আজ 'বাংলালিংক ভাইব স্টুডিও'তে গাইবেন লায়লা

গান পরিবেশন করছেন সংগীতশিল্পী সুলতানা ইয়াসমীন লায়লা। ছবি: সংগৃহীত
গান পরিবেশন করছেন সংগীতশিল্পী সুলতানা ইয়াসমীন লায়লা। ছবি: সংগৃহীত

প্রথম আলো ডটকমের আয়োজনে গানের অনুষ্ঠান ‘বাংলালিংক ভাইব স্টুডিও’–তে আজ গাইবেন তরুণ সংগীতশিল্পী সুলতানা ইয়াসমীন লায়লা। তিনি শোনাবেন ‘নয়া বাড়ি’, ‘সখী গো আমার মন ভালা না’, ‘দেখা আরিচার ঘাটে’, ‘চান্দে ও চান্দে গো’, ‘কোটি টাকায় পকেট ভইরা’ ও ‘গানের পাখি’ গানগুলো। অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার রাত আটটায় দেখা যাবে প্রথম আলোর অনলাইন, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং নাগরিক টিভিতে। আগামীকাল শুক্রবার বিকেল চারটায় অনুষ্ঠানটি শোনা যাবে এবিসি রেডিওতে। অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে শেফস টেবিল কোর্টসাইডে।

প্রসঙ্গত, গান নিয়ে ভিন্ন মাত্রার এই আয়োজনে এর আগে গান পরিবেশন করে জনপ্রিয় গানের দল জলের গান। তারা ‘বকুল ফুল’, ‘ঝরা পাতা’, ‘কাগজের নৌকা’, ‘এমন যদি হতো’ ও ‘তোমার জন্য আকাশভরা তারা’ গানগুলো পরিবেশন করে। এ ছাড়া সাব্বির, অপু ও রন্টির কণ্ঠে ছিল ভাষার গান। একুশের গানগুলো নিয়ে সাজানো হয়েছিল ‘বাংলালিংক ভাইব স্টুডিও’ আয়োজনটি। সেখানে সাব্বির জামান, অপু আমান ও রন্টি দাস পরিবেশন করেন ‘মোদের গরব মোদের আশা’, ‘তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি’, ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’, ‘সালাম সালাম হাজার সালাম’, ‘আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা’, ‘এক শহীদের ছোট বোন’, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানগুলো।