবোধক ছয়টি গানের সঙ্গে তাঁরা নাচবেন। আমার বিশ্বাস, দুজনের চমৎকার নৃত্য উপস্থিত সবাইকে মুগ্ধ করবে।’

ইভান শাহরিয়ার জানান, ফেরদৌস ও মাহি অভিনীত চলচ্চিত্রের গানে তাঁরা নৃত্য পরিবেশন করবেন। গানগুলো হচ্ছে ‘আই লাভার বয়’, ‘রঙ্গিলা বেবি’, ‘সোহাগ চাঁদ বদনি’, ‘বেয়াইনসাব’, ‘তুই আমার’, ‘ফেসবুক গুগল’ ও ‘দে তালি’।

চিত্রনায়ক ফেরদৌসকে এর আগে মৌসুমী, পপি, পূর্ণিমা ও অপু বিশ্বাসের সঙ্গে একাধিক মঞ্চে নাচের পরিবেশনায় দেখা গেছে। এবারের আয়োজন প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘আয়োজকেরা এত দিন আমাদের নিয়ে ভাবেননি, তাই হয়নি। এবার তাঁরা চিন্তা করেছেন, তাই হচ্ছে। মাহি তো ট্যালেন্টেড একজন নায়িকা। তাঁর সঙ্গে আমাদের ১০ মিনিটের এই পরিবেশনা সবাই পছন্দ করবেন বলে বিশ্বাস করছি।’

ফেরদৌস ও মাহি এর আগে ‘কৃষ্ণপক্ষ’ ছবিতে পর্দা ভাগাভাগি করেছেন। এবারের মঞ্চ আয়োজনের পরিবেশনা কি চলচ্চিত্রে অভিনয়ের ইঙ্গিত কি না, জানতে চাইলে ফেরদৌস বলেন, ‘স্টেজ শো যেমন আয়োজকেরা ভেবে আমাদের ঠিক করেছেন, তেমনি সিনেমায় অভিনয়ের ব্যাপারটি প্রযোজক–পরিচালকেরা ঠিক করবেন। তাঁরা চাইলে এবং গল্প ডিমান্ড করলে আমাদের অভিনয়ে তো কোনো আপত্তি থাকবে বলে মনে করছি না। কারণ, অভিনয় করাটাই আমাদের একমাত্র কাজ।’