নিহতদের পরিবারকে কোটি রুপি সহায়তার ঘোষণা কমলের

চেন্নাইয়ের পুনামাল্লির ইভিপি ফিল্ম সিটির স্টুডিওতে শুটিংয়ের সেট তৈরির সময় বুধবার রাতে ক্রেন ভেঙে হতাহত হওয়ার ঘটনা ঘটে। এএনআই ফাইল ছবি
চেন্নাইয়ের পুনামাল্লির ইভিপি ফিল্ম সিটির স্টুডিওতে শুটিংয়ের সেট তৈরির সময় বুধবার রাতে ক্রেন ভেঙে হতাহত হওয়ার ঘটনা ঘটে। এএনআই ফাইল ছবি

শুটিংস্থলে ভয়াবহ দুর্ঘটনায় নিহত তিন চলচ্চিত্র সহকর্মীর পরিবারকে এক কোটি রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন ভারতের প্রখ্যাত অভিনেতা, প্রযোজক, পরিচালক, গীতিকার ও চিত্রনাট্যকার কমল হাসান।

কমল হাসানের নতুন ছবি ‘ইন্ডিয়ান-২’-এর শুটিংস্থলে গত বুধবার রাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ছবির সহকারী পরিচালক কৃষ্ণ ও দুই টেকনিশিয়ান মধু ও চন্দন নিহত হন। আহত হন নয়জন।

ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ের পুনামাল্লির ইভিপি ফিল্ম সিটির স্টুডিওতে শুটিংয়ের সেট তৈরির সময় রাত সাড়ে নয়টার দিকে হঠাৎ ১৫০ ফুট উঁচুর একটি ক্রেন ভেঙে পড়লে হতাহত হওয়ার এই ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় স্টুডিওতে উপস্থিত ছিলেন কমল হাসান। দুর্ঘটনায় তিন কর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি। ঘোষণা দেন, নিহত তিন সহকর্মীর পরিবারকে এক কোটি রুপির আর্থিক সাহায্য দেবেন। আর আহত ব্যক্তিদের চিকিৎসার সার্বিক ব্যবস্থা নেবেন।

দুর্ঘটনার পর কমল হাসান বলেন, ‘এই দুর্ঘটনা ছিল আমার কাছে সুনামির মতো।’

মেগা বাজেটের ‘ইন্ডিয়ান-২’ ছবিটি ২০২১ সালে মুক্তি পাওয়ার কথা। ছবিতে কমল হাসান ছাড়াও অভিনয় করেছেন রাকুল প্রীত, সিদ্ধার্থ, কাজল আগরওয়াল প্রমুখ।

চলচ্চিত্রের পাশাপাশি কমল হাসান নিজেকে যুক্ত করেছেন রাজনীতিতেও। ২০১৮ সালে তিনি তামিলনাড়ুতে ‘মাক্কালনিধি মাইয়াম’ নামের একটি নতুন দল গড়েন।