বোন আবিদার পছন্দে ইমনের বিয়ে

বিয়ের পর বর শওকত আলী ইমন ও কনে হৃদিতা রেজা। ছবি: সংগৃহীত
বিয়ের পর বর শওকত আলী ইমন ও কনে হৃদিতা রেজা। ছবি: সংগৃহীত

হঠাৎ বিয়ে করলেন সংগীত পরিচালক শওকত আলী ইমন। কনে হৃদিতা রেজা একটি বেসরকারি চ্যানেলের সংবাদ পাঠক। দুই পরিবারের পছন্দেই তাঁদের বিয়ে হয়। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। নবদম্পতির দুই পরিবারের সদস্যসহ বর–কনের কাছের পরিচিতজনেরা উপস্থিত ছিলেন এই বিয়েতে। ঈদের পর বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান হবে। বিয়ের আগে দুজনের কেউ কারোর সঙ্গে পরিচয় ছিল না বলে জানিয়েছেন ইমন।

বিয়ের বিষয়টি নিশ্চিত করে শওকত আলী ইমন বলেন, ‘হঠাৎ করেই বিয়েটা হয়ে গেল। হৃদিতার সঙ্গে আমার একদমই পরিচয় ছিল না। তবে চ্যানেলে খবর পড়তে দেখেছি তাকে। আমার বোন আবিদা সুলতানা পছন্দ করে বিয়ে দিয়ে দিলেন। ১২ ফেব্রুয়ারি আমাদের বিয়ের সিদ্ধান্ত হয়।’

বিয়ের পর কেমন লাগছে, জানতে চাইলে ইমন বলেন, ‘অবশ্যই ভালো লাগছে। প্রায় ১০ বছর ব্যাচেলর লাইফ কাটালাম। জীবনকে তো সাজাতে হবে। প্রেম করে বা পরিবারের মতেই হোক, বিয়ে তো করতেই হতো, করে ফেললাম।’

বিয়ের পর বর শওকত আলী ইমন ও কনে হৃদিতা রেজা। ছবি: সংগৃহীত
বিয়ের পর বর শওকত আলী ইমন ও কনে হৃদিতা রেজা। ছবি: সংগৃহীত

এই সংগীত পরিচালক জানান, ঈদের পর আয়োজন করে বিয়ের অনুষ্ঠান করবেন। তিনি বলেন, ‘যেহেতু বিয়ের আয়োজনটা হুট করে হয়ে গেছে, তাই বাসা গোছানোর সময় পাইনি। বাসা গোছগাছ করে ঈদের পর বিয়ের অনুষ্ঠানটি করবে।’ হৃদিতা রেজা জানালেন, সুরকার ইমনের সঙ্গে আগে পরিচয় ছিল না তাঁর। তবে ইমনের সুর সংগীত করা অনেক গান শুনেছেন। বিয়ের পরের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘ভালো লাগছে। তবে আগে চেনাজানা ছিল না। এ জন্য একটু লজ্জা সংকোচবোধ কাজ করছে।’

১৯৯৫ সালের ১৫ জুলাই অভিনেত্রী ও মডেল বিজরী বরকতুল্লাহ ও শওকত আলী ইমনের বিয়ে হয়েছিল। ২০১২ সালের শেষের দিকে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। তাঁদের একমাত্র মেয়ে ঊর্বানা এখন দেশের বাইরে থাকে।