লতার আশীর্বাদ আয়ুষ্মানের জন্য

লতা মঙ্গেশকর। ছবি: ইনস্টাগ্রাম
লতা মঙ্গেশকর। ছবি: ইনস্টাগ্রাম

গান ও অভিনয়—দুটোতেই অনবদ্য বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। এ কথা কতটুকু সত্য? তার বিচার হয়তো আর করতে হবে না। ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর যাঁর জন্য আশীর্বাদ পাঠান, তাঁর কি কোনো সার্টিফিকেট লাগে? লতার কাছ থেকে গান ও অভিনয় নিয়ে আশীর্বাদ পেলেন আয়ুষ্মান। এই কিংবদন্তির কাছে কৃতজ্ঞতায়ও বাধিত হলেন বলিউড অভিনেতা।

এই তরুণ অভিনয়শিল্পী বলিউডে এসেই অভিনয়ে মাত করেছেন। শুধু কি তাই, সুযোগ পেলেই দুলাইন গেয়েও দিয়েছেন নিজের ছবিগুলোয়। আর ২০১৮ সালে তাঁর অভিনীত ছবি ‘আন্ধাধুন’-এ ছিলেন অনবদ্য—কি গানে, কি অভিনয়ে। সেই ছবি দেখেছেন লতা মঙ্গেশকর। দেখে তিনি মুগ্ধ, আবেগে আপ্লুত। বয়সের ভারে নুয়ে পড়লেও সামাজিক যোগাযোগমাধ্যমে আয়ুষ্মানের জন্য আশীর্বাদ লিখে দিলেন দুকলম।

‘আন্ধাধুন’ ছবিতে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা ও রাধিকা আপ্তে। ছবি: ইনস্টাগ্রাম
‘আন্ধাধুন’ ছবিতে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা ও রাধিকা আপ্তে। ছবি: ইনস্টাগ্রাম

এই ছবিতে আয়ুষ্মান একজন পিয়ানোবাদক। লতা আয়ুষ্মানের অভিনয় দেখে টুইটারে লেখেন, ‘আয়ুষ্মানজি নমস্কার। আমি আপনার ছবি “আন্ধাধুন” আজ দেখেছি। আপনি খুব ভালো অভিনয় করেছেন। আর যে গান গেয়েছেন, সেটা আমার কাছে অসাধারণ লেগেছে। অভিনন্দন আপনাকে। শুভকামনা আপনার জন্য। আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক।’

এমন টুইট হয়তো কোনো চলচ্চিত্র পুরস্কারের থেকেও বেশি আয়ুষ্মানের কাছে। তিনি কৃতজ্ঞতা জানান এই কিংবদন্তি সংগীতশিল্পীর কাছে। আয়ুষ্মান রিটুইট করে লেখেন, ‘লতাদি, আপনার এই লেখা আমার কাছে অনেক কিছু। আমি এখন থেকে আরও পরিশ্রম করব। আপনার কথাগুলো আমার কাছে অনুপ্রেরণা। অনেক কৃতজ্ঞতা এই আশীর্বাদের জন্য।’

এই চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বগলদাবা করেন ‘ভিকি ডোনার’ অভিনেতা। আর এর জন্য অপেক্ষা করতে হয়েছে সাত সাতটি বছর। আয়ুষ্মানের জীবনে এই চরিত্রটি ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং। কসরতও কম করতে হয়নি। আর তার ফল পেয়েছেন এমন আশীর্বাদে।

আয়ুষ্মান খুরানা। ছবি: ইনস্টাগ্রাম
আয়ুষ্মান খুরানা। ছবি: ইনস্টাগ্রাম

অভিনেতা হওয়ার আশে ট্রেনের কামরায় চেপে মুম্বাই আসতেন আয়ুষ্মান। ভাবতেন, একদিন বড় অভিনেতা হবেন। এখনো তরুণ কিংবা উদীয়মান শব্দটি নামের পাশে যুক্ত থাকে। হয়তো সেদিন বেশি দূরে নয়, যেদিন ভারতজোড়া নামে হবে তাঁর। আর সে রাস্তাটি মসৃণ হচ্ছে কিংবদন্তিদের কাছ থেকে পাওয়া এসব আশীর্বাদে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস