ঢাকায় হয়ে গেল জীবনানন্দ উৎসব

কবি জীবনানন্দ দাশের ১২১তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘মনের খোরাক’ আয়োজিত উৎসবে আলোচকেরা। ছবি: সংগৃহীত
কবি জীবনানন্দ দাশের ১২১তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘মনের খোরাক’ আয়োজিত উৎসবে আলোচকেরা। ছবি: সংগৃহীত

প্রকৃতি, প্রেম, নিঃসঙ্গতা, নৈসর্গ বা বিষাদ, যে কথাই বলা হোক না কেন, কবিতায় জীবনানন্দ দাশের মতো আর কেউ সম্ভবত এত সুচারুভাবে প্রকাশ করতে পারেননি। বাংলা ভাষার জনপ্রিয় এ কবির ১২১তম জন্মবার্ষিকী ছিল গতকাল সোমবার। ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্ম নেওয়া এ নন্দিত কবির জন্মদিন উপলক্ষে ধানমন্ডির ইএমকে সেন্টারে আয়োজন করা হয়েছিল জীবনানন্দ উৎসবের।

নভেলটি ইঞ্জিনিয়ারিং করপোরেশনের সার্বিক পৃষ্ঠপোষকতায় জীবনানন্দ উৎসবের এ আয়োজন করে ‘মনের খোরাক’ নামের একটি সংগঠন। গতকাল বিকেল চারটায় শুরু হওয়া এ উৎসব চলে রাত আটটা পর্যন্ত।

মনের খোরাক সংগঠনের প্রতিষ্ঠাতা মঈন হাসান প্রিন্স বলেন, ‘জীবনানন্দের পাঠক ও সমালোচকদের নিয়ে একটি মিলনমেলা করাই এ আয়োজনের উদ্দেশ্য। মনের খোরাক একটি বুদ্ধিবৃত্তিক সমাজ গড়ার লক্ষ্যে কাজ করছে। এ লক্ষ্যে বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করা হবে।’

কবি জীবনানন্দ দাশের ১২১তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘মনের খোরাক’ আয়োজিত উৎসবে অতিথিবৃন্দ। ছবি: সংগৃহীত
কবি জীবনানন্দ দাশের ১২১তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘মনের খোরাক’ আয়োজিত উৎসবে অতিথিবৃন্দ। ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ভাস্কর চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফকরুল আলম, ফারুক ওয়াসিফ, ফয়জুল লতিফ চৌধুরী, শারমীন লাকি, রাহুল আনন্দ, মারজুক রাসেলসহ আরও অনেকে। সাংস্কৃতিক পর্বে অংশ নেয় ‘কথা আবৃত্তি চর্চা কেন্দ্র’, ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ, কালচারাল সোসাইটি, ইউল্যাব সংস্কৃতি সংসদ। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, জীবনানন্দ গবেষক, লেখক, পাঠক, সমালোচকসহ সাংস্কৃতিক অঙ্গনের মানুষ যোগ দেন।