টাকার অভাবে আটকে আছে শুটিং

বছরখানেক ধরে আটকে আছে অফিসার রিটার্নস ছবির কাজ। শোনা গেছে আবার শুরু হতে পারে ছবির শুটিং।  ছবি: সংগৃহীত
বছরখানেক ধরে আটকে আছে অফিসার রিটার্নস ছবির কাজ। শোনা গেছে আবার শুরু হতে পারে ছবির শুটিং। ছবি: সংগৃহীত

আর্থিক সংকটের কারণে আটকে আছে কয়েকটি চলচ্চিত্রের শুটিং। কয়েকটি ছবি আছে, যেগুলোর তিন বছর ধরে বন্ধ আছে কাজ। ছবিগুলোর অভিনয়শিল্পী ঢালিউডের নামকরা তারকারা।

ছবিগুলো হলো মাহিয়া মাহি ও বাপ্পী চৌধুরী অভিনীত গাজী জাহাঙ্গীরের প্রেমের বাঁধন, নিরব ও জলি অভিনীত বন্ধন বিশ্বাসের অফিসার রিটার্নস, সাইমন ও মাহিয়া মাহি অভিনীত বদিউল আলমের আমার মা আমার বেহেস্ত, শাকিব খান ও জাহারা মিতু অভিনীত একই পরিচালকের আগুন, ফেরদৌস ও জয়া আহসান অভিনীত মাহমুদ দিদারের বিউটি সার্কাস, রোশান ও অধরা খান অভিনীত অপূর্ব রানার উন্মাদ। এর মধ্যে কোনো কোনো ছবির কাজ ৮০ থেকে ৯০ শতাংশ শেষ হয়েছে। পরিচালকদের ভাষ্য, আর্থিক সংকটের বিষয়টি শিগগিরই সমাধান করে শুটিং শুরু করবেন।

প্রেমের বাঁধন ছবির শুটিং প্রায় আড়াই বছর আটকে আছে। ছবির পরিচালক গাজী জাহাঙ্গীর জানান, ছবি শেষ করতে গানগুলোর শুটিংসহ আরও চার দিন শুটিং করতে হবে। তিনি বলেন, ‘খানিকটা বাজেটের কারণেই শুটিং আটকে আছে। তবে অচিরেই বাজেটের সমস্যা কেটে যাবে। ছবির অল্প কাজ বাকি আছে। সব শিল্পীর শিডিউল মিলিয়ে তাড়াতাড়ি কাজ শেষ করব।’
প্রায় ৬০ শতাংশ কাজ শেষ হওয়ার পর বাজেটের অভাবে বছরখানেক ধরে শুটিং বন্ধ আছে আমার মা আমার বেহেস্ত ছবির কাজ। পরিচালক বদিউল আলম জানিয়েছেন, নতুন আরেকজন প্রযোজক নিয়ে ছবির বাকি কাজ চলতি মাসের শেষের দিকে শুরু করবেন। তিনি বলেন, ‘ছবির প্রযোজক একজন ঠিকাদার। এ কারণেই সমস্যা হয়েছে। তবে তাঁর সঙ্গে আলোচনা করে আরেকজন প্রযোজক দিয়ে ছবির বাকি কাজ শেষ করব। কথাবার্তা চূড়ান্ত হয়েছে।’

একই পরিচালকের আগুন ছবির শুটিং বন্ধ আছে গত বছরের সেপ্টেম্বর থেকে। ছবির প্রযোজক ক্যাসিনো কেলেঙ্কারিতে আটক হওয়ার পর থেকে কাজ বন্ধ আছে। চারটি গানের কাজসহ আর ২ থেকে ৩ দিন শুটিং করলে ছবির কাজ শেষ হয়ে যাবে। পরিচালক বলেন, ‘প্রযোজকদের সঙ্গে দেখা করা যাচ্ছে না। এই ছবির নায়ক শাকিব খান বলেছেন, এটি ভালো ছবি। কাজও প্রায় শেষ। বাকি কাজ শেষ করতে তিনি অর্থনৈতিক সহযোগিতা করতে চান। ভাবছি, শাকিব খানের বীর মুক্তির পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব আমরা।’

প্রায় ২৫ শতাংশ কাজ শেষ হয়ে বছরখানেক ধরে আটকে আছে অফিসার রিটার্নস ছবির কাজ। ছবির নায়ক নিরব বলেন, ‘আমার ধারণা, কিছু আর্থিক সমস্যা ছিল। এ কারণে শুটিং বন্ধ। পরিচালকের কাছে শুনেছি, কাজটি আবার শুরু হবে। তবে নতুন শিডিউল এখনো হয়নি।’

২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি শুটিং শুরু হয় বিউটি সার্কাস ছবির। কিন্তু প্রায় তিন বছর পেরিয়ে গেলেও এখনো কাজ শেষ হয়নি। ছবির পরিচালক মাহমুদ দিদার জানিয়েছেন, কিছু বাজেট সমস্যার কারণে শুটিং শেষ করতে সমস্যা হয়েছিল। আপাতত সেই সমস্য কেটে যাচ্ছে। তিনি বলেন, ‘ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজনা প্রতিষ্ঠানের কারণে এখন কাজটি হয়তো শেষ করা যাবে। মাঝে বাজেট নিয়ে ঝামেলা হচ্ছিল। পরে ইবনে হাসান খান ভাইয়ের সহযোগিতায় কাজটি তুলে আনার সুযোগ হচ্ছে।’
মাহমুদ দিদার জানান, ছবিটি এপ্রিল মাসে মুক্তি দেওয়ার ইচ্ছা। তার আগে বাকি কাজ শেষ করা হবে।
এদিকে গত বছরের একদম শেষে এসে শুটিং শুরু হয় উন্মাদ ছবির। ছবিটির একটি ধাপের কাজ হয়েছে। শুটিংও প্রায় ৩০ শতাংশ শেষ। আপাতত ছবির শুটিং বন্ধ আছে। পরিচালক অপূর্ব রানা বলেন, ‘এখন প্রযোজক যুক্তরাষ্ট্রে আছেন। মার্চ মাসে ফেরার কথা। ফিরলেই কাজ শুরু হবে।’