মাইনাস ১২ ডিগ্রি তাপমাত্রায় স্বল্প বসন, অস্বস্তিতে পূজা

আইটেম গানের শুটিংয়ে পূজা চেরী। ছবি: সংগৃহীত
আইটেম গানের শুটিংয়ে পূজা চেরী। ছবি: সংগৃহীত

প্রথমবার সিনেমার আইটেম গানে নাচতে হবে পূজা চেরীকে। এর মধ্যে তীব্র ঠান্ডা। নায়িকাকে পরতে হবে অন্য ধরনের পোশাক। শুরুতে অস্বস্তি থাকলেও পরে গানের মুডের কারণে আইটেম গানটিতে সেই অস্বস্তিকর পোশাকেই শুটিং করতে হয়। আজ রোববার দুপুরে প্রথম আলোর সঙ্গে আলাপকালে এমনটাই জানালেন চিত্রনায়িকা পূজা চেরী। ঢালিউডের এই সময়ের চিত্রনায়িকা পূজা বলেন, ‘অস্বস্তি নিয়ে শুটিং করলেও শেষ পর্যন্ত গানটা দেখে মনে স্বস্তি এসেছে।’

‘সাইকো’ সিনেমার এই গানের শুটিং করা হয়েছে নেপালে। সে সময় তাপমাত্রা ছিল মাইনাস ১২ ডিগ্রি। পূজা বলেন, ‘শুরুতে খুবই নার্ভাস ছিলাম। শুটিংয়ের আগে তো এমনও ভেবেছিলাম, গানটিতে আমি আদৌ নাচতে পারব কি না। মহড়া করার কথা থাকলেও শেষ পর্যন্ত মহড়া করতে পারিনি। গানটা একটা পর্যায় পর ভালো লাগল। যেহেতু জীবনের প্রথম আইটেম গান, তাই বেশি নার্ভাস ছিলাম। কোরিওগ্রাফার ববের সঙ্গেও ছিল আমার প্রথম কাজ। মাথায় এও ঘুরছিল, যদি ঠিকঠাকভাবে কাজটা না করতে পারি, এরপর তো বকা খেতে হবে। তার ওপর ছিল পোশাক। এ ধরনের পোশাক আগে কখনোই পরা হয়নি। আইটেম গানে সাধারণত যে ধরনের পোশাক পরা হয় তেমনই, স্বল্পবসনা। আরও একটা ব্যাপার ছিল, তখন তাপমাত্রা ছিল মাইনাস ১২ ডিগ্রি!’

গেল মাসে ‘সাইকো’ সিনেমার কয়েকটি দৃশ্যের শুটিং করতে নায়ক-নায়িকাসহ ইউনিটের অন্য সবাইকে নিয়ে পরিচালক যান নেপালে। সেখানে আইটেম গানের শুটিং করা হয়। ‘আমি সাইকো, ও সাইকো, ও সাইকো ফুল্লি রে’—এমন কথার গানটির গীতিকার সুদীপ কুমার দীপ। সুর ও সংগীত পরিচালনা করেছেন লিংকন।

কোরিওগ্রাফার ও নায়কের মাঝে আইটেম গানের শুটিংয়ে পূজা চেরী। ছবি: সংগৃহীত
কোরিওগ্রাফার ও নায়কের মাঝে আইটেম গানের শুটিংয়ে পূজা চেরী। ছবি: সংগৃহীত

‘“সাইকো” ছাড়া “শান”–এর দুটি গানের শুটিং শেষ করলাম।’ জানালেন ‘শান’ ছবির আরও দুটি গানের কাজ বাকি আছে। সামনে আবার এইচএসসি পরীক্ষা, তাই এখন পড়াশোনায়ও মনোযোগী এই চিত্রনায়িকা। এ কারণে নতুন কাজ থেকে আপাতত দূরে আছেন। শুটিং, পরীক্ষা—সবকিছু উপভোগ করছেন পূজা। বললেন, ‘চাপে আছি। কাজের চাপে সব সময় থাকতে চাই।’
‘সাইকো’ ছবিতে পূজা চেরীর বিপরীতে অভিনয় করেছেন রোশান। ছবিটির পরিচালক অনন্য মামুন। এই ছবিতে রোশান অভিনয় করছেন একজন পুলিশ অফিসারের চরিত্রে। ছবির আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী।
শিশুশিল্পী পূজা চেরী ‘নুরজাহান’ সিনেমায় অভিনয় করে নায়িকা তকমা পেয়ে যান। এরপর তাঁকে ঘিরে ঢালিউডে আলোচনা তৈরি হয়। ‘পোড়ামন ২’ ও ‘দহন’ ছবি দুটি তাঁকে আরও কয়েক ধাপ এগিয়ে দেয়।