নুসরাত কারও কথায় কান দেন না

নুসরাত বরুচা। ছবি: ইনস্টাগ্রাম
নুসরাত বরুচা। ছবি: ইনস্টাগ্রাম

নুসরাত বরুচার পোশাক সম্প্রতি উত্তাপ ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রচলিত পোশাকের চেয়ে এই পোশাক ছিল একটু আবেদনময়ী। তাতে প্রশংসা যেমন পেয়েছেন, তেমনি দুয়োধ্বনিও পেয়েছেন খানিকটা। তবে নুসরাত কারও কথায় কান দেন না। তাঁর ভাষ্য, মানুষের কথা বলার অধিকার যেমন আছে, তেমনি পছন্দসই পোশাক পরার অধিকারও থাকা উচিত।

সম্প্রতি একটি অনুষ্ঠানের রেড কার্পেটে আবেদন জাগানো পোশাকে হাজির হয়েছিলেন এই বলিউড অভিনেত্রী। এরপর থেকেই তাঁর পোশাক নিয়ে আলোচনা। তবে তার উত্তরে নুসরাতের বক্তব্য ছিল নিজের স্বাধীনতার। তিনি বলেন, ‘আমরা এমন একটি দেশে বাস করি, যেখানে সবাই তাঁর কথা বলার স্বাধীনতা রাখেন। সুতরাং যিনি যা অনুভব করেন, তা তিনি বলতে পারেন। সেদিক থেকে তাঁরা তাঁদের কথা বলেছেন। এটা তাঁদের অধিকার। আর আমি যা পছন্দ করি, তা–ই পরিধান করেছি। এটাও আমার অধিকার।’

নুসরাত বরুচা। ছবি: ইনস্টাগ্রাম
নুসরাত বরুচা। ছবি: ইনস্টাগ্রাম

অনেক সময়ই তারকারা দৃষ্টি আকর্ষণ করতে কিংবা নিজেকে সাহসী হিসেবে প্রমাণ করতে এমন আবেদন জাগানো পোশাক পরে থাকেন। এমন উদাহরণ বলিউডে মিলেছে। কিন্তু নুসরাত জানালেন, পোশাক পরার বিষয়টি একদমই তাঁর ব্যক্তিগত ব্যাপার। নুসরাত বলেন, ‘এটি একেবারেই আমার জন্য করেছি। অন্য কারও জন্য নয়। মানুষ প্রশংসা করবে, নাকি এটা আলোচনার কেন্দ্রবিন্দু হবে—এমন ভাবনা আমার মাথায় ছিল না। আমি শুধু পরেছি, অনুষ্ঠানে গিয়েছি, মজা করেছি, বাসায় এসেছি, রাতে খেয়েছি এবং রাতে ঘুমিয়ে পড়েছি। আমি এটা কিছু মনেই করিনি, ব্যক্তিগতভাবেও নিইনি। এমনকি আমি এই পোস্টের মন্তব্যগুলোও পড়িনি। কারণ, এটা আমার মাথাব্যথার কারণ নয়। এটা কতটুকু সাহসী, সেটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। এটা দেখতে ভালো লাগলে পরব, না হলে পরব না, ব্যস।’
ড্রিম গার্ল ও সনুকে টিটু কি সুইটি দিয়ে আলোচনায় আসেন নুসরাত বরুচা। হাতে আছে আরও দুটি ছবি। সূত্র: হিন্দুস্তান টাইমস