'খুদে টাইগারদের' বিশ্বকাপ জয়ে তারকাদের আনন্দ

জয়া আহসান। ছবি: সংগৃহীত
জয়া আহসান। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জিতে নিয়েছে যুব বিশ্বকাপ। উনিশের হাত ধরে বিশে বিশ্বজয়ের এই আনন্দ স্পর্শ করেছে বিশ্বের বিভিন্ন স্থানের সমগ্র বাঙালিদের। বাংলাদেশকে অন্য রকম এক আনন্দে ভাসিয়েছে অনূর্ধ্ব-১৯ এর তরুণ ক্রিকেটারেরা। অনেক দিন পর বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি নাগরিকেরা আনন্দের এক অন্য রকম উপলক্ষ পেয়েছে। সাধারণ জনগণের মতো তারকাদের উচ্ছ্বাসে মেতেছেন। এই জয় তাঁদের আনন্দে ভাসিয়েছে।

শাকিব খান। ছবি: প্রথম আলো
শাকিব খান। ছবি: প্রথম আলো

অভিনেতা–নির্দেশক আবুল হায়াত তাঁর ফেসবুকে লিখেছেন, ‘দয়া করে বাড়ি-গাড়ি নয়, ফ্ল্যাট-প্লট নয়, ক্যাশ নয়, নয় জাঁকজমক সংবর্ধনা। অভিনন্দন বাঘের বাচ্চাদের।’ বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের বিশ্বকাপ জয়ে আরিফিন শুভ লেখেন, ‘সাব্বাশ জুনিয়র টাইগার্স।’ বিজয়ী দলের খেলোয়াড়দের ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করে তিশা লিখেছেন, ‘অভিনন্দন টাইগার্স।’ অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, ‘কী জয়! নতুন ইতিহাস লিখেছি আমরা। অভিনন্দন তরুণ বাঘেরা!’

চিত্রনায়ক শাকিব খান এখন ‘বীর’ সিনেমার প্রচারণা নিয়ে ভাবছেন। ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি। ‘বীর’ ছবির বুকিংয়ের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও খেলার খবর রেখেছেন শাকিব খান। জয়ের আনন্দে তিনি বলেছেন, ‘“বীর”–এর মতো জিতেছে বাংলাদেশ। খুদে টাইগারেরা প্রথমবার বিশ্বকাপ অর্জন করেছে। এটা নিঃসন্দেহে চমৎকার অনুভূতি।’

তিশা। ছবি: প্রথম আলো
তিশা। ছবি: প্রথম আলো

অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী বাংলাদেশের জুনিয়র টাইগারদের এমন অর্জনে বললেন, ‘শাবাশ বাংলাদেশ!’ মাইলস ব্যান্ডের অন্যতম সদস্য হামিন আহমেদ বলেন, ‘বন্ধুরা আমার, আমরা এখন চ্যাম্পিয়ন। আমরা শেষ পর্যন্ত লড়ে গেছি। আমরা চ্যাম্পিয়ন। আমরা চ্যাম্পিয়ন। আমরা চ্যাম্পিয়ন।’ চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে টাইগারদের কুর্নিশ।’

ক্রিকেট বাংলাদেশের মানুষকে অনেক কিছু দিয়েছে। তাই এই খেলা নিয়ে প্রত্যাশাও বেড়ে গেছে সবার। ফাইনাল শুরুর আগে সিয়াম আগেই বলেছিলেন, ‘সবাই এখন বড় বড় ট্রফি জিততে চায়, বড় দলকে হারাতে চায়। আমি মনে করি, বাংলাদেশ ক্রিকেটের পুনরুজ্জীবনের জন্য এই ট্রফিটা আমাদের দরকার। যুব ক্রিকেটাররা সেটা করতে পারবে বলেই আমার বিশ্বাস।’ সিয়ামের বিশ্বাস বাস্তবে ধরা দেওয়ায় ভীষণ খুশি হয়েছেন। তাই তো সিয়াম ফেসবুকে লিখেছেন, ‘দেখুন, আমরা বিশ্বকাপ জিতে গেছি।’

চঞ্চল চৌধুরী। ছবি: প্রথম আলো
চঞ্চল চৌধুরী। ছবি: প্রথম আলো

বাংলাদেশের খুদে টাইগারদের অভিনন্দন জানিয়ে চিত্রনায়িকা বুবলী বলেন, ‘এমনিতে মনটা চাঙা। মুক্তি পেতে যাচ্ছে আমার নতুন সিনেমা “বীর”। এরই মধ্যে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট আসরে চ্যাম্পিয়ন হওয়ার খবরটি আমাদের আনন্দ বাড়িয়ে দিয়েছে বহুগুণ। শুরুটা বেশ ভালোই ছিল। একটা পর্যায়ে পরপর কয়েকটি উইকেট পড়ে গেলে কিছুটা মন খারাপ হচ্ছিল। তবে কেন জানি আশাবাদী ছিলাম। শেষ পর্যন্ত আকবর নৈপুণ্যে আমরা ভীষণ একটা আনন্দের উপলক্ষ পেলাম। এমন আনন্দের অনুভূতি সত্যিই অন্য রকম।’

চিত্রনায়ক সাইমনও বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ দলটির জয়ের ব্যাপারে ভীষণ আশাবাদী ছিলেন। খেলা শুরুর আগে সাইমন বলেছিলেন, ‘মন বলছে, সবাই ঠিকঠাক খেলতে পারলে আমরা জিতব। তাই তো খেলা শেষে ফেসবুক পোস্টে সাইমন মজা করে লেখেন, বুজজঈন কিছু?! কইছলাম না?! আমরা চ্যাম্পিয়ন।’

বুবলী। ছবি: প্রথম আলো
বুবলী। ছবি: প্রথম আলো

চিরকুট ব্যান্ডের অন্যতম সদস্য শারমীন সুলতানা সুমী বাংলাদেশ দলের স্কোরবোর্ডের ছবি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘এত পাওয়ারফুল, এত অর্জনে ভরা, এত প্রশান্তির স্ক্রিনশট জীবনে দেখেছি কি না মনে করতে পারছি না। ছোট বাঘদের আন্তরিক অভিনন্দন, ভালোবাসা!’

সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ অনূর্ধ্ব-১৯ দলকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘তোমরা আজ বাংলাদেশ গর্বিত করেছে।’ নিজের গাওয়া গান ‘শাবাশ বাংলাদেশ’ ফেসবুকে শেয়ার করে গায়ক আসিফ আকবর লেখেন, ‘বেশ বেশ বেশ শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ।’ সংগীতশিল্পী কনাও বাংলাদেশ দলের স্কোরবোর্ড নিজের ফেসবুক পেজে পোস্ট করে লিখেছেন, ‘আহা...বাংলাদেশ। অভিনন্দন টাইগার্স।’ সংগীতশিল্পী কোনাল খেলা শেষে ফেসবুকে পোস্ট করেছেন, ‘বলেছিলাম নতুন ইতিহাস গড়বে! গর্জে উঠল টাইগার্স। আমরা তোমাদের জন্য গর্বিত। অভিনন্দন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পুরো দলকে।’ সংগীত পরিচালক শওকত আলী ইমন লিখেছেন, ‘অভিনন্দন বালকেরা। ভালোবাসা অনূর্ধ্ব-১৯ টাইগারদের। আমার এখন বিশ্ব চ্যাম্পিয়ন। ইয়াহু!’ এর বাইরেও বিনোদন অঙ্গনের প্রায় সবাই জুনিয়র টাইগারদের জয়ে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের অনুভূতি ব্যক্ত করেছেন।

আরেফিন শুভ। সংগৃহীত
আরেফিন শুভ। সংগৃহীত