বরুণের ড্রাইভার চাপা দিল ফটোগ্রাফারকে

বরুণ ধাওয়ান ও প্রেমিকা নাতাশা দালাল। ছবি: ইনস্টাগ্রাম
বরুণ ধাওয়ান ও প্রেমিকা নাতাশা দালাল। ছবি: ইনস্টাগ্রাম

দৃশ্য ১. প্রেমিকা নাতাশা দালালকে সঙ্গে নিয়ে পরিচালক শশাঙ্ক খৈতানের জন্মদিনের নিমন্ত্রণ খেতে যাচ্ছিলেন বলিউড তারকা বরুণ ধাওয়ান। আর যা হয় আরকি। শশাঙ্কের গেটের মুখে ফটোগ্রাফাররা হামলে পড়ল গাড়ির ওপর। ঝলসে উঠল ক্যামেরার ফ্ল্যাশ। ড্রাইভারের অসাবধানতা বা পাপারাজ্জিদের বাড়াবাড়ি—যে কারণেই হোক, গাড়ির চাকা উঠে গেল এক পাপারাজ্জির পায়ের ওপর। যন্ত্রণায় চিৎকার করে উঠছেন তিনি।

দৃশ্য ২. আওয়াজ শুনে গাড়ি থামিয়ে সঙ্গে সঙ্গে বের হয়ে এলেন বরুণ ধাওয়ান। না, কোথাও তেমন গুরুতর আঘাত নেই। স্বস্তির নিঃশ্বাস ফেললেন ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’, ‘কলঙ্ক’ ও ‘অক্টোবর’খ্যাত এই তারকা। নরম ধমকের সুরে বললেন, ‘কোনো দিন এমন হয়েছে যে আমি আপনাদের জন্য পোজ দিইনি? প্রতিদিন দাঁড়াচ্ছি। তাহলে এ রকম হুড়োহুড়ি করার দরকারটা কী?’ তারপর ভালোভাবে পরখ করে নিশ্চিত হলেন যে ওই আলোকচিত্রীর কিছু হয়নি। এরপরই হাসিমুখে পোজ দিলেন। একজন আবার বলল, ম্যাডামকে ডেকে আনেন। তখন বরুণ বললেন, ‘এই বেলা আমার একারই তুলুন। ও এখন আসবে না।’

৩১ বছর বয়সী বরুণ গাড়ি থেকে বের হয়ে আসায় খুশি হয়েছেন আহত ওই আলোকচিত্রী। একজন বলেছেন, ‘উনি তো পাশ কাটিয়ে চলেও যেতে পারতেন। কিন্তু যাননি। এমন তারকা কতজন হয়?’

বরুণ ধাওয়ানকে এবার পর্দা ভাগ করতে দেখা যাবে সারা আলী খানের সঙ্গে। ১৯৯৫ সালে গোবিন্দ আর কারিশমা কাপুর অভিনীত সুপারহিট ছবি ‘কুলি নম্বর ওয়ান’-এর রিমেকে জুটি বাঁধবেন তাঁরা। সম্প্রতি বরুণ ও সারা অভিনীত ছবিটিকে প্লাস্টিকমুক্ত বলে ঘোষণা করা হয়েছে। ওই ছবির সেটে কোনো ধরনের প্লাস্টিক-জাতীয় বস্তু ব্যবহার করা হয়নি। মূল ছবির মতো রিমেকটিও পরিচালনা করেছেন বরুণ ধাওয়ানের বাবা ডেভিড ধাওয়ান। আগামী ১ মে মুক্তি পাবে এই ছবি।